ETV Bharat / state

সিউড়িতে জীবিত বাড়ি মালিকের ডেথ সার্টিফিকেট বানাল ভাড়াটিয়া

author img

By

Published : Oct 19, 2020, 6:52 AM IST

ঘটনায় আবুল কালাম খান ও তাঁর বিবি সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন ।

Tenant made a death certificate of the owner of the house to occupy that house
সিউড়িতে জীবিত বাড়ি মালিকের ডেথ সার্টিফিকেট বানালো ভাড়াটিয়া

সিউড়ি, 18 অক্টোবর : জীবিত ব্যক্তির ডেথ সার্টিফিকেট তৈরি করে বাড়ি দখলের অভিযোগ ৷ আবুল কালাম খান নামে এক ব্যক্তির ডেথ সার্টিফিকেট বের করার অভিযোগ উঠল তাঁর বাড়িতে ভাড়া থাকা তাজমিরা বিবির বিরুদ্ধে । বীরভূমের সিউড়ি থানার হুসনাবাদ এলাকার ঘটনা । ভুয়ো সার্টিফিকেট দেওয়ার পরিপ্রেক্ষিতে কাঠগড়ায় সিউড়ি পৌরসভা ৷ তৎকালীন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান ডেথ সার্টিফিকেট দিলেন, সেই প্রশ্ন উঠছে ।

ডেথ সার্টিফিকেট তৈরি করা হয়েছে 9 অগাস্ট 2017 সালে ৷ এমনই অভিযোগ আবুল কালাম খান ও তাঁর পরিবারের । এবিষয়ে আবুল কালাম খানের অভিযোগ, " আমরা এমনিতেই পঞ্চায়েত এলাকার বাসিন্দা । তা সত্ত্বেও টাকা পয়সা দিয়ে সিউড়ি মিউনিসিপ্যালিটি থেকে এই ডেথ সার্টিফিকেট বের করা হয়েছে । আমার বাড়ি দখল করার জন্য ভাড়াটিয়ারা এমন করেছেন । তাঁরা প্রথমে আমার ডেথ সার্টিফিকেট তৈরি করে বাড়ির রেকর্ড পরিবর্তন করেন BLRO অফিস থেকে । আর এখন আমাদের হুঁশিয়ারি দিয়েছেন ওই বাড়ি তাঁদের বলে । "

সিউড়িতে জীবিত বাড়ি মালিকের ডেথ সার্টিফিকেট বানাল ভাড়াটিয়া

বর্তমান সিউড়ি পৌরসভার প্রশাসক অঞ্জন কর জানিয়েছেন, " এমন ঘটনা হওয়া উচিত নয় । তবে কেন কীভাবে এই ঘটনা ঘটল তা আমরা খতিয়ে দেখব । এখন অফিসে পুজোর ছুটি হয়ে গেছে ৷ পুজোর ছুটির পর অফিস খুললেই খতিয়ে দেখা হবে বিষয়টি ৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করা হবে । " ঘটনায় আবুল কালাম খান ও তাঁর বিবি সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন ।

সিউড়ি, 18 অক্টোবর : জীবিত ব্যক্তির ডেথ সার্টিফিকেট তৈরি করে বাড়ি দখলের অভিযোগ ৷ আবুল কালাম খান নামে এক ব্যক্তির ডেথ সার্টিফিকেট বের করার অভিযোগ উঠল তাঁর বাড়িতে ভাড়া থাকা তাজমিরা বিবির বিরুদ্ধে । বীরভূমের সিউড়ি থানার হুসনাবাদ এলাকার ঘটনা । ভুয়ো সার্টিফিকেট দেওয়ার পরিপ্রেক্ষিতে কাঠগড়ায় সিউড়ি পৌরসভা ৷ তৎকালীন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান ডেথ সার্টিফিকেট দিলেন, সেই প্রশ্ন উঠছে ।

ডেথ সার্টিফিকেট তৈরি করা হয়েছে 9 অগাস্ট 2017 সালে ৷ এমনই অভিযোগ আবুল কালাম খান ও তাঁর পরিবারের । এবিষয়ে আবুল কালাম খানের অভিযোগ, " আমরা এমনিতেই পঞ্চায়েত এলাকার বাসিন্দা । তা সত্ত্বেও টাকা পয়সা দিয়ে সিউড়ি মিউনিসিপ্যালিটি থেকে এই ডেথ সার্টিফিকেট বের করা হয়েছে । আমার বাড়ি দখল করার জন্য ভাড়াটিয়ারা এমন করেছেন । তাঁরা প্রথমে আমার ডেথ সার্টিফিকেট তৈরি করে বাড়ির রেকর্ড পরিবর্তন করেন BLRO অফিস থেকে । আর এখন আমাদের হুঁশিয়ারি দিয়েছেন ওই বাড়ি তাঁদের বলে । "

সিউড়িতে জীবিত বাড়ি মালিকের ডেথ সার্টিফিকেট বানাল ভাড়াটিয়া

বর্তমান সিউড়ি পৌরসভার প্রশাসক অঞ্জন কর জানিয়েছেন, " এমন ঘটনা হওয়া উচিত নয় । তবে কেন কীভাবে এই ঘটনা ঘটল তা আমরা খতিয়ে দেখব । এখন অফিসে পুজোর ছুটি হয়ে গেছে ৷ পুজোর ছুটির পর অফিস খুললেই খতিয়ে দেখা হবে বিষয়টি ৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করা হবে । " ঘটনায় আবুল কালাম খান ও তাঁর বিবি সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.