ETV Bharat / state

জয়প্রকাশকে লাথি মারেনি, পায়ের আঙুল দিয়ে টেনে ধরতে গেছিল : অনুব্রত - dilip ghosh is mad anubrata

"ভোট দেওয়ার কোনও বয়স নেই, ধাক্কা মারারও কোন বয়স নেই ।" নাম না করে BJP-কে আক্রমণ বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ।

anubrata poked BJP leader jayprakash majumdar
অনুব্রত মণ্ডল
author img

By

Published : Nov 29, 2019, 9:40 PM IST

মুরারই, 29 নভেম্বর : "ভোট দেওয়ার কোনও বয়স নেই । ধাক্কা মারারও কোনও বয়স নেই ।" নাম না করে BJP- কে খোঁচা বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের । সেই সঙ্গে উপ-নির্বাচনে তিনটি আসনে তৃণমূলের জয় লাভ নিয়ে দলকে ফুটবল টিমের সঙ্গে তুলনা করে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস এত ভালো একটা টিম, এত ভালো ডিফেন্স, যার প্রত্যেকটি খেলোয়াড় ভালো । এই দল কখনও পিছিয়ে আসে নাকি ।" আজ মুরারই বিধানসভায় বুখ ভিত্তিক সম্মেলনে মুরারইয়ের পলশার মাঠে থেকে এমনই মন্তব্য করেন অনুব্রত মণ্ডল ।

দেখুন ভিডিয়ো...

উপ-নির্বাচনে কালিয়াগঞ্জের BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে আক্রমণের ঘটনায় তিনি বলেন, "জয়প্রকাশ ভালো করে চলতে পারে না । ওই ভদ্রলোক ওকে (জয়প্রকাশ) লাথ মারেনি । ওকে পায়ের আঙুল দিয়ে টেনে ধরতে গেছিল । হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল জয়প্রকাশ । ওই বুথে দুটো ভোট পেয়েছে ৷ ওর দাদু মনে হয় ভালো কাজ করেছিলেন ।" সেই সঙ্গে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে তিনি বলেন, "ও হচ্ছে মস্ত বড় পাগল ৷ ও যখন পাগলের ট্যাবলেট খায়, তখন ঠিক থাকে । যখন ট্যাবলেটের নেশা কেটে যায় যা কিছু বকতে লাগে ।" বিরোধী দল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিরোধী দল নাই । কংগ্রেস নাই । CPI(M) ছিল ৷ কিন্তু ডাংগুলি খেলতে গিয়ে নিজেই খাদে পড়ে গেছে ।

অন্যদিকে, পালটা BJP-র জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে বলেন, "স্বৈরাচারী দলের স্বৈরাচারী সভাপতি । সারা পশ্চিমবঙ্গ দেখেছে কী ভাবে জয়প্রকাশবাবুকে লাথি মারা হয়েছে । যখন মানুষ শয়তানকে অতিক্রম করে তখনই এমন ভাষা কেউ বলতে পারেন ।" CPI(M)-র জেলা সাধারণ সম্পাদক মনসা হাঁসদা বলেন, 2021 সালে তৃণমূল দলটা থাকবে না পশ্চিমবঙ্গে ।

মুরারই, 29 নভেম্বর : "ভোট দেওয়ার কোনও বয়স নেই । ধাক্কা মারারও কোনও বয়স নেই ।" নাম না করে BJP- কে খোঁচা বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের । সেই সঙ্গে উপ-নির্বাচনে তিনটি আসনে তৃণমূলের জয় লাভ নিয়ে দলকে ফুটবল টিমের সঙ্গে তুলনা করে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস এত ভালো একটা টিম, এত ভালো ডিফেন্স, যার প্রত্যেকটি খেলোয়াড় ভালো । এই দল কখনও পিছিয়ে আসে নাকি ।" আজ মুরারই বিধানসভায় বুখ ভিত্তিক সম্মেলনে মুরারইয়ের পলশার মাঠে থেকে এমনই মন্তব্য করেন অনুব্রত মণ্ডল ।

দেখুন ভিডিয়ো...

