ETV Bharat / state

অক্সিজেনের ঘাটতি মেটাতে ব্যবস্থা স্বাস্থ্য দফতরের, জানালেন মুখ্যমন্ত্রী - 5 হাজার অক্সিজ়েন সিলিন্ডার

রাজ্যে করোনার পরিস্থিতিতে অক্সিজানের ঘাটতি মেটাতে সরকার ব্যবস্থা গ্রহণ করছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ৷ যেখানে রাজ্য সরকার নিজের উদ্যোগে 5 হাজার অক্সিজেন সিলিন্ডার কিনছে বলে জানালেন তিনি ৷ সেই সঙ্গে অক্সিজেনের ঘাটতি নিয়ে কেন্দ্রকেও তোপ দাগলেন মমতা বন্দ্য়োপাধ্যায় ৷

The Chief Minister mamata banerjee said that the government is taking steps to meet the oxygen shortage in the state
অক্সিজ়েনের ঘাটতি মেটাতে ব্যবস্থা স্বাস্থ্য দফতরের, জানালেন মুখ্যমন্ত্রী
author img

By

Published : Apr 24, 2021, 4:44 PM IST

Updated : Apr 24, 2021, 7:21 PM IST

বোলপুর, 24 এপ্রিল : অক্সিজেনের ঘাটতি মেটাতে একাধিক পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার ৷ আজ বোলপুরে কর্মিসভায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে রাজ্য সরকার 5 হাজার অক্সিজেন সিলিন্ডার কেনার পরিকল্পনা করেছে বলে জানালেন তিনি ৷ পাশাপাশি সাধারণ মানুষ যাতে জরুরি অবস্থায় ছোট মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডার কিনতে পারেন, সেই ব্যবস্থাও করছে রাজ্য সরকার ৷

আজ বোলপুরে অক্সিজেনের ঘাটতি নিয়ে ফের একবার কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন বাংলায় তৈরি অক্সিজেন উত্তরপ্রদেশ ও গুজরাতে পাঠানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা ৷ তাঁর অভিযোগ, করোনা রোগীদের ক্ষেত্রে জীবনদায়ী ওষুধ উত্তরপ্রদেশ ও গুজরাতে বেশি বেশি করে মজুত করা হচ্ছে ৷ কেন্দ্র সরকার পরিকল্পিতভাবে অবিজেপি রাজ্যগুলিতে ওষুধ ও অক্সিজেনের ঘাটিত তৈরি করছে ৷

আরও পড়ুন : আশঙ্কাজনক রোগী ছাড়া সিসিইউতে নয়, স্পষ্ট করল নবান্ন

তবে, অক্সিজেনের ঘাটতি মেটাতে রাজ্য সরকার যথাসম্ভব চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, রাজ্য সরকার 5 হাজার অক্সিজেন সিলিন্ডার কিনছে ৷ সেই সঙ্গে ছোট মেডিক্যাল সিলিন্ডারের ব্যবস্থা করা হচ্ছে ৷ যে সিলিন্ডারগুলি বৈধ প্রেসক্রিপশনের ভিত্তিতে হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত রোগীদের দেওয়া হবে ৷ পাশাপাশি একটি অক্সিজেন প্রস্তুতকারক প্লান্টের সঙ্গেও স্বাস্থ্য দফতর কথা বলেছে ৷ যাদের দৈনিক অক্সিজ়েন তৈরি দ্বিগুণ করতে বলা হয়েছে ৷ সেই সঙ্গে শিল্পক্ষেত্রে অক্সিজেনের ব্যবহারও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

বোলপুর, 24 এপ্রিল : অক্সিজেনের ঘাটতি মেটাতে একাধিক পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার ৷ আজ বোলপুরে কর্মিসভায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে রাজ্য সরকার 5 হাজার অক্সিজেন সিলিন্ডার কেনার পরিকল্পনা করেছে বলে জানালেন তিনি ৷ পাশাপাশি সাধারণ মানুষ যাতে জরুরি অবস্থায় ছোট মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডার কিনতে পারেন, সেই ব্যবস্থাও করছে রাজ্য সরকার ৷

আজ বোলপুরে অক্সিজেনের ঘাটতি নিয়ে ফের একবার কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন বাংলায় তৈরি অক্সিজেন উত্তরপ্রদেশ ও গুজরাতে পাঠানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা ৷ তাঁর অভিযোগ, করোনা রোগীদের ক্ষেত্রে জীবনদায়ী ওষুধ উত্তরপ্রদেশ ও গুজরাতে বেশি বেশি করে মজুত করা হচ্ছে ৷ কেন্দ্র সরকার পরিকল্পিতভাবে অবিজেপি রাজ্যগুলিতে ওষুধ ও অক্সিজেনের ঘাটিত তৈরি করছে ৷

আরও পড়ুন : আশঙ্কাজনক রোগী ছাড়া সিসিইউতে নয়, স্পষ্ট করল নবান্ন

তবে, অক্সিজেনের ঘাটতি মেটাতে রাজ্য সরকার যথাসম্ভব চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, রাজ্য সরকার 5 হাজার অক্সিজেন সিলিন্ডার কিনছে ৷ সেই সঙ্গে ছোট মেডিক্যাল সিলিন্ডারের ব্যবস্থা করা হচ্ছে ৷ যে সিলিন্ডারগুলি বৈধ প্রেসক্রিপশনের ভিত্তিতে হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত রোগীদের দেওয়া হবে ৷ পাশাপাশি একটি অক্সিজেন প্রস্তুতকারক প্লান্টের সঙ্গেও স্বাস্থ্য দফতর কথা বলেছে ৷ যাদের দৈনিক অক্সিজ়েন তৈরি দ্বিগুণ করতে বলা হয়েছে ৷ সেই সঙ্গে শিল্পক্ষেত্রে অক্সিজেনের ব্যবহারও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

Last Updated : Apr 24, 2021, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.