ETV Bharat / state

Shantinikentan Poushmela: অনিশ্চিত ঐতিহ্যবাহী পৌষমেলা ! বিকল্প মেলার উদ্যোগ রাজ্য সরকারের

অনিশ্চিত বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত পৌষমেলা ৷ বদলে বিকল্প একটি মেলা করার উদ্যোগ নিচ্ছ রাজ্য সরকার (State Government Take Initiative to Organised Alternative Poushmela) ৷ এদিন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা-সহ বীরভূম জেলাশাসক, বোলপুর পৌরসভার চেয়ারম্যান একটি বৈঠক করেন ৷

state-government-take-initiative-to-organised-alternative-poushmela
State Government Take Initiative to Organised Alternative Poushmela
author img

By

Published : Dec 3, 2022, 6:30 PM IST

বোলপুর, 3 ডিসেম্বর: পৌষমেলা নিয়ে মুখে কুলুপ বিশ্বভারতীর ৷ তাই বিকল্প পৌষমেলা করার উদ্যোগ নিল রাজ্য সরকার (State Government Take Initiative to Organised Alternative Poushmela)। এই মর্মে এদিন মহকুমা শাসক, পৌরসভাকে নিয়ে বৈঠক করেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷ শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের উদ্যোগেই সকলের সহযোগিতা নিয়ে বোলপুর ডাকবাংলো মাঠে হবে বিকল্প পৌষমেলা, জানালেন মন্ত্রী ৷ সেইমতো বিকল্প মাঠে মেলা করার প্রস্তুতি শুরু করেছে প্রশাসন ৷

2019 শেষবার শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে হয়েছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পৌষমেলা ৷ কোভিড পরিস্থিতির জন্য 2020 বন্ধ ছিল মেলা ৷ 2021 পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সকলেই চেয়েছিল ছোট করে হলেও মেলাটি হোক ৷ কিন্তু তাতে সায় দেননি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ সেবারই বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে বোলপুর ডাকবাংলো মাঠে হয় বিকল্প একটি মেলা ৷

এবার আগের মতো পৌষমেলা করার জন্য রাজ্য সরকারের সহযোগিতা চেয়ে চিঠি দেন বিশ্বভারতীর উপাচার্য। মেলা সংক্রান্ত আলোচনার জন্য একটি বৈঠকও ডাকেন তিনি ৷ সেইমতো বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূমের জেলাশাসক, পুলিশ আধিকারিক, বোলপুর পৌর কর্তৃপক্ষ ৷ কিন্তু নিজে বৈঠক ডেকে সেখানে গরহাজির ছিলেন খোদ উপাচার্য ৷ ক্ষুব্ধ হয়ে বৈঠক ছেড়েছিলেন রাজ্য সরকারের কর্তা-ব্যক্তিরা ৷

আদৌও পৌষমেলা হবে কিনা, তা নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোন বিবৃতি দেয়নি ৷ তাই বিকল্প পৌষমেলা করার উদ্যোগ নিল রাজ্য সরকার ৷ এদিন, শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের দফতরে একটি বৈঠক করেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। ছিলেন বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, বোলপুর পৌরসভার কাউন্সিলররা ৷

অনিশ্চিত ঐতিহ্যবাহী পৌষমেলা ! বিকল্প মেলার উদ্যোগ রাজ্য সরকারের

আরও পড়ুন: পৌষমেলার মাঠ দিতে নারাজ বিশ্বভারতী, লিখিত দিতে নির্দেশ হাইকোর্টের

বৈঠক শেষে মন্ত্রী জানান, শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানেই হবে বিকল্প পৌষমেলা ৷ সহযোগিতা করবে বোলপুর পৌরসভা ও বাংলা সংস্কৃতি মঞ্চ ৷ অর্থাৎ, বোলপুর ডাকবাংলো মাঠে বিকল্প মেলা করার প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার ৷

বোলপুর, 3 ডিসেম্বর: পৌষমেলা নিয়ে মুখে কুলুপ বিশ্বভারতীর ৷ তাই বিকল্প পৌষমেলা করার উদ্যোগ নিল রাজ্য সরকার (State Government Take Initiative to Organised Alternative Poushmela)। এই মর্মে এদিন মহকুমা শাসক, পৌরসভাকে নিয়ে বৈঠক করেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷ শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের উদ্যোগেই সকলের সহযোগিতা নিয়ে বোলপুর ডাকবাংলো মাঠে হবে বিকল্প পৌষমেলা, জানালেন মন্ত্রী ৷ সেইমতো বিকল্প মাঠে মেলা করার প্রস্তুতি শুরু করেছে প্রশাসন ৷

2019 শেষবার শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে হয়েছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পৌষমেলা ৷ কোভিড পরিস্থিতির জন্য 2020 বন্ধ ছিল মেলা ৷ 2021 পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সকলেই চেয়েছিল ছোট করে হলেও মেলাটি হোক ৷ কিন্তু তাতে সায় দেননি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ সেবারই বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে বোলপুর ডাকবাংলো মাঠে হয় বিকল্প একটি মেলা ৷

এবার আগের মতো পৌষমেলা করার জন্য রাজ্য সরকারের সহযোগিতা চেয়ে চিঠি দেন বিশ্বভারতীর উপাচার্য। মেলা সংক্রান্ত আলোচনার জন্য একটি বৈঠকও ডাকেন তিনি ৷ সেইমতো বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূমের জেলাশাসক, পুলিশ আধিকারিক, বোলপুর পৌর কর্তৃপক্ষ ৷ কিন্তু নিজে বৈঠক ডেকে সেখানে গরহাজির ছিলেন খোদ উপাচার্য ৷ ক্ষুব্ধ হয়ে বৈঠক ছেড়েছিলেন রাজ্য সরকারের কর্তা-ব্যক্তিরা ৷

আদৌও পৌষমেলা হবে কিনা, তা নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোন বিবৃতি দেয়নি ৷ তাই বিকল্প পৌষমেলা করার উদ্যোগ নিল রাজ্য সরকার ৷ এদিন, শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের দফতরে একটি বৈঠক করেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। ছিলেন বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, বোলপুর পৌরসভার কাউন্সিলররা ৷

অনিশ্চিত ঐতিহ্যবাহী পৌষমেলা ! বিকল্প মেলার উদ্যোগ রাজ্য সরকারের

আরও পড়ুন: পৌষমেলার মাঠ দিতে নারাজ বিশ্বভারতী, লিখিত দিতে নির্দেশ হাইকোর্টের

বৈঠক শেষে মন্ত্রী জানান, শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানেই হবে বিকল্প পৌষমেলা ৷ সহযোগিতা করবে বোলপুর পৌরসভা ও বাংলা সংস্কৃতি মঞ্চ ৷ অর্থাৎ, বোলপুর ডাকবাংলো মাঠে বিকল্প মেলা করার প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.