কলকাতা, 14 সেপ্টেম্বর : সরকারি টেন্ডারের বিজ্ঞাপন নিয়ে এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) বিঁধলেন বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তবে তিনি একবারও অভিষেকের নাম নেননি ৷ বরং যে সব শব্দ ব্যবহার করেছেন, তাতে স্পষ্ট যে কার উদ্দেশ্যে এই তির ছুঁড়েছেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷
পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) তরফে একটি টেন্ডারের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে ৷ ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের তরফে ওই বিজ্ঞাপন দেওয়া হয়েছে ৷ সেখানে বালি খাদানে খনন ও খাদান থেকে বালি সংগ্রহ করে স্টক ইয়ার্ড বা ডিপো পর্যন্ত পরিবহণের দরপত্র আবেদন করা হয়েছে ৷
এই বিজ্ঞাপনের একটি ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন শুভেন্দু অধিকারী ৷ সেই ছবির সঙ্গে কয়েকটি লাইন লিখেছেন ৷ তাতে তিনি বালি উত্তোলনের ক্ষেত্রে আরও বড় কেলেঙ্কারির আশঙ্কা প্রকাশ করেছেন ৷ পাশাপাশি তাঁর প্রশ্ন, ‘‘বালি তোলার এই কেন্দ্রীয় ব্যবস্থা কার নিয়ন্ত্রণে ?’’
-
গর্ভে লালিত হচ্ছে আরও একটি বড় কেলেঙ্কারি। বালি তোলার এই কেন্দ্রীয় ব্যবস্থা কার নিয়ন্ত্রণে? গম্ভীর ভাবছেন অরোরার কথা, অরোরা ভাবছেন নারুলাকে, নারুলা ভাবছেন মণ্ডলের কথা— আরও অনেকে…. শান্তিনিকেতনে শান্তি এখন বালুকাময়।😄 pic.twitter.com/AzKPxA5HLI
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">গর্ভে লালিত হচ্ছে আরও একটি বড় কেলেঙ্কারি। বালি তোলার এই কেন্দ্রীয় ব্যবস্থা কার নিয়ন্ত্রণে? গম্ভীর ভাবছেন অরোরার কথা, অরোরা ভাবছেন নারুলাকে, নারুলা ভাবছেন মণ্ডলের কথা— আরও অনেকে…. শান্তিনিকেতনে শান্তি এখন বালুকাময়।😄 pic.twitter.com/AzKPxA5HLI
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 14, 2021গর্ভে লালিত হচ্ছে আরও একটি বড় কেলেঙ্কারি। বালি তোলার এই কেন্দ্রীয় ব্যবস্থা কার নিয়ন্ত্রণে? গম্ভীর ভাবছেন অরোরার কথা, অরোরা ভাবছেন নারুলাকে, নারুলা ভাবছেন মণ্ডলের কথা— আরও অনেকে…. শান্তিনিকেতনে শান্তি এখন বালুকাময়।😄 pic.twitter.com/AzKPxA5HLI
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 14, 2021
এর পর শুভেন্দু যা লিখেছেন, তার স্পষ্ট কোনও অর্থ নেই ৷ তবে পদবী ধরে কারও কারও দিকে তির ছুঁড়েছেন বলেই মনে করা হচ্ছে ৷ বিধানসভার বিরোধী দলনেতা (Leader of Opposition) লিখেছেন, ‘‘গম্ভীর ভাবছেন অরোরার কথা, অরোরা ভাবছেন নারুলাকে, নারুলা ভাবছেন মণ্ডলের কথা - আরও অনেকে... ৷’’
এর পরই তিনি লিখেছেন, ‘‘শান্তিনিকেতনে শান্তি এখন বালুকাময় ৷’’ এর থেকেই রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা যে শুভেন্দু আসলে বিঁধতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ কারণ, কলকাতায় অভিষেকের বাড়ির নাম শান্তিনিকেতন ৷
বিজেপিতে (BJP) যোগদানের পর থেকেই অভিষেকের বিরুদ্ধেই বারবার নিশানা করে যাচ্ছেন শুভেন্দু ৷ মেদিনীপুরে তাঁর যোগদানের মঞ্চ থেকেই তিনি ‘ভাইপো হঠাও’ স্লোগান তুলেছিলেন ৷ বারবার নাম না করে অভিষেকের বিরুদ্ধে বালি-কয়লা ইত্যাদি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ করেছেন ৷
আরও পড়ুন: মোদির জন্মদিন পালন, বিজেপির বিশেষ পরিকল্পনা জানালেন দিলীপ
নির্বাচনী ময়দানে পালটা জবাব দিয়েছেন অভিষেকও ৷ যদিও এই নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে কোনও পালটা জবাব দেওয়া হয়নি ৷