ETV Bharat / state

তারা মায়ের আবির্ভাব দিবস, সকাল থেকেই পুজো চলছে তারাপীঠ মন্দিরে - tara ma puja in tarapith temple

তারা মায়ের আবির্ভাবের দিন নিয়ে রয়েছে অনেক কাহিনি ৷ কথিত রয়েছে, মহাচতুর্থীতে বামাখেপা সিদ্ধিলাভ করেছিলেন ৷ তাই এই দিনটিই তারা মায়ের আবির্ভাব দিবস হিসেবে পালিত হয় ৷

মহাচতুর্থীর পুণ্যলগ্নে তারা মায়ের আবির্ভাব দিবস তারাপীঠে
মহাচতুর্থীর পুণ্যলগ্নে তারা মায়ের আবির্ভাব দিবস তারাপীঠে
author img

By

Published : Oct 30, 2020, 11:44 AM IST

তারাপীঠ, 30 অক্টোবর : আজ তারা মায়ের আবির্ভাব দিবস । আর তাই সকাল থেকে তারাপীঠ মন্দিরে শুরু হয়েছে বিশেষ পুজো ৷ গর্ভগৃহ থেকে তারা মায়ের বিগ্রহ বিরাম খানায় নিয়ে আসা হয়েছে ৷ সেখানেই বিগ্রহকে স্নান ও পূজার্চনা করানো হয়েছে ৷ প্রতিবছর দূরদূরান্ত থেকে ভক্তরা এদিন তারাপীঠে আসেন পুজো দিতে ৷ তবে এবছর কোরোনার কারণে ভক্তদের ভিড় কিছুটা কম দেখা গেছে ৷

তারা মায়ের আবির্ভাবের দিন নিয়ে রয়েছে অনেক কাহিনি ৷ কথিত রয়েছে, মহাচতুর্থীতে বামাখেপা সিদ্ধিলাভ করেছিলেন ৷ তাই এই দিনটিই তারা মায়ের আবির্ভাব দিবস হিসেবে পালিত হয় ৷

প্রতিদিন তারাপীঠ মন্দিরে ভোগ রান্না হয় ৷ কিন্তু নিয়মরীতি অনুযায়ী, বছরের এই দিনটিতেই কোনও ভোগ রান্না করা হয় না ৷ আজকের দিনে মন্দিরের সমস্ত সেবাইত উপবাসে থাকবেন ৷ একেবারে দিনের শেষে একবারই তারা মায়ের ভোগ দেওয়া হয় ৷ এই একটা দিন তারা মায়ের বিগ্রহ গর্ভগৃহ থেকে বের করে বিরামখানায় নিয়ে আসা হয় ৷ সেখানে স্নান করানো হয় ৷ আজ দেবীর মুখ পশ্চিম দিকে করা থাকে ৷

কোরোনা পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ থাকলেও দূরদূরান্ত থেকে ভক্তদের আনাগোনা চলছে ৷ সকাল থেকে ফুল ও প্রসাদের ডালা সাজিয়ে বিরামখানায় ভক্তদের সমাগম রয়েছে চোখে পড়ার মতো ৷

তারাপীঠ, 30 অক্টোবর : আজ তারা মায়ের আবির্ভাব দিবস । আর তাই সকাল থেকে তারাপীঠ মন্দিরে শুরু হয়েছে বিশেষ পুজো ৷ গর্ভগৃহ থেকে তারা মায়ের বিগ্রহ বিরাম খানায় নিয়ে আসা হয়েছে ৷ সেখানেই বিগ্রহকে স্নান ও পূজার্চনা করানো হয়েছে ৷ প্রতিবছর দূরদূরান্ত থেকে ভক্তরা এদিন তারাপীঠে আসেন পুজো দিতে ৷ তবে এবছর কোরোনার কারণে ভক্তদের ভিড় কিছুটা কম দেখা গেছে ৷

তারা মায়ের আবির্ভাবের দিন নিয়ে রয়েছে অনেক কাহিনি ৷ কথিত রয়েছে, মহাচতুর্থীতে বামাখেপা সিদ্ধিলাভ করেছিলেন ৷ তাই এই দিনটিই তারা মায়ের আবির্ভাব দিবস হিসেবে পালিত হয় ৷

প্রতিদিন তারাপীঠ মন্দিরে ভোগ রান্না হয় ৷ কিন্তু নিয়মরীতি অনুযায়ী, বছরের এই দিনটিতেই কোনও ভোগ রান্না করা হয় না ৷ আজকের দিনে মন্দিরের সমস্ত সেবাইত উপবাসে থাকবেন ৷ একেবারে দিনের শেষে একবারই তারা মায়ের ভোগ দেওয়া হয় ৷ এই একটা দিন তারা মায়ের বিগ্রহ গর্ভগৃহ থেকে বের করে বিরামখানায় নিয়ে আসা হয় ৷ সেখানে স্নান করানো হয় ৷ আজ দেবীর মুখ পশ্চিম দিকে করা থাকে ৷

কোরোনা পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ থাকলেও দূরদূরান্ত থেকে ভক্তদের আনাগোনা চলছে ৷ সকাল থেকে ফুল ও প্রসাদের ডালা সাজিয়ে বিরামখানায় ভক্তদের সমাগম রয়েছে চোখে পড়ার মতো ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.