ETV Bharat / state

"অত্যন্ত উচিত পদক্ষেপ", নাগরিকত্ব বিল নিয়ে তথাগত রায়

author img

By

Published : Dec 9, 2019, 8:56 PM IST

Updated : Dec 9, 2019, 11:26 PM IST

ভারত গণতান্ত্রিক দেশ । প্রত্যেকের নিজের মতামত প্রকাশের স্বাধীনতা আছে । নাগরিকত্ব বিলের বিরুদ্ধে মতামত প্রকাশের স্বাধীনতা আছে । কিন্তু আমাদের মনে রাখতে হবে নাগরিকত্ব বিষয়টি সংবিধান অনুযায়ী পুরোপুরি কেন্দ্রীয় সরকারের ব্যাপার ৷ তাই যা করার কেন্দ্রীয় সরকার করবে । বললেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় ।

Tathagata Roy on NRC
তথাগত রায়

শান্তিনিকেতন, 9 ডিসেম্বর: নাগরিকত্ব বিল নিয়ে কেন্দ্রকে সাধুবাদ জানালেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় । তিনি বলেন,"অত্যন্ত উচিত পদক্ষেপ, অনেক দিন আগে নেওয়া উচিত ছিল ।" আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে আলোচনা সভা থেকে বেরিয়ে সাংবাদিকদের একথা বললেন মেঘালয়ের রাজ্যপাল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, ভারপ্রাপ্ত কর্মসচিব আশা মুখোপাধ্যায় ও প্রমুখ ।

দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত, আজ লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বিল নিয়ে সকাল থেকে উত্তাল লোকসভা কক্ষ । ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান বিলের বিরোধীরা । এদিন বিরোধীদের বিক্ষোভ প্রসঙ্গে তথাগত রায় বলেন, " ভারত গণতান্ত্রিক দেশ । প্রত্যেকের নিজের মতামত প্রকাশের স্বাধীনতা আছে । নাগরিকত্ব বিলের বিরুদ্ধে মতামতা প্রকাশের স্বাধীনতা আছে । কিন্তু আমাদের মনে রাখতে হবে নাগরিকত্ব বিষয়টি সংবিধান অনুযায়ী পুরোপুরি কেন্দ্রীয় সরকারের ব্যাপার অতয়েব যা করার কেন্দ্রীয় সরকার করবে । প্রতিবাদ যদি হয় তাহলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হবে । কোন রাজ্য সরকারের এবিষয়ে কিছু বলার এক্তিয়ার নেয় । সংবিধান সেটা উল্লেখ আছে ।"

হায়দরাবাদে যুবতিকে ধর্ষণ-খুনে অভিযুক্তদের এনকাউন্টার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, "অপরাধ মোকাবিলার এটা কোনও স্বাভাবিক উপায় হতে পারে না । কিছু ব্যতিক্রমী পরিস্থিতিতে এই রকম পদক্ষেপ নেওয়া যেতে পারে । যেখানে সাক্ষী পাওয়া যাবে না । বা যেখানে পুলিশ নিজেই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছে সেখানে এই পদক্ষেপ নেওয়া যেতে পারে । কিন্তু স্বাভাবিক ভাবে যেখানে এইরকম কোনও পরিস্থিতি নেই সেখানে এনকাউন্টার বা গণ-আদালত অত্যন্ত অনভিপ্রেত ।" হায়দরাবাদের এনকাউন্টার প্রসঙ্গে বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে সাংবাদিকরা তাঁকে ফের প্রশ্ন করলে তিনি বলেন, "বিচারব্যবস্থা দায়ি তো বটেই । বিচারব্যবস্থার সংস্কার খুব বড় আকারে দরকার । ফৌজদারি আদালতের সংস্কার দরকার ।"

শান্তিনিকেতন, 9 ডিসেম্বর: নাগরিকত্ব বিল নিয়ে কেন্দ্রকে সাধুবাদ জানালেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় । তিনি বলেন,"অত্যন্ত উচিত পদক্ষেপ, অনেক দিন আগে নেওয়া উচিত ছিল ।" আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে আলোচনা সভা থেকে বেরিয়ে সাংবাদিকদের একথা বললেন মেঘালয়ের রাজ্যপাল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, ভারপ্রাপ্ত কর্মসচিব আশা মুখোপাধ্যায় ও প্রমুখ ।

দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত, আজ লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বিল নিয়ে সকাল থেকে উত্তাল লোকসভা কক্ষ । ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান বিলের বিরোধীরা । এদিন বিরোধীদের বিক্ষোভ প্রসঙ্গে তথাগত রায় বলেন, " ভারত গণতান্ত্রিক দেশ । প্রত্যেকের নিজের মতামত প্রকাশের স্বাধীনতা আছে । নাগরিকত্ব বিলের বিরুদ্ধে মতামতা প্রকাশের স্বাধীনতা আছে । কিন্তু আমাদের মনে রাখতে হবে নাগরিকত্ব বিষয়টি সংবিধান অনুযায়ী পুরোপুরি কেন্দ্রীয় সরকারের ব্যাপার অতয়েব যা করার কেন্দ্রীয় সরকার করবে । প্রতিবাদ যদি হয় তাহলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হবে । কোন রাজ্য সরকারের এবিষয়ে কিছু বলার এক্তিয়ার নেয় । সংবিধান সেটা উল্লেখ আছে ।"

