বোলপুর, 24 এপ্রিল : অক্সিজেনের ঘাটতি মেটাতে একাধিক পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার ৷ আজ বোলপুরে কর্মিসভায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে রাজ্য সরকার 5 হাজার অক্সিজেন সিলিন্ডার কেনার পরিকল্পনা করেছে বলে জানালেন তিনি ৷ পাশাপাশি সাধারণ মানুষ যাতে জরুরি অবস্থায় ছোট মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডার কিনতে পারেন, সেই ব্যবস্থাও করছে রাজ্য সরকার ৷
আজ বোলপুরে অক্সিজেনের ঘাটতি নিয়ে ফের একবার কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন বাংলায় তৈরি অক্সিজেন উত্তরপ্রদেশ ও গুজরাতে পাঠানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা ৷ তাঁর অভিযোগ, করোনা রোগীদের ক্ষেত্রে জীবনদায়ী ওষুধ উত্তরপ্রদেশ ও গুজরাতে বেশি বেশি করে মজুত করা হচ্ছে ৷ কেন্দ্র সরকার পরিকল্পিতভাবে অবিজেপি রাজ্যগুলিতে ওষুধ ও অক্সিজেনের ঘাটিত তৈরি করছে ৷
আরও পড়ুন : আশঙ্কাজনক রোগী ছাড়া সিসিইউতে নয়, স্পষ্ট করল নবান্ন
তবে, অক্সিজেনের ঘাটতি মেটাতে রাজ্য সরকার যথাসম্ভব চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, রাজ্য সরকার 5 হাজার অক্সিজেন সিলিন্ডার কিনছে ৷ সেই সঙ্গে ছোট মেডিক্যাল সিলিন্ডারের ব্যবস্থা করা হচ্ছে ৷ যে সিলিন্ডারগুলি বৈধ প্রেসক্রিপশনের ভিত্তিতে হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত রোগীদের দেওয়া হবে ৷ পাশাপাশি একটি অক্সিজেন প্রস্তুতকারক প্লান্টের সঙ্গেও স্বাস্থ্য দফতর কথা বলেছে ৷ যাদের দৈনিক অক্সিজ়েন তৈরি দ্বিগুণ করতে বলা হয়েছে ৷ সেই সঙ্গে শিল্পক্ষেত্রে অক্সিজেনের ব্যবহারও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