ETV Bharat / state

Environmental Awareness: 35 বছর ধরে সাইকেলে ঘুরে পরিবেশরক্ষায় সচেতনতার বার্তা শিক্ষকের

বেতনের বিনিময়ে শ্রেণিকক্ষে পড়ানোই শুধু নয়, স্কুলের অবসর সময়ে সাইকেল নিয়ে ও গুটিকতক গাছে চারা নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার পাড়ি দেন বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড: সুপ্রিয়কুমার সাধু (Teacher Gave a Message to Protect Environment)

Environmental Awareness Message
এভাবেই সাইকেলে করে গ্রামে ঘুরে ঘুরে পরিবেশ রক্ষার পাঠ দেন শিক্ষক সুপ্রিয় কুমার সাধু
author img

By

Published : Sep 5, 2022, 1:46 PM IST

Updated : Sep 5, 2022, 3:02 PM IST

বোলপুর, 5 সেপ্টেম্বর: পরিবেশের ক্যানসার হল প্লাস্টিক ও তার প্রতিষেধক হল বৃক্ষরোপণ । দীর্ঘ 35 বছরে শিক্ষকতার কর্মজীবনের পাশাপাশি সাইকেল নিয়ে গ্রামের পর গ্রাম ঘুরে মানুষকে পরিবেশবান্ধব হওয়ার সচেতন করে চলেছেন ৷ তিনি হলেন বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড: সুপ্রিয় কুমার সাধু (Teacher Gave a Message to Protect Environment) ৷

এমনকী নিজের স্কুলটিকেও সবুজে ভরিয়ে তুলেছেন তিনি । শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যখন শিক্ষক-শিক্ষিকাদের প্রতি রাজ্য জুড়ে একটি বিরূপ ধারনা তৈরি হয়েছে, সেই জায়গায় সুপ্রিয়বাবুদের মত আদর্শ শিক্ষকেরা সামাজিক দায়িত্ব বজায় রেখে শিক্ষকতার মান অক্ষুন্ন রাখছেন ।

আরও পড়ুন: বৃক্ষরোপণ ও জল সঞ্চয়ের বার্তা নিয়ে সাইকেলে হাজার কিমি পাড়ি ঝাড়গ্রামের যুবকের

বোলপুরের সুরুল নিম্ন বুনিয়াদি বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ ৷ তারপর থেকে বিশ্বভারতীতে পড়াশোনা করেন সুপ্রিয় কুমার সাধু ৷ বিশ্বভারতীতেই কৃষি নিয়ে গবেষণা করেন তিনি ৷ তারপর মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে একটি গ্রামের স্কুলে শিক্ষকতা করেন ৷ 10 বছর সেখানে শিক্ষকতা করার পর যোগ দেন বোলপুর উচ্চ বিদ্যালয়ে । পরে এই স্কুলেরই প্রধান শিক্ষক হিসাবে নিয়োজিত হন ৷ 25 বছর এই স্কুলেই শিক্ষকতা করেন ৷ এই সেপ্টেম্বর মাসেই তিনি কর্মজীবন থেকে অবসর নেবেন ৷ 2018 সালে তিনি 'শিক্ষারত্ন' পুরস্কারে সম্মানিত হন । বিজ্ঞান মঞ্চেরও সদস্য তিনি ।

দীর্ঘ 35 বছর কর্মজীবনের পাশাপাশি পরিবেশ রক্ষার একজন আন্দোলনকারী হিসাবেও পরিচিত শিক্ষক সুপ্রিয়কুমার সাধু ৷ বোলপুরের সুরুল গ্রামের বাসিন্দা তিনি ৷ সেখান থেকে তাঁর স্কুলের দূরত্ব প্রায় 5 কিলোমিটার । বাইক চালাতে জানলেও এই পথ তিনি সাইকেল নিয়েই যাতায়াত করেন ৷ তার একটি কারণ, খনিজ সম্পদ রক্ষা ও পরিবেশ দূষণ কমানো । অন্যটি, সাইকেলে পরিবেশ সচেতনতার কথা লিখে মানুষের মধ্যে বোধ তৈরি করা ৷ তাঁর সাইকেলটি অভিবন কায়দায় তৈরি করা ৷ তাতে লেখা রয়েছে প্ল্যাস্টিক বর্জন করুন, গাছ লাগান, পরিবেশ বাঁচান প্রভৃতি শব্দ ।

এভাবেই সাইকেলে করে গ্রামে ঘুরে ঘুরে পরিবেশ রক্ষার পাঠ দেন শিক্ষক সুপ্রিয় কুমার সাধু

আরও পড়ুন: শিলিগুড়ি সংলগ্ন জঙ্গলের জমি জবরদখল, রাতারাতি পুনরুদ্ধার করে বৃক্ষরোপণ বন বিভাগের