হায়দরাবাদে যুবতিকে ধর্ষণ-খুনে অভিযুক্তদের এনকাউন্টার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, "অপরাধ মোকাবিলার এটা কোনও স্বাভাবিক উপায় হতে পারে না । কিছু ব্যতিক্রমী পরিস্থিতিতে এই রকম পদক্ষেপ নেওয়া যেতে পারে । যেখানে সাক্ষী পাওয়া যাবে না । বা যেখানে পুলিশ নিজেই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছে সেখানে এই পদক্ষেপ নেওয়া যেতে পারে । কিন্তু স্বাভাবিক ভাবে যেখানে এইরকম কোনও পরিস্থিতি নেই সেখানে এনকাউন্টার বা গণ-আদালত অত্যন্ত অনভিপ্রেত ।" হায়দরাবাদের এনকাউন্টার প্রসঙ্গে বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে সাংবাদিকরা তাঁকে ফের প্রশ্ন করলে তিনি বলেন, "বিচারব্যবস্থা দায়ি তো বটেই । বিচারব্যবস্থার সংস্কার খুব বড় আকারে দরকার । ফৌজদারি আদালতের সংস্কার দরকার ।"

Intro:শান্তিনিকেতন, ৯ ডিসেম্বরঃ "অত্যন্ত উচিত পদক্ষেপ, অনেক দিন আগে নেওয়া উচিত ছিল।" লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ সংক্রান্ত বিষয়ে বললেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। এছাড়া, হায়দ্রাবাদ এনকাউন্টার প্রসঙ্গে তিনি বলেন, "কোন স্বাভাবিক অপরাধ মোলাবিলার এটা উপায় হতে পারেনা।"
এদিন, বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে অঐতিহাসিকের চোখে ভারতের স্বাধীনতার ইতিহাস শীর্ষক একটি বক্তিতা রাখান মেঘালয়ের রাজ্যপাল। ছিলেন, বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, ভারপ্রাপ্ত কর্মসচিব আশা মুখোপাধ্যায় প্রমুখ।Body:শান্তিনিকেতন, ৯ ডিসেম্বরঃ "অত্যন্ত উচিত পদক্ষেপ, অনেক দিন আগে নেওয়া উচিত ছিল।" লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ সংক্রান্ত বিষয়ে বললেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। এছাড়া, হায়দ্রাবাদ এনকাউন্টার প্রসঙ্গে তিনি বলেন, "কোন স্বাভাবিক অপরাধ মোলাবিলার এটা উপায় হতে পারেনা।"
এদিন, বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে অঐতিহাসিকের চোখে ভারতের স্বাধীনতার ইতিহাস শীর্ষক একটি বক্তিতা রাখান মেঘালয়ের রাজ্যপাল। ছিলেন, বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, ভারপ্রাপ্ত কর্মসচিব আশা মুখোপাধ্যায় প্রমুখ।

আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। এদিন লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিল পেশ নিয়ে উত্তাল হয় লোকসভা। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভও দেখান বিরোধীরা। বিল কে সমর্থন করে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায় বলেন, "অত্যন্ত উচিত পদক্ষেপ। অনেক দিন আগেই নেওয়া উচিত ছিল। গণতন্ত্র দেশ, বিক্ষোভ দেখানোর অধিকার আছে মানুষের। তবে সংবিধানের ১৭ নম্বর অনুচ্ছেদে অনুযায়ী এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের বিষয়। কোন রাজ্য সরকারের এই বিষয়ে বলার অধিকার নেই, সেটা সংবিধানই বলে দিয়েছে।"
পশ্চিমবঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্য সরকারের চাপানউতোর প্রসঙ্গে তিনি বলেন, "রাজ্যপালের এত্তি লঙ্ঘন হয়নি। একটা রাজ্যপাল রাজ্যের যে কোন জায়গায় যেতে পারেন। অন্য রাজ্যে তো আর যাচ্ছেন না।"
হায়দ্রাবাদ এনকাউন্টার প্রসঙ্গে তথাগত রায় বলেন, "কোন স্বাভাবিক অপরাধ মোকাবিলার এটা উপায় হতে পারেনা। কিছু ব্যাতিক্রমী ছাড়া। বিলম্বিত বিচার ব্যবস্থায়ই দায়ি এরজন্য। বিচার ব্যবস্থার সংস্কার খুব বড় আকারে দরকার।"Conclusion:
Last Updated : Dec 9, 2019, 11:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.