ETV Bharat / state

দীর্ঘ আন্দোলনের পর ফেলোশিপের টাকা দেওয়ার প্রতিশ্রুতি বিশ্বভারতী কর্তৃপক্ষের - Birbhum

নন নেট ফেলোশিপের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে বিশ্বভারতীতে । একাধিকবার উপাচার্যের দপ্তর ঘেরাও সহ অবস্থান-বিক্ষোভ করতে দেখা গিয়েছে গবেষণারত পড়ুয়াদের ।

Biswabharati university
Biswabharati university
author img

By

Published : Oct 14, 2020, 4:13 PM IST

শান্তিনিকেতন, 14 অক্টোবর : পড়ুয়াদের দীর্ঘ আন্দোলনের জেরে নন নেট ফেলোশিপের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলো বিশ্বভারতী কর্তৃপক্ষ । পাশাপাশি পড়ুয়াদের জন্য ছাত্রাবাসগুলো খুলে দেওয়ার বিষয়েও ভাবনাচিন্তা চলছে এমনটাই জানানো হল বিশ্বভারতীর তরফে । এদিন পড়ুয়াদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

উল্লেখ্য, নন নেট ফেলোশিপের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে বিশ্বভারতীতে । একাধিকবার উপাচার্যের দপ্তর ঘেরাও সহ অবস্থান-বিক্ষোভ করতে দেখা গিয়েছে গবেষণারত পড়ুয়াদের । বিক্ষোভের পর 2016-17 শিক্ষাবর্ষের ফেলোশিপের টাকা দিতে শুরু করে বিশ্বভারতী কর্তৃপক্ষ । তাও বন্ধ হয়ে যায় এ বছরের জুন মাসে । গবেষণারত পড়ুয়াদের অভিযোগ, 2018-19 সালের শিক্ষাবর্ষে নন নেট ফেলোশিপের টাকা তারা পাননি । এই অভিযোগে এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে স্মারকলিপি দিতে যায় পড়ুয়াদের একাংশ । পড়ুয়াদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় বিশ্বভারতী কর্তৃপক্ষের । আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নন নেট ফেলোশিপের টাকা দেওয়া শুরু করবে বিশ্বভারতী । পাশাপাশি বকেয়া টাকা সামনের শিক্ষাবর্ষ থেকে দেওয়া শুরু করা হবে । এছাড়া, পড়ুয়াদের দাবি ছিল ছাত্রাবাসগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে । সেই প্রসঙ্গেও চিন্তাভাবনা চলছে এমন আশ্বাস দেওয়া হয় বিশ্বভারতীর তরফে ।

গবেষণারত পড়ুয়াদের মধ্যে ব্রজসৌরভ চট্টোপাধ্যায় বলেন, "দীর্ঘদিন ধরে আমাদের ফেলোশিপের টাকার দাবি ছিল। সেই সব কিছুই মেনে নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আমাদের দীর্ঘ আন্দোলনের জয় হয়েছে।"

শান্তিনিকেতন, 14 অক্টোবর : পড়ুয়াদের দীর্ঘ আন্দোলনের জেরে নন নেট ফেলোশিপের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলো বিশ্বভারতী কর্তৃপক্ষ । পাশাপাশি পড়ুয়াদের জন্য ছাত্রাবাসগুলো খুলে দেওয়ার বিষয়েও ভাবনাচিন্তা চলছে এমনটাই জানানো হল বিশ্বভারতীর তরফে । এদিন পড়ুয়াদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

উল্লেখ্য, নন নেট ফেলোশিপের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে বিশ্বভারতীতে । একাধিকবার উপাচার্যের দপ্তর ঘেরাও সহ অবস্থান-বিক্ষোভ করতে দেখা গিয়েছে গবেষণারত পড়ুয়াদের । বিক্ষোভের পর 2016-17 শিক্ষাবর্ষের ফেলোশিপের টাকা দিতে শুরু করে বিশ্বভারতী কর্তৃপক্ষ । তাও বন্ধ হয়ে যায় এ বছরের জুন মাসে । গবেষণারত পড়ুয়াদের অভিযোগ, 2018-19 সালের শিক্ষাবর্ষে নন নেট ফেলোশিপের টাকা তারা পাননি । এই অভিযোগে এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে স্মারকলিপি দিতে যায় পড়ুয়াদের একাংশ । পড়ুয়াদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় বিশ্বভারতী কর্তৃপক্ষের । আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নন নেট ফেলোশিপের টাকা দেওয়া শুরু করবে বিশ্বভারতী । পাশাপাশি বকেয়া টাকা সামনের শিক্ষাবর্ষ থেকে দেওয়া শুরু করা হবে । এছাড়া, পড়ুয়াদের দাবি ছিল ছাত্রাবাসগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে । সেই প্রসঙ্গেও চিন্তাভাবনা চলছে এমন আশ্বাস দেওয়া হয় বিশ্বভারতীর তরফে ।

গবেষণারত পড়ুয়াদের মধ্যে ব্রজসৌরভ চট্টোপাধ্যায় বলেন, "দীর্ঘদিন ধরে আমাদের ফেলোশিপের টাকার দাবি ছিল। সেই সব কিছুই মেনে নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আমাদের দীর্ঘ আন্দোলনের জয় হয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.