বোলপুর , 1 নভেম্বর : "পুলিশ হেপাজতে মৃত্যু হয়েছে কি না সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট শিশু সুরক্ষা কমিশনকে পাঠানো হয়েছে । " মল্লারপুরে জেল হেপাজতে কিশোরের মৃত্যুর ঘটনা নিয়ে এমনটাই জানালেন বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং । এদিন , রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তীর তত্ত্বাবধানে বোলপুরে একটি বৈঠক হয় । সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক ও পুলিশ সুপার ।
মোবাইল চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল শুভ মেহেনাকে । এরপর মল্লারপুর থানায় পুলিশ হেপাজতে মৃত্যু হয় তার । নিহতের পরিবারের অভিযোগ ছিল, আদালতে না নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছিল ওই কিশোরকে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও বিক্ষোভ ছড়ায় এলাকায় । তোলপাড় হয় রাজ্য রাজনীতি । গতকাল BJP মল্লারপুরে বনধ ডাকে । থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় ।
এরপর আজ মৃত কিশোরের পরিবারের সঙ্গে দেখা করতে যায় রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তীর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল । তারপরে বোলপুর সার্কিট হাউজ়ে এসে একটি বৈঠক করেন তাঁরা । বৈঠকে ডাকা হয়েছিল জেলাশাসক মৌমিতা গোদারা বসু ও পুলিশ সুপার শ্যাম সিংকে । বৈঠক শেষে পুলিশ সুপার জানান , ইতিমধ্যেই তিন চিকিৎসকের একটি দল ময়নাতদন্তের রিপোর্ট দিয়েছে । সেই রিপোর্টের কপি শিশু সুরক্ষা কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে । এছাড়া, পুরো ঘটনা নিয়ে বিভাগীয় তদন্ত চলছে ।
পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "হেপাজতে মৃত্যু হলে যা যা করতে হয় সেইমতো বিভাগীয় তদন্ত আমরা শুরু করে দিয়েছি । আমরা ময়নাতদন্তের রিপোর্ট পেয়েছি । সেই রিপোর্টের কপি কমিশনকে দিয়েছি । এছাড়া, ম্যাজিস্ট্রেট তদন্ত শুরু হয়েছে । যা যা ব্যবস্থা নেওয়ার পুলিশ নেবে ।"