স্কুল ছুটির পর কখনও একা, কখনও গুটি কতক পড়ুয়াকে সঙ্গে নিয়ে বেড়িয়ে পড়েন সুপ্রিয়বাবু ৷ সঙ্গে থাকে বিভিন্ন গাছের চারা ৷ 20 থেকে 30 কিলোমিটার দূরের গ্রামেও কখনও কখনও চলে যান তিনি ৷ সেখানকার মানুষজন, পড়ুয়াদের ডেকে ডেকে পরিবেশবান্ধব করার প্রয়াস করেন ৷ তাঁদের হাতে তুলে দেন গাছের চারাও ৷

নিজের স্কুলটিকেও সবুজে ভরিয়ে তুলেছেন তিনি ৷ স্কুলেই বৃক্ষ ব্যাংক তৈরি করেছেন ৷ অর্থাৎ যে কেউ এসে এখান থেকে গাছের চারা নিয়ে গিয়ে রোপণ করতে পারেন । আবার এখানে গাছের চারা দিয়েও যান অনেকে ।

শিক্ষক-শিক্ষিকাদের কাজ শুধু শ্রেণিকক্ষে শিক্ষাদান নয়, আদর্শ সমাজ গঠনে, পরিবেশ বাঁচাতে তাঁদের অসীম ভূমিকা থাকে বা প্রয়োজন হয় ৷ একথা আমরা সকলেই জানি । সেই কাজটিই দীর্ঘ 35 বছর ধরে করে আসছেন বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রিয় কুমার সাধু ।

আরও পড়ুন: অভয়ারণ্য থেকে লোকালয়ে, নীলকণ্ঠ ময়ূর দেখতে ভিড় শান্তিনিকেতনে

তিনি বলেন, "আমার সাইকেলের এই লেখা অনেক সময় দেখেছি ছোট থেকে বড়-রা দাঁড়িয়ে পড়েন ৷ এটা পড়ে বাজারে গিয়ে অন্তত যদি প্ল্যাস্টিক না চান, বা বৃক্ষরোপণ করেন এটাই অনেক ৷ সচেতন করার জন্য আমি এই কাজটি করে আসছি ৷ আমার স্কুলের অনেক শিক্ষক-শিক্ষিকা, ছাত্র আমাকে এই কাজে সাহায্য করে আসছে ।"

বোলপুর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র প্রিয়জিৎ শর্মা জানায়, স্যার আমাদের পরিবেশ নিয়ে অনেক কিছু শেখান ৷ আমাদেরও ভালো লাগে ৷ তাই মাঝে মাঝেই আমরা স্যারের সঙ্গে বেরিয়ে পরি পরিবেশ বাঁচানোর জন্য সচেতন করতে । আমাদের স্কুলটিকেও স্যার গাছে গাছে ভরিয়ে তুলেছেন ।"

বোলপুর, 5 সেপ্টেম্বর: পরিবেশের ক্যানসার হল প্লাস্টিক ও তার প্রতিষেধক হল বৃক্ষরোপণ । দীর্ঘ 35 বছরে শিক্ষকতার কর্মজীবনের পাশাপাশি সাইকেল নিয়ে গ্রামের পর গ্রাম ঘুরে মানুষকে পরিবেশবান্ধব হওয়ার সচেতন করে চলেছেন ৷ তিনি হলেন বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড: সুপ্রিয় কুমার সাধু (Teacher Gave a Message to Protect Environment) ৷

এমনকী নিজের স্কুলটিকেও সবুজে ভরিয়ে তুলেছেন তিনি । শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যখন শিক্ষক-শিক্ষিকাদের প্রতি রাজ্য জুড়ে একটি বিরূপ ধারনা তৈরি হয়েছে, সেই জায়গায় সুপ্রিয়বাবুদের মত আদর্শ শিক্ষকেরা সামাজিক দায়িত্ব বজায় রেখে শিক্ষকতার মান অক্ষুন্ন রাখছেন ।

আরও পড়ুন: বৃক্ষরোপণ ও জল সঞ্চয়ের বার্তা নিয়ে সাইকেলে হাজার কিমি পাড়ি ঝাড়গ্রামের যুবকের

বোলপুরের সুরুল নিম্ন বুনিয়াদি বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ ৷ তারপর থেকে বিশ্বভারতীতে পড়াশোনা করেন সুপ্রিয় কুমার সাধু ৷ বিশ্বভারতীতেই কৃষি নিয়ে গবেষণা করেন তিনি ৷ তারপর মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে একটি গ্রামের স্কুলে শিক্ষকতা করেন ৷ 10 বছর সেখানে শিক্ষকতা করার পর যোগ দেন বোলপুর উচ্চ বিদ্যালয়ে । পরে এই স্কুলেরই প্রধান শিক্ষক হিসাবে নিয়োজিত হন ৷ 25 বছর এই স্কুলেই শিক্ষকতা করেন ৷ এই সেপ্টেম্বর মাসেই তিনি কর্মজীবন থেকে অবসর নেবেন ৷ 2018 সালে তিনি 'শিক্ষারত্ন' পুরস্কারে সম্মানিত হন । বিজ্ঞান মঞ্চেরও সদস্য তিনি ।

