নানুর, 22 নভেম্বর : BJP-র ব্যানার লাগানোকে কেন্দ্র করে বোমাবাজি-গুলি নানুরের বঙ্গছত্র গ্রামে । অভিযোগ, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানের নেতৃত্বে তৃণমূলের লোকজন হামলা করে । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত নানুর এলাকা । ছিঁড়ে দেওয়া হয় BJP-র ব্যানার-পোস্টার । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বিশাল পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স ৷
25 নভেম্বর সিউড়িতে BJP-র একটি জনসভা রয়েছে । এই জনসভায় উপস্থিত থাকবেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । জনসভার প্রচারে এদিন নানুরের বঙ্গছত্র গ্রামে পোস্টার, ব্যানার লাগানো হচ্ছিল। অভিযোগ, সেই সময় BJP কর্মীদের উপর হামলা করে তৃণমূলের লোকজন । ছিঁড়ে দেওয়া হয় তাদের ব্যানার-পোস্টার । চলে বোমাবাজি -গুলিও ৷
অভিযোগ, তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানের নেতৃত্বে এই হামলা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় নানুর থানার পুলিশ ও কমব্যাট ফোর্স ৷ যদিও, তৃণমূলের নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, "ওরা মিথ্যা অভিযোগ করছে । মিথ্যা অভিযোগ করাই ওদের কাজ। এই রকম কোনও ঘটনাই ঘটেনি ।"