উপ-নির্বাচনে কালিয়াগঞ্জের BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে আক্রমণের ঘটনায় তিনি বলেন, "জয়প্রকাশ ভালো করে চলতে পারে না । ওই ভদ্রলোক ওকে (জয়প্রকাশ) লাথ মারেনি । ওকে পায়ের আঙুল দিয়ে টেনে ধরতে গেছিল । হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল জয়প্রকাশ । ওই বুথে দুটো ভোট পেয়েছে ৷ ওর দাদু মনে হয় ভালো কাজ করেছিলেন ।" সেই সঙ্গে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে তিনি বলেন, "ও হচ্ছে মস্ত বড় পাগল ৷ ও যখন পাগলের ট্যাবলেট খায়, তখন ঠিক থাকে । যখন ট্যাবলেটের নেশা কেটে যায় যা কিছু বকতে লাগে ।" বিরোধী দল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিরোধী দল নাই । কংগ্রেস নাই । CPI(M) ছিল ৷ কিন্তু ডাংগুলি খেলতে গিয়ে নিজেই খাদে পড়ে গেছে ।

অন্যদিকে, পালটা BJP-র জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে বলেন, "স্বৈরাচারী দলের স্বৈরাচারী সভাপতি । সারা পশ্চিমবঙ্গ দেখেছে কী ভাবে জয়প্রকাশবাবুকে লাথি মারা হয়েছে । যখন মানুষ শয়তানকে অতিক্রম করে তখনই এমন ভাষা কেউ বলতে পারেন ।" CPI(M)-র জেলা সাধারণ সম্পাদক মনসা হাঁসদা বলেন, 2021 সালে তৃণমূল দলটা থাকবে না পশ্চিমবঙ্গে ।

Intro:Body:মুরারই, 29 নভেম্বর: “ভোট দেওয়ার কোন বয়স নাই। ধাক্কা মারার ও কোন বয়স নাই,।এত সুন্দর টিম, এই টিমের যা ডিফেন্স এগারোটা প্লেয়ার তাকিয়ে দেখতে হবে। ও বলে আমাকে দেখ সে বলে আমাকে দেখ। এই টিম কি পিছেয়ে আসে নাকি।” আজ মুরারই বিধান সভায় বুখ ভিত্তিক সম্মেলনে মুরারই এর পলশার মাঠে বিধানসভা উপনির্বাচনে ৩ টি আসনে জয়ের জন্য এমনই মন্তব্য করলেন বীরভূমের তৃনমূল কংগ্রেসের জেলাসভাপতি অনুব্রত মন্ডল। আজ মুরারই এ মৎস মন্ত্রী চন্দ্রনাথ সিনহার গ্রাম কলহপুর বুথে লোকসভা নির্বাচনে বিজেপি জেতায় তার গ্রামে আর বিধান সভার আগে কোন কাজ হবে না বলে জানান অনুব্রত মন্ডল। তিনি বলেন, “মন্ত্রী হল তো লাটসাহেব নাকি। ২১ সালে দেখবো তারপর কাজ হবে। যদিও তিনি সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি এড়িয়ে যান। অনুব্রত মন্ডল আরও বলেন, “ জয় প্রকাশ ভালো করে চলতে টলতে পারে না। ওই ভদ্রলোক লাথ মারে নি। ওকে পায়ের আঙ্গল দিয়ে টেনে ধরতে গিয়েছিল । হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। পায়ের আঙ্গল দিয়ে টেনে ধরতে গেছিল। ওই বুথে দুটো ভোট পেয়েছে ওর দাদু মনে হয় ভালো কাজ করেছিল।” দিলিপ ঘোষের উদ্দেশ্যে তিনি বলেন, “ ও হচ্ছে মস্তবড় পাগল, ও যখন পাগলের ট্যাবলেট টা খায়, তখন ঠিক থাকে। ষখনই ট্যাবলেটের নেশা টা কেটে যায় আল ফাল বকতে লাগে। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.