ETV Bharat / state

Sujan On KK Death : কেকে'র মৃত্যু নিয়ে রাজ্য সরকারকে খোঁচা সুজন চক্রবর্তীর - রাজ্যসরকারকে খোঁচা সুজন চক্রবর্তীর

প্রবাদপ্রতীম শিল্পী কেকে'র মৃত্যু নিয়ে রাজ্য সরকারকে তোপ সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর ৷ সম্প্রতি কলকাতায় অনুষ্ঠান করতে এসে মৃত্যু হয়েছে কেকে ৷ তাঁর মৃত্যুর কারণ নিয়ে একাধিক প্রশ্ন তুললেন সিপিআইএম নেতা (Sujan On KK Death) ৷

Sujan On KK Death
কেকে-র মৃত্যু নিয়ে রাজ্যসরকারকে খোঁচা সুজন চক্রবর্তীর
author img

By

Published : Jun 2, 2022, 7:36 PM IST

বীরভূম, 2 জুন : সম্প্রতি কলকাতায় নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসে প্রয়াত হয়েছেন মুম্বইয়ের প্রখ্যাত সঙ্গীত শিল্পী কেকে'র ৷ এই মৃত্যু ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন চিহ্ন উঠেছে ৷ হৃদরোগে আক্রান্ত শিল্পীর মৃত্যু হলেও, এই মৃত্যুর কারণ ঘিরে প্রশ্নের জট সৃষ্টি হয়েছে ৷ দিলীপ ঘোষের পর এবার কেকের মৃত্যু নিয়ে সুর চড়ালেন সুজন চক্রবর্তীও (Sujan On KK Death)৷

বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাটের অস্থায়ী সিবিআই ক্যাম্প থেকে গায়ক কেকের মৃত্যু নিয়ে রাজ্য সরকারের দিকে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সুজন চক্রবর্তী ৷ এদিন বগটুই হত্যাকান্ডের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে পদযাত্রা করে সিপিএম ৷ সেখানেই উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী ৷ 60 নম্বর জাতীয় সড়ক থেকে বগটুই মোড় পর্যন্ত যায় এই মিছিল ৷

কেকে'র মৃত্যু নিয়ে রাজ্যসরকারকে খোঁচা সুজন চক্রবর্তীর

অস্থায়ী সিবিআই ক্যাম্পের সামনে এসে শেষ হয় মিছিল ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজন চক্রবর্তী বলেন, "বাংলায় শিল্প আসছে না এবার শিল্পীরা ও আসবেন না। কারণ মুম্বইয়ের সংগীত শিল্পী কেকে এসেছিলেন তৃণমূলের একটি অনুষ্ঠানে গান গাইতে। সেখানে ছিল না শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা । পরিকাঠামোর থেকে বেশি সংখ্যক লোক ঢুকিয়ে দেওয়া হয়েছিল। একাধিক অব্যবস্থ দেখা গিয়েছে ৷ শিল্পীর মৃত্যু কারণ হিসাবে বাদ দেওয়া য়ায় না ৷’’ তাই ঘটনার তদন্ত দাবি করেছেন তিনি ৷

আরও পড়ুন : Kabir Suman on Rupankar And KK : কেকে ইস্যুতে রূপঙ্করের পাশে সুমন, কবিতা দিয়ে চেষ্টা বিবাদ মেটানোর

বীরভূম, 2 জুন : সম্প্রতি কলকাতায় নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসে প্রয়াত হয়েছেন মুম্বইয়ের প্রখ্যাত সঙ্গীত শিল্পী কেকে'র ৷ এই মৃত্যু ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন চিহ্ন উঠেছে ৷ হৃদরোগে আক্রান্ত শিল্পীর মৃত্যু হলেও, এই মৃত্যুর কারণ ঘিরে প্রশ্নের জট সৃষ্টি হয়েছে ৷ দিলীপ ঘোষের পর এবার কেকের মৃত্যু নিয়ে সুর চড়ালেন সুজন চক্রবর্তীও (Sujan On KK Death)৷

বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাটের অস্থায়ী সিবিআই ক্যাম্প থেকে গায়ক কেকের মৃত্যু নিয়ে রাজ্য সরকারের দিকে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সুজন চক্রবর্তী ৷ এদিন বগটুই হত্যাকান্ডের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে পদযাত্রা করে সিপিএম ৷ সেখানেই উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী ৷ 60 নম্বর জাতীয় সড়ক থেকে বগটুই মোড় পর্যন্ত যায় এই মিছিল ৷

কেকে'র মৃত্যু নিয়ে রাজ্যসরকারকে খোঁচা সুজন চক্রবর্তীর

অস্থায়ী সিবিআই ক্যাম্পের সামনে এসে শেষ হয় মিছিল ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজন চক্রবর্তী বলেন, "বাংলায় শিল্প আসছে না এবার শিল্পীরা ও আসবেন না। কারণ মুম্বইয়ের সংগীত শিল্পী কেকে এসেছিলেন তৃণমূলের একটি অনুষ্ঠানে গান গাইতে। সেখানে ছিল না শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা । পরিকাঠামোর থেকে বেশি সংখ্যক লোক ঢুকিয়ে দেওয়া হয়েছিল। একাধিক অব্যবস্থ দেখা গিয়েছে ৷ শিল্পীর মৃত্যু কারণ হিসাবে বাদ দেওয়া য়ায় না ৷’’ তাই ঘটনার তদন্ত দাবি করেছেন তিনি ৷

আরও পড়ুন : Kabir Suman on Rupankar And KK : কেকে ইস্যুতে রূপঙ্করের পাশে সুমন, কবিতা দিয়ে চেষ্টা বিবাদ মেটানোর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.