বোলপুর, 16 এপ্রিল : নাবালিকার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিজন ও প্রতিবেশীদের ৷ ঘটনাটি ঘটেছে বোলপুরের পারুলডাঙ্গা এলাকায় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ৷ ময়নাতদন্তের জন্য দেহটি বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ৷
স্থানীয় সূত্রে খবর, গ্রামে চড়কের মেলা ছিল ৷ সেই মেলায় গিয়েই নিঁখোজ হয়ে যায় 13 বছরের ওই আদিবাসী কিশোরী ৷ যেদিন বিকেলে এই ঘটনা ঘটে, সেদিন রাত থেকেই মেয়েটির খোঁজে চারপাশে তল্লাশি শুরু করেন তার পরিবারের সদস্যরা ৷
আরও পড়ুন : সঙ্গী জুটিয়ে শ্যালিকাকে গণধর্ষণ জামাইবাবুর
শুক্রবার সকালে গ্রামের বাইরে একটি খালের পাড়ে নাবালিকার ক্ষত বিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন কয়েকজন ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃতদেহের মুখে বালি ভরা ছিল ৷ আঘাতের চিহ্ন ছিল গোটা দেহে ৷
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পারুলডাঙা এলাকায় ৷ খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে যায় ৷ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে তারা ৷ পরে দেহটি ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ৷ ওই নাবালিকাকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়েছে বলেই দাবি পরিবারের ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।