কলকাতা ও রামপুরহাট, 28 জানুয়ারি: রামপুরহাটের বগটুই গ্রাম আবারও খবরের শিরোনামে । এবার বগটুই কাণ্ডে নিহতদের পরিবারকে দেওয়া অনুদানের টাকা নিয়ে রাজনীতি শুরু হয়েছে বাংলার শাসক ও প্রধান বিরোধী দলের মধ্যে । অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্প মিড ডে মিলের জন্য বরাদ্দ টাকা (Mid Day Meal Fund) বগটুই কাণ্ডে মৃতদের পরিবারকে দেওয়া অনুদান হিসেবে খরচ করেছে রাজ্য সরকার ৷ এই নিয়ে টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সেই টুইটে তিনি মেনশন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ৷ আবার টুইটের মাধ্যমেই এই নিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে ৷ অন্যদিকে বীরভূমে বিজেপির (BJP) বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহার অভিযোগ, মিড ডে মিলের প্রায় 67 লক্ষ টাকা অনুদান হিসেবে দেওয়া হয়েছে বগটুই কাণ্ডে নিহতদের পরিবারগুলিকে ।
বগটুই কাণ্ড: গত 21 মার্চ বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতা তথা স্থানীয় একটি পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন (Bhadu Sheikh Murder Case) । সেই ঘটনার কয়েক ঘণ্টা পর স্থানীয় বগটুই গ্রামে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ সেই অগ্নিকাণ্ডে দশ জন নিহত হন ৷ অভিযোগ ওঠে, ভাদু খুনের বদলা নিতে কুপিয়ে ও জ্বালিয়ে খুন করা হয় ওই দশ জনকে । সেই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বগটুই গ্রামে এসে নিহতদের পরিবারগুলিকে 7 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন । এবং তার কয়েক দিনের মধ্যেই রামপুরহাট এক নম্বর বিডিও দীপান্বিতা বর্মণের সাক্ষর করা চেক তুলে দেওয়া হয় বগটুই কাণ্ডে নিহতদের পরিবারের সদস্যদের হাতে । তাছাড়াও রামপুরহাটের পারকান্দি সাত খেতমজুরের মৃত্যু হয় পথ দুর্ঘটনায় । ওই ঘটনাতেও মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় ৷
মিড ডে মিলের টাকায় আর্থিক সাহায্য: অভিযোগ উঠেছে সব টাকা মিড ডে মিলের জন্য বরাদ্দ টাকা থেকে করা হয়েছে । মিড ডে মিলের টাকা রাজ্য সরকার বেহিসেবি ভাবে অন্য খাতে খরচ করার অভিযোগ তুলে সরব হয়েছেন ধ্রুব সাহা । তিনি এই ঘটনার উপযুক্ত তদন্ত করার দাবি জানিয়েছেন । পাশাপাশি বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ারও হুমকি দিয়েছেন তিনি ।
সরব শুভেন্দু অধিকারী: এই নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী ৷ তিনি এই নিয়ে চারটি টুইট করেছেন ৷ প্রথম টুইটে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের চেক দেওয়ার একটি ছবি দিয়েছেন ৷ সঙ্গে দিয়েছেন চেকের ছবি ৷ আর ওই টুইটে তিনি লিখেছেন, বগটুই হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের সদস্যদের মিড ডে মিলের তহবিল থেকে টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই ঘটনাকে ছবি তোলার রাজনীতি বলেও শুভেন্দু কটাক্ষ করেছেন ৷ পাশাপাশি তাঁর দাবি, ‘‘এটা একটা আর্থিক অপরাধ ।’’
দ্বিতীয় টুইটে মুখ্যমন্ত্রীর চেক দেওয়ার একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ একই সঙ্গে তিনি লিখেছেন, যে বাংলার সরকার দেউলিয়া হয়ে গিয়েছে ৷ আপৎকালীন তহবিল ও মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে কোনও অর্থ নেই ৷ তার পরও অর্থ-কম্বল প্রদান চলছে ৷ সেগুলি মিড ডে মিলের তহবিল থেকে করা হচ্ছে ৷ তৃতীয় টুইটে তিনি এই নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন ৷ একই সঙ্গে জানিয়েছেন যে এই নিয়ে যাতে আইনি পদক্ষেপ করা যায়, সেই বিষয়টি নিয়ে তাঁরা সরব হবেন ৷ চতুর্থ টুইটে তিনি শুধু প্রধানমন্ত্রীর দফতর ও শিক্ষামন্ত্রকের টুইটার হ্যান্ডেলকে মেনশন করেছেন ৷
যদিও কোন খাত থেকে অর্থিক সাহায্য দেওয়া হয়েছে সেই বিষয়টি জানি না বলে জানিয়েছেন বগটুই কাণ্ডে নিহতদের পরিবারের অন্যতম সদস্য মিহিলাল শেখ ।
আরও পড়ুন: মিড-ডে মিলের টাকায় বগটুইয়ে ক্ষতিপূরণ ! অস্বীকার ফিরহাদের