ETV Bharat / state

Visva Bharati University : বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিতে বিক্ষোভ

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ ৷ আজ শান্তিনিকেতন থানার বাইরে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং অধ্যাপকদের একাংশ এই বিক্ষোভ দেখান ৷ উপাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হলেও সেগুলি নিয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা ৷

student-and-professors-did-demonstration-for-demanding-legal-action-against-visva-bharatis-vice-chancellor
বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিতে বিক্ষোভ
author img

By

Published : Sep 26, 2021, 6:09 PM IST

শান্তিনিকেতন, 26 সেপ্টেম্বর : এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে শান্তিনিকেতন থানার সামনে বিক্ষোভ ৷ বিশ্বভারতীর পড়ুয়া এবং অধ্যাপকদের একাংশ সহ বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা এই বিক্ষোভ দেখান ৷ পরে শান্তিনিকেতন থানার ওসি’র কাছে দু’টি স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারীরা ৷ পাশাপাশি, উপাচার্যের ঘনিষ্ঠদের ছবি সহ ‘হুঁশিয়ারি’ লেখা ব্যানার দেখা যায় আন্দোলনকারী পড়ুয়া এবং অধ্যাপকদের হাতে ৷

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিরুদ্ধে গত এক বছরে একাধিক অভিযোগ দায়ের হয়েছে শান্তিনিকেতন থানায় ৷ তাঁর বিভিন্ন মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পড়ুয়া এবং অধ্যাপকেরা ৷ এমনকি, 2019 সালে পৌষমেলার দোকান উচ্ছেদে সময় উপাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন এক মহিলা ব্যবসায়ী ৷ সেই সব অভিযোগের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ৷ আর সেই অভিযোগে এ দিন শান্তিনিকেতন থানার সামনে বিক্ষোভ দেখান বিশ্বভারতীর পড়ুয়া ও অধ্যাপকদের একাংশ ৷ বিক্ষোভে সামিল হন বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্যরাও ৷

বিক্ষোভের পাশাপাশি শান্তিনিকেতন থানার ওসিকে দু’টি স্মারকলিপি দেওয়া হয় ৷ যেখানে, অবিলম্বে উপাচার্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে ৷ এছাড়াও, উপাচার্যের ঘনিষ্ঠ অধ্যাপক, আধিকারিকদের ছবি দিয়ে ‘হুঁশিয়ারি’ লেখা ব্যানার দেখা যায় আন্দোলনকারী পড়ুয়া এবং অধ্যাপকদের হাতে ৷

বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিতে বিক্ষোভ

আরও পড়ুন : Sujan Chakraborty Heckled : ভবানীপুরে আক্রান্ত সুজন চক্রবর্তী, বাম প্রার্থীর প্রচারে বাধার অভিযোগ

অধ্যাপকদের তরফে সুদীপ্ত ভট্টাচার্য বলেন, ‘‘বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে বহু অভিযোগ থানায় দায়ের হয়েছে ৷ শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগও দায়ের হয়েছে ৷ কিন্তু, পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না ৷ অবিলম্বে আইনি ব্যবস্থার দাবিতে আমরা এ দিন ডেপুটেশন দিয়েছি ৷ পরবর্তীতে উপাচার্যের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ৷’’

আরও পড়ুন : Biman Bose : বিদ্যাসাগরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনীতি করা অনুচিত : বিমান বসু

তবে, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন হওয়ায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে পুলিশ সরাসরি কোনও পদক্ষেপ করতে পারে না ৷ কারণ কোনও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে কোনওরকম আইনি পদক্ষেপ নিতে হলে, সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের অনুমতি নেওয়ার প্রয়োজন ৷ উল্লেখ্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক খোদ রাষ্ট্রপতি এবং আচার্য খোদ প্রধানমন্ত্রী ৷ এছাড়াও, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রেক্টর হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ৷

শান্তিনিকেতন, 26 সেপ্টেম্বর : এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে শান্তিনিকেতন থানার সামনে বিক্ষোভ ৷ বিশ্বভারতীর পড়ুয়া এবং অধ্যাপকদের একাংশ সহ বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা এই বিক্ষোভ দেখান ৷ পরে শান্তিনিকেতন থানার ওসি’র কাছে দু’টি স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারীরা ৷ পাশাপাশি, উপাচার্যের ঘনিষ্ঠদের ছবি সহ ‘হুঁশিয়ারি’ লেখা ব্যানার দেখা যায় আন্দোলনকারী পড়ুয়া এবং অধ্যাপকদের হাতে ৷

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিরুদ্ধে গত এক বছরে একাধিক অভিযোগ দায়ের হয়েছে শান্তিনিকেতন থানায় ৷ তাঁর বিভিন্ন মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পড়ুয়া এবং অধ্যাপকেরা ৷ এমনকি, 2019 সালে পৌষমেলার দোকান উচ্ছেদে সময় উপাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন এক মহিলা ব্যবসায়ী ৷ সেই সব অভিযোগের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ৷ আর সেই অভিযোগে এ দিন শান্তিনিকেতন থানার সামনে বিক্ষোভ দেখান বিশ্বভারতীর পড়ুয়া ও অধ্যাপকদের একাংশ ৷ বিক্ষোভে সামিল হন বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্যরাও ৷

বিক্ষোভের পাশাপাশি শান্তিনিকেতন থানার ওসিকে দু’টি স্মারকলিপি দেওয়া হয় ৷ যেখানে, অবিলম্বে উপাচার্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে ৷ এছাড়াও, উপাচার্যের ঘনিষ্ঠ অধ্যাপক, আধিকারিকদের ছবি দিয়ে ‘হুঁশিয়ারি’ লেখা ব্যানার দেখা যায় আন্দোলনকারী পড়ুয়া এবং অধ্যাপকদের হাতে ৷

বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিতে বিক্ষোভ

আরও পড়ুন : Sujan Chakraborty Heckled : ভবানীপুরে আক্রান্ত সুজন চক্রবর্তী, বাম প্রার্থীর প্রচারে বাধার অভিযোগ

অধ্যাপকদের তরফে সুদীপ্ত ভট্টাচার্য বলেন, ‘‘বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে বহু অভিযোগ থানায় দায়ের হয়েছে ৷ শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগও দায়ের হয়েছে ৷ কিন্তু, পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না ৷ অবিলম্বে আইনি ব্যবস্থার দাবিতে আমরা এ দিন ডেপুটেশন দিয়েছি ৷ পরবর্তীতে উপাচার্যের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ৷’’

আরও পড়ুন : Biman Bose : বিদ্যাসাগরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনীতি করা অনুচিত : বিমান বসু

তবে, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন হওয়ায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে পুলিশ সরাসরি কোনও পদক্ষেপ করতে পারে না ৷ কারণ কোনও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে কোনওরকম আইনি পদক্ষেপ নিতে হলে, সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের অনুমতি নেওয়ার প্রয়োজন ৷ উল্লেখ্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক খোদ রাষ্ট্রপতি এবং আচার্য খোদ প্রধানমন্ত্রী ৷ এছাড়াও, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রেক্টর হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.