রামপুরহাট, 11 মে: বীরভূমের পরিত্যক্ত পাথর খাদানের জমা জলে স্নান করতে গিয়ে বুধবার তলিয়ে যায় একাদশ শ্রেণির এক ছাত্র। গতকাল আট ঘণ্টা তল্লাশির পর সন্ধান না-মেলায় বৃহস্পতিবার ফের এই অভিযান চালায় দমকল বাহিনী ৷ দুপুর একটা নাগাদ নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার হয় ৷ মৃত ছাত্রের নাম অভিনব নন্দী, বয়স 17। সে রামপুরহাট বিদ্যাভবনের স্কুলের ছাত্র। বাড়ি রামপুরহাট নিশ্চিন্তপুরের 3 নম্বর ওয়ার্ডে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্কুল ফাঁকি দিয়ে চার বন্ধু রামপুরহাট থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ঝাড়খণ্ড সীমানার পাইকারপাড়া গ্রামের পাশে এক পরিত্যক্ত পাথর খাদানে স্নানে করতে গিয়ে তলিয়ে যায়।
চার ছাত্রকে ডুবতে দেখে ছুটে আসেন স্থানীয়রা। চার জনের মধ্যে তিন জনকে উদ্ধার করতে পারলেও তলিয়ে যায় অভিনব নন্দী। খবর দেওয়া হয় রামপুরহাটের দমকল ও থানায়। নামানো হয় ডুবুরি ৷ গতকাল সূর্যাস্তের আগে পর্যন্ত তল্লাশি চালানো হয়েছে। কিন্তু উদ্ধার হয়নি। ফের বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে তল্লাশির কাজ। তারপর অভিনবের দেহ পাওয়া যায় ৷ স্থানীয় সূত্রে জানা যায়, ওষুধ ব্যবসায়ী বিপ্লব নন্দীর এক ছেলে, এক মেয়ে। ছেলে অভিনব নন্দী রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভন স্কুলের ছাত্র।
আরও পড়ুন: নদীতে স্নান করতে নেমে ডুবে মৃত 1, নিখোঁজ 2 কিশোর
পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতেও পারদর্শী ছিল সে। একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবার-সহ রামপুরহাট নিশ্চিন্তপুর এলাকায়। প্রসঙ্গত, 3 বছর আগে রামপুরহাট হাইস্কুলের 6 জন ছাত্র বড়পাহাড়ি এলাকার এক পরিত্যক্ত পাথর খাদানে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল এক ছাত্রের। আবারও একই রকম ঘটনা ঘটল এলাকায়। এছাড়াও বেশ কয়েকদিন আগে স্কুল ফাঁকি দিয়ে কোপাই নদীতে স্নানে নেমে তলিয়ে যায় দ্বাদশ শ্রেণির যমজ ভাই ৷ যদিও তারা চারজন ছিল ৷ মৃত দু'জন ছাত্র টোকনো ইন্ডিয়া গ্রুপের ছাত্র ছিল ৷