ETV Bharat / state

Suvendu Adhikari Tweets: 'তৃণমূলের গুন্ডাবাহিনীর জন্য বাতিল বিশ্বভারতীর সমাবর্তন', অভিযোগ শুভেন্দুর - শুভেন্দু অধিকারী

বাতিল বিশ্বভারতীর সমাবর্তন উৎসব ৷ এর জন্য তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari accuses TMC for Visva Bharati) ৷

Suvendu Adhikari
ETV Bharat
author img

By

Published : Dec 9, 2022, 8:48 AM IST

শান্তিনিকেতন, 9 ডিসেম্বর: পৌষমেলা নিয়ে বিতর্কের ফলে স্থগিত রইল বিশ্বভারতীর সমাবর্তন উৎসব ৷ এই ঘটনার পিছনে শাসক তৃণমূলের গুন্ডাবাহিনী রয়েছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ নন্দীগ্রামের বিজেপি বিধায়ক এই বিষয়ে টুইট করেন । তাতে তিনি লেখেন, "দুর্ভাগ্যজনক ! উপাচার্যকে জোর করে 15 দিনের জন্য তাঁর বাড়িতে বন্দি করে রাখা হয়েছে ৷ এর ফলেই বাতিল বিশ্বভারতীর সমাবর্তন উৎসব ৷ অনুষ্ঠান হলে বিশ্বভারতীর ঐতিহ্যের জন্য দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে অংশ নিতে পারতেন ৷"

  • Shocking !
    Convocation Ceremony of Visva Bharati University has been cancelled as the Vice Chancellor has been forcefully confined for 15 days at his residence.
    Eminent personalities of India would have graced the occasion in accordance with the rich tradition of the University.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উপাচার্যের বাড়ির বাইরে বিক্ষোভ প্রসঙ্গে তিনি লেখেন,"24 নভেম্বর থেকে উপাচার্যের বাড়ির বাইরে যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা তৃণমূলের গুন্ডাদের দ্বারা সমর্থিত ৷" এই ঘটনার জন্য রাজ্য পুলিশের উপর দায় চাপান বিরোধী দলনেতা ৷ তিনি আরও লেখেন, "বাংলার পুলিশের অসহযোগিতার জন্য ক্যাম্পাসে কখনও স্বাভাবিক পরিস্থিতি ফিরবে না ৷ পশ্চিমবঙ্গের মর্যাদা মাটিতে মিশে গিয়েছে ৷ কলঙ্কিত হয়েছে বিশ্বভারতীর ঐতিহ্য ৷"

আরও পড়ুন: আন্দোলনে অনড় ছাত্ররা, বিশ্বভারতীর সমাবর্তন স্থগিত রাখল কর্তৃপক্ষ

শান্তিনিকেতন, 9 ডিসেম্বর: পৌষমেলা নিয়ে বিতর্কের ফলে স্থগিত রইল বিশ্বভারতীর সমাবর্তন উৎসব ৷ এই ঘটনার পিছনে শাসক তৃণমূলের গুন্ডাবাহিনী রয়েছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ নন্দীগ্রামের বিজেপি বিধায়ক এই বিষয়ে টুইট করেন । তাতে তিনি লেখেন, "দুর্ভাগ্যজনক ! উপাচার্যকে জোর করে 15 দিনের জন্য তাঁর বাড়িতে বন্দি করে রাখা হয়েছে ৷ এর ফলেই বাতিল বিশ্বভারতীর সমাবর্তন উৎসব ৷ অনুষ্ঠান হলে বিশ্বভারতীর ঐতিহ্যের জন্য দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে অংশ নিতে পারতেন ৷"

  • Shocking !
    Convocation Ceremony of Visva Bharati University has been cancelled as the Vice Chancellor has been forcefully confined for 15 days at his residence.
    Eminent personalities of India would have graced the occasion in accordance with the rich tradition of the University.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উপাচার্যের বাড়ির বাইরে বিক্ষোভ প্রসঙ্গে তিনি লেখেন,"24 নভেম্বর থেকে উপাচার্যের বাড়ির বাইরে যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা তৃণমূলের গুন্ডাদের দ্বারা সমর্থিত ৷" এই ঘটনার জন্য রাজ্য পুলিশের উপর দায় চাপান বিরোধী দলনেতা ৷ তিনি আরও লেখেন, "বাংলার পুলিশের অসহযোগিতার জন্য ক্যাম্পাসে কখনও স্বাভাবিক পরিস্থিতি ফিরবে না ৷ পশ্চিমবঙ্গের মর্যাদা মাটিতে মিশে গিয়েছে ৷ কলঙ্কিত হয়েছে বিশ্বভারতীর ঐতিহ্য ৷"

আরও পড়ুন: আন্দোলনে অনড় ছাত্ররা, বিশ্বভারতীর সমাবর্তন স্থগিত রাখল কর্তৃপক্ষ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.