ETV Bharat / state

রিসর্ট মালিকের বিরুদ্ধে পর্যটকদের হেনস্থার অভিযোগ

নিম্নমানের খাবর পরিবেশন হওয়ায় পর্যটকদের সঙ্গে তর্কাতর্কি বাধে রিসর্টের ম্যানেজারের ৷ অভিযোগ, তখনই রিসর্ট মালিক মদ্যপ অবস্থায় পর্যটকদের গালিগালাজ করেন ৷ পর্যটকদের মারধরের পাশাপাশি মহিলা পর্যটকদের হেনস্থাও করেন ৷

santiniketan
শান্তিনিকেতন
author img

By

Published : Mar 1, 2020, 10:58 PM IST

Updated : Mar 1, 2020, 11:22 PM IST

শান্তিনিকেতন, 1 মার্চ : মহিলাসহ পর্যটকদের হেনস্থা, মারধরের অভিযোগ উঠল সোনাঝুরির একটি রিসর্ট মালিকের বিরুদ্ধে । আজ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়াই । খবর পেয়ে ঘটনাস্থানে আসে শান্তিনিকেতন থানার পুলিশ । পুলিশের সামনেই ক্ষোভ উগরে দেন পর্যটকেরা ।

আজ বেলা 12 টা নাগাদ শান্তিনিকেতনের সোনাঝুরির একটি রিসর্টে খাওয়া দাওয়া করতে যান কয়েকজন পর্যটক। খাবার নিম্নমানের হওয়ায় রিসর্টের ম্যানেজারের সঙ্গে তাঁদের তর্কাতর্কি বাধে ৷ অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় রিসর্ট মালিক গণেশ ঘোষ খাবারের টেবিল উলটে দেন৷ পর্যটকদের গালিগালাজ করেন ৷ এমনকী মহিলাদেরও হেনস্থা করা হয় ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেন রিসর্টের ম্যানেজার সন্দীপন চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, "পর্যটকেরাই আমাদের মারধর করেছেন । আমরা মারধর করিনি ।"

পর্যটকদের গালিগালাজ , মহিলাদের হেনস্থার অভিযোগ

অন্যদিকে খরব পেয়ে ঘটনাস্থানে আসে শান্তিনিকেতন থানার পুলিশ । পুলিশের সামনেই রিসর্ট মালিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পর্যটকরা । পুলিশ রিসর্ট ম্যানেজারকে থানায় নিয়ে যান। শিলিগুড়ি থেকে আসা পর্যটক মধুমিতা লাহা বলেন, "আমাদের গালিগালাজ করা হয় । মদ্যপ অবস্থায় রিসর্ট মালিক এসে খাবারের টেবিল উলটে দেয় ৷ মারধর করে, মহিলাদেরও হেনস্থা করে । পুলিশ আসার পর আমরা পুলিশকে সব জানিয়েছি । ভাবিনি শান্তিনিকেতনে এসে এমন হতে পারে ।" ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

শান্তিনিকেতন, 1 মার্চ : মহিলাসহ পর্যটকদের হেনস্থা, মারধরের অভিযোগ উঠল সোনাঝুরির একটি রিসর্ট মালিকের বিরুদ্ধে । আজ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়াই । খবর পেয়ে ঘটনাস্থানে আসে শান্তিনিকেতন থানার পুলিশ । পুলিশের সামনেই ক্ষোভ উগরে দেন পর্যটকেরা ।

আজ বেলা 12 টা নাগাদ শান্তিনিকেতনের সোনাঝুরির একটি রিসর্টে খাওয়া দাওয়া করতে যান কয়েকজন পর্যটক। খাবার নিম্নমানের হওয়ায় রিসর্টের ম্যানেজারের সঙ্গে তাঁদের তর্কাতর্কি বাধে ৷ অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় রিসর্ট মালিক গণেশ ঘোষ খাবারের টেবিল উলটে দেন৷ পর্যটকদের গালিগালাজ করেন ৷ এমনকী মহিলাদেরও হেনস্থা করা হয় ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেন রিসর্টের ম্যানেজার সন্দীপন চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, "পর্যটকেরাই আমাদের মারধর করেছেন । আমরা মারধর করিনি ।"

পর্যটকদের গালিগালাজ , মহিলাদের হেনস্থার অভিযোগ

অন্যদিকে খরব পেয়ে ঘটনাস্থানে আসে শান্তিনিকেতন থানার পুলিশ । পুলিশের সামনেই রিসর্ট মালিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পর্যটকরা । পুলিশ রিসর্ট ম্যানেজারকে থানায় নিয়ে যান। শিলিগুড়ি থেকে আসা পর্যটক মধুমিতা লাহা বলেন, "আমাদের গালিগালাজ করা হয় । মদ্যপ অবস্থায় রিসর্ট মালিক এসে খাবারের টেবিল উলটে দেয় ৷ মারধর করে, মহিলাদেরও হেনস্থা করে । পুলিশ আসার পর আমরা পুলিশকে সব জানিয়েছি । ভাবিনি শান্তিনিকেতনে এসে এমন হতে পারে ।" ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

Last Updated : Mar 1, 2020, 11:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.