ETV Bharat / state

রিকশায় চড়ে গীতাঞ্জলিতে "লগান" দেখতে গিয়েছিলেন সৌমিত্র

শান্তিনিকেতনের সঙ্গে সৌমিত্রের সম্পর্ক ছিল অতি নিবিড় ।

9552394রিকশায় চড়ে গীতাঞ্জলিতে "লগান" দেখতে গিয়েছিলেন সৌমিত্র
9552394রিকশায় চড়ে গীতাঞ্জলিতে "লগান" দেখতে গিয়েছিলেন সৌমিত্র
author img

By

Published : Nov 15, 2020, 10:17 PM IST

শান্তিনিকেতন, 15 নভেম্বর : শান্তিনিকেতন ছিল তাঁর দ্বিতীয় বাড়ির মতো । শতাধিক সিনেমার শুটিং করেছেন এখানে । রিকশায় চড়ে আর পাঁচটা মানুষের মতোই আমির খানের "লগান" সিনেমা দেখতে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে গিয়েছিলেন । বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তাঁকে 'দেশিকোত্তম' সম্মানে সম্মানিত করেছেন । সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে স্মৃতির পাতায় ডুব দিলেন বিশ্বভারতীয় প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন ও রবীন্দ্রভবনের প্রাধিকারিক তথা কবি নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় ।

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কাছে এক অন্য আবেগ, অন্য শ্রদ্ধার মানুষ ছিলেন । গীতবিতানের সূত্রে শান্তিনিকেতনের সঙ্গে সৌমিত্রের সম্পর্ক ছিল অতি নিবিড় । শান্তিনিকেতনে এলে সাধারণ মানুষের মতোই ঘুরে বেড়াতেন আম্রকুঞ্জ, শালবীথি, আমারকুটির, কোপাই, খোয়াই, প্রান্তিকের আনাচে-কানাচে । কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের বর্ণময় জীবনের অধিকাংশ শুটিং হয়েছে শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় । বিশ্বভারতীর রবীন্দ্রভবনের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল । প্রায় সময় রবীন্দ্রভবনে আসতেন তিনি ।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে ডুব দিল শান্তিনিকেতন
বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন বলেন,"শান্তিনিকেতনের সঙ্গে তার সম্পর্ক একদম পারিবারিক ছিল । লতা মঙ্গেশকরের পর অভিনয় জগতের মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায়কে "দেশিকোত্তম" সম্মান দেওয়া হয়েছিল । বহুবার রবীন্দ্রভবনে এসেছেন । আমার সঙ্গে কথা হয়েছে ।" রবীন্দ্রভবনের প্রাধিকারিক তথা কবি নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, "ওনার সঙ্গে বিভিন্ন কাজ করার সুযোগ পেয়েছি । এত সহজ-সরল মানুষ ছিলেন যে হঠাৎ একদিন বিকেলে বললেন, চল সিনেমা দেখে আসি । রিকশায় চড়ে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে "লাগান" সিনেমা দেখতে গেছিলাম ।"

শান্তিনিকেতন, 15 নভেম্বর : শান্তিনিকেতন ছিল তাঁর দ্বিতীয় বাড়ির মতো । শতাধিক সিনেমার শুটিং করেছেন এখানে । রিকশায় চড়ে আর পাঁচটা মানুষের মতোই আমির খানের "লগান" সিনেমা দেখতে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে গিয়েছিলেন । বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তাঁকে 'দেশিকোত্তম' সম্মানে সম্মানিত করেছেন । সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে স্মৃতির পাতায় ডুব দিলেন বিশ্বভারতীয় প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন ও রবীন্দ্রভবনের প্রাধিকারিক তথা কবি নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় ।

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কাছে এক অন্য আবেগ, অন্য শ্রদ্ধার মানুষ ছিলেন । গীতবিতানের সূত্রে শান্তিনিকেতনের সঙ্গে সৌমিত্রের সম্পর্ক ছিল অতি নিবিড় । শান্তিনিকেতনে এলে সাধারণ মানুষের মতোই ঘুরে বেড়াতেন আম্রকুঞ্জ, শালবীথি, আমারকুটির, কোপাই, খোয়াই, প্রান্তিকের আনাচে-কানাচে । কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের বর্ণময় জীবনের অধিকাংশ শুটিং হয়েছে শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় । বিশ্বভারতীর রবীন্দ্রভবনের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল । প্রায় সময় রবীন্দ্রভবনে আসতেন তিনি ।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে ডুব দিল শান্তিনিকেতন
বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন বলেন,"শান্তিনিকেতনের সঙ্গে তার সম্পর্ক একদম পারিবারিক ছিল । লতা মঙ্গেশকরের পর অভিনয় জগতের মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায়কে "দেশিকোত্তম" সম্মান দেওয়া হয়েছিল । বহুবার রবীন্দ্রভবনে এসেছেন । আমার সঙ্গে কথা হয়েছে ।" রবীন্দ্রভবনের প্রাধিকারিক তথা কবি নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, "ওনার সঙ্গে বিভিন্ন কাজ করার সুযোগ পেয়েছি । এত সহজ-সরল মানুষ ছিলেন যে হঠাৎ একদিন বিকেলে বললেন, চল সিনেমা দেখে আসি । রিকশায় চড়ে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে "লাগান" সিনেমা দেখতে গেছিলাম ।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.