দীর্ঘ 35 বছর কর্মজীবনের পাশাপাশি পরিবেশ রক্ষার একজন আন্দোলনকারী হিসাবেও পরিচিত শিক্ষক সুপ্রিয়কুমার সাধু ৷ বোলপুরের সুরুল গ্রামের বাসিন্দা তিনি ৷ সেখান থেকে তাঁর স্কুলের দূরত্ব প্রায় 5 কিলোমিটার । বাইক চালাতে জানলেও এই পথ তিনি সাইকেল নিয়েই যাতায়াত করেন ৷ তার একটি কারণ, খনিজ সম্পদ রক্ষা ও পরিবেশ দূষণ কমানো । অন্যটি, সাইকেলে পরিবেশ সচেতনতার কথা লিখে মানুষের মধ্যে বোধ তৈরি করা ৷ তাঁর সাইকেলটি অভিবন কায়দায় তৈরি করা ৷ তাতে লেখা রয়েছে প্ল্যাস্টিক বর্জন করুন, গাছ লাগান, পরিবেশ বাঁচান প্রভৃতি শব্দ ।

এভাবেই সাইকেলে করে গ্রামে ঘুরে ঘুরে পরিবেশ রক্ষার পাঠ দেন শিক্ষক সুপ্রিয় কুমার সাধু

আরও পড়ুন: শিলিগুড়ি সংলগ্ন জঙ্গলের জমি জবরদখল, রাতারাতি পুনরুদ্ধার করে বৃক্ষরোপণ বন বিভাগের

স্কুল ছুটির পর কখনও একা, কখনও গুটি কতক পড়ুয়াকে সঙ্গে নিয়ে বেড়িয়ে পড়েন সুপ্রিয়বাবু ৷ সঙ্গে থাকে বিভিন্ন গাছের চারা ৷ 20 থেকে 30 কিলোমিটার দূরের গ্রামেও কখনও কখনও চলে যান তিনি ৷ সেখানকার মানুষজন, পড়ুয়াদের ডেকে ডেকে পরিবেশবান্ধব করার প্রয়াস করেন ৷ তাঁদের হাতে তুলে দেন গাছের চারাও ৷

নিজের স্কুলটিকেও সবুজে ভরিয়ে তুলেছেন তিনি ৷ স্কুলেই বৃক্ষ ব্যাংক তৈরি করেছেন ৷ অর্থাৎ যে কেউ এসে এখান থেকে গাছের চারা নিয়ে গিয়ে রোপণ করতে পারেন । আবার এখানে গাছের চারা দিয়েও যান অনেকে ।

শিক্ষক-শিক্ষিকাদের কাজ শুধু শ্রেণিকক্ষে শিক্ষাদান নয়, আদর্শ সমাজ গঠনে, পরিবেশ বাঁচাতে তাঁদের অসীম ভূমিকা থাকে বা প্রয়োজন হয় ৷ একথা আমরা সকলেই জানি । সেই কাজটিই দীর্ঘ 35 বছর ধরে করে আসছেন বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রিয় কুমার সাধু ।

আরও পড়ুন: অভয়ারণ্য থেকে লোকালয়ে, নীলকণ্ঠ ময়ূর দেখতে ভিড় শান্তিনিকেতনে

তিনি বলেন, "আমার সাইকেলের এই লেখা অনেক সময় দেখেছি ছোট থেকে বড়-রা দাঁড়িয়ে পড়েন ৷ এটা পড়ে বাজারে গিয়ে অন্তত যদি প্ল্যাস্টিক না চান, বা বৃক্ষরোপণ করেন এটাই অনেক ৷ সচেতন করার জন্য আমি এই কাজটি করে আসছি ৷ আমার স্কুলের অনেক শিক্ষক-শিক্ষিকা, ছাত্র আমাকে এই কাজে সাহায্য করে আসছে ।"

বোলপুর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র প্রিয়জিৎ শর্মা জানায়, স্যার আমাদের পরিবেশ নিয়ে অনেক কিছু শেখান ৷ আমাদেরও ভালো লাগে ৷ তাই মাঝে মাঝেই আমরা স্যারের সঙ্গে বেরিয়ে পরি পরিবেশ বাঁচানোর জন্য সচেতন করতে । আমাদের স্কুলটিকেও স্যার গাছে গাছে ভরিয়ে তুলেছেন ।"

Last Updated : Sep 5, 2022, 3:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.