বোলপুর, 25 জানুয়ারি: ফের একবার নাম না-করে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিশানা করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty targets Amartya Sen) ৷ তাঁর অভিযোগ, যাঁরা বেআইনিভাবে বিশ্বভারতীর জমি দখল করে রাখেন তাঁরাও রাবীন্দ্রিক ! বুধবার উপাসনা গৃহে বসে এই মন্তব্য করেন করেন বিশ্বভারতীর উপাচার্য ৷ তাঁর মন্তব্যে ক্ষুব্ধ বিশ্বভারতীর বর্তমান পড়ুয়া থেকে শুরু করে প্রাক্তনী, সকলেই ৷ উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ঠাকুর পরিবারের সদস্যরাও ৷
উল্লেখ্য, শান্তিনিকেতনের বাড়িতে বসেই ইটিভি ভারত-কে একান্ত সাক্ষাৎকার দিয়েছিলেন অমর্ত্য ৷ সেই সাক্ষাৎকারে বিশ্বভারতীর শিক্ষার মান-সহ নানা ইস্যু নিয়ে সরব হন নোবেলজয়ী অর্থনীতিবিদ ৷ সেই খবর প্রকাশিত হওয়ার পরই অমর্ত্য সেনকে ফের চিঠি পাঠায় বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ তাঁর বসত ভিটের 13 ডেসিমেল জমি ফেরত চাওয়া হয় ওই চিঠিতে ৷ এমনকী, অমর্ত্য সেনের আইনজীবীর উপস্থিতিতে সংশ্লিষ্ট জমিটি জরিপের প্রস্তাবও দেওয়া হয় ৷ সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে সমালোচনা শুরু হয়েছে ৷
আরও পড়ুন: ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারের পরই অমর্ত্য সেনকে জমি ফেরত চেয়ে বিতর্কে বিশ্বভারতী
এই প্রেক্ষাপটে বুধবার উপাসনা গৃহে বসে বিশ্বভারতীর উপাচার্যকে বলতে শোনা যায়, "বিশ্বভারতীতে সবাই রাবীন্দ্রিক ৷ অন্যায় করলেও রাবীন্দ্রিক, জমি কবজা করলেও রাবীন্দ্রিক, উপাচার্যকে গালাগালি করলেও রাবীন্দ্রিক !" ওয়াকিবহালমহল মনে করছে, তাঁর এই মন্তব্যে উপাচার্য আদতে অমর্ত্য সেনকেই নিশানা করেছেন ! উপাচার্যের এই মন্তব্যে ক্ষুব্ধ বিশ্বভারতীর বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা ৷ ক্ষোভ প্রকাশ করেছেন ঠাকুরবাড়ি সদস্যরাও ৷ তাঁদের সকলেরই বক্তব্য হল, জমি নিয়ে কোনও বিবাদ থাকলে তা আইনি পথে মেটানো হোক ৷ কিন্তু, একজন গুণী মানুষের প্রতি এভাবে কটুকথা বলা হচ্ছে কেন !
প্রসঙ্গত, বিশ্বভারতী প্রতিষ্ঠার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সঙ্গী ছিলেন অমর্ত্য সেনের দাদু ক্ষিতিমোহন সেন ৷ সেই কারণেই ক্ষিতিমোহনকে বসবাসের জন্য আশ্রম সংলগ্ল এলাকায় একটি জমি দেওয়া হয়েছিল ৷ সেই জমিতে যে বসত ভিটে গড়ে তোলা হয়, তাঁর নাম 'প্রতীচী' ৷ পরবর্তীতে ক্ষিতিমোহনের ছেলে আশুতোষ সেন এবং বর্তমানে ক্ষিতিমোহনের নাতি অমর্ত্য সেন এই বাড়ির বাসিন্দা হন ৷ যদিও ইদানীংকালে বিশ্বভারতী কর্তৃপক্ষ দাবি করছে, এই জমি জোর করে দখল করে রেখেছে সেন পরিবার ৷ এই অভিযোগের প্রেক্ষিতে বিশ্বভারতীর পড়ুয়াদের পরামর্শ, উপাচার্য বরং শান্তিনিকেতনের ইতিহাস ভালো করে পড়ে দেখুন !