ETV Bharat / state

Durga Puja 2021 : শিল্পের ছোঁয়া সোনাঝুরির হীরালিনী দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ - durga pujo

একটু নিরিবিলিতে পুজো উপভোগ করতে চান ? তাহলে বীরভূমের এই পুজো আপনার এবারের গন্তব্য হতেই পারে ৷ চেনা ছকের বাইরে এখানকার পুজো আপনার মনে অন্যরকম আনন্দ এনে দেবে ৷ সোনাঝুরির মন ভাল করা পরিবেশ আর সবুজের সমারোহে জঙ্গলের মাঝে এই পুজো আপনার চঞ্চল মনকে শান্ত করে দেবে ৷ সেই পুজোর সন্ধানে ইটিভি ভারত ৷

বীরভূমের সোনাঝুরির হীরালিনী দুর্গোৎসব
বীরভূমের সোনাঝুরির হীরালিনী দুর্গোৎসব
author img

By

Published : Oct 8, 2021, 3:30 PM IST

শান্তিনিকেতন, 8 অক্টোবর : সোনাঝুরি জঙ্গলের এই পুজো হীরালিনী দুর্গোৎসব নামে পরিচিত ৷ অনেকে আবার সোনাঝুরির দুর্গাপুজোও বলে থাকেন ৷ 21 বছরের পুরোনো এই পুজোর আকর্ষণ আর পাঁচটা পুজোর থেকে অনেকাংশে বেশি । ছিমছাম মণ্ডপের প্রতিটি কোনায় রয়েছে শিল্পের অসাধারণ নিদর্শন ৷ দশাবতার থেকে শুরু করে বিভিন্ন কাঠের কারুকার্য ৷ তবে সবটাই ভীষণ সাধারণ, সাদামাটা ৷

2001 সালে শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলে শৈল্পিক দুর্গাপূজার সূচনা করেন প