তারাপীঠ, 22 মার্চ : দিনের পর দিন দেশজুড়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । সংক্রমণ এড়াতে সেকারণেই জনতা কারফিউ । গোটা বীরভূমসহ তারাপীঠ এলাকায় সেভাবে দেখা মিলল না কারোর । জনশূন্য তারাপীঠ, ভক্তশূন্য মন্দির চত্ত্বর ।
এমনিতেই কোরোনার জেরে বন্ধ তারাপীঠ মন্দির । তবুও রোজ কোনও না কোনও ভক্ত আসে মন্দিরের বাইরে । দর্শন না হলেও দরজায় প্রণাম করেই চলে যায় তারা । যার জন্য খোলা থাকে এক-দু'টো দোকানও । অল্প স্বল্প কেনা-বেচাও চলে ।
তবে, আজ কারফিউয়ের একেবার সুনসান মন্দির চত্বর ।