ETV Bharat / state

Gold Coins Recover বীরভূমে 300টি নকল সোনার কয়েন উদ্ধার, গ্রেফতার 3 - নকল সোনার কয়েন বিক্রি করতে এসে পুলিশের জলে তিন প্রতারক

নকল সোনার কয়েন বিক্রি করতে এসে পুলিশের জলে তিন প্রতারক ৷ উদ্ধার 300টি সোনার কয়েন-সহ একটি আগ্নেয়াস্ত্র (Three Accused Arrested for 300 Fake Gold Coins Recover) ৷

Gold Coins Recover
বীরভূমে 300টি নকল সোনার কয়েন উদ্ধার
author img

By

Published : Aug 12, 2022, 10:04 PM IST

রামপুরহাট, 12 অগস্ট: নকল সোনার কয়েন বিক্রি করে প্রতারণার অভিযোগে তিন জন প্রতারককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। ধৃতদের নাম করিমুদ্দিন শেখ, হাসিমুদ্দিন শেখ ও ডালিম শেখ (Three Accused Arrested for 300 Fake Gold Coins Recover)।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত তিনজনের বাড়ি বীরভূমের লাভপুর থানার হাতিয়া এলাকায়। শুক্রবার সকালে এই তিন প্রতারক একটি মোটর বাইকে চড়ে নকল কয়েনগুলি বিক্রি করতে আসছিল। রামপুরহাট হাটতলা বাজারের আগেও বেশ কয়েকবার নকল সোনার কয়েন বিক্রি করেছে এই ধৃত প্রতারকরা।

এদিন আবারও একই কায়দায় রামপুরহাট এলাকায় নকল কয়েন বিক্রি করতে এসেছিল তারা। রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে প্রতারকদের চাকপাড়া গ্রামের কাছ থেকে গ্রেফতার করে। ধৃতদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে 300টি নকল সোনার কয়েন, গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র, চারটি মোবাইল ও একটি মোটরসাইকেল।

নকল সোনার কয়েন বিক্রি করে প্রতারণার অভিযোগে তিন জন প্রতারককে গ্রেফতার করল পুলিশ

আরও পড়ুন: বান্ধবীর সঙ্গে ঘর বাঁধতে বাবার টাকা নিয়ে চম্পট দিল 'গুণধর' ছেলে

দীর্ঘদিন ধরে নকল কয়েন প্রতারকদের জাল ছড়িয়ে ছিল বীরভূমে। সাধারণ মানুষদের সেই কয়েন বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত এই নকল কয়েন চক্রের প্রতারকরা। এদিন ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

রামপুরহাট, 12 অগস্ট: নকল সোনার কয়েন বিক্রি করে প্রতারণার অভিযোগে তিন জন প্রতারককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। ধৃতদের নাম করিমুদ্দিন শেখ, হাসিমুদ্দিন শেখ ও ডালিম শেখ (Three Accused Arrested for 300 Fake Gold Coins Recover)।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত তিনজনের বাড়ি বীরভূমের লাভপুর থানার হাতিয়া এলাকায়। শুক্রবার সকালে এই তিন প্রতারক একটি মোটর বাইকে চড়ে নকল কয়েনগুলি বিক্রি করতে আসছিল। রামপুরহাট হাটতলা বাজারের আগেও বেশ কয়েকবার নকল সোনার কয়েন বিক্রি করেছে এই ধৃত প্রতারকরা।

এদিন আবারও একই কায়দায় রামপুরহাট এলাকায় নকল কয়েন বিক্রি করতে এসেছিল তারা। রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে প্রতারকদের চাকপাড়া গ্রামের কাছ থেকে গ্রেফতার করে। ধৃতদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে 300টি নকল সোনার কয়েন, গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র, চারটি মোবাইল ও একটি মোটরসাইকেল।

নকল সোনার কয়েন বিক্রি করে প্রতারণার অভিযোগে তিন জন প্রতারককে গ্রেফতার করল পুলিশ

আরও পড়ুন: বান্ধবীর সঙ্গে ঘর বাঁধতে বাবার টাকা নিয়ে চম্পট দিল 'গুণধর' ছেলে

দীর্ঘদিন ধরে নকল কয়েন প্রতারকদের জাল ছড়িয়ে ছিল বীরভূমে। সাধারণ মানুষদের সেই কয়েন বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত এই নকল কয়েন চক্রের প্রতারকরা। এদিন ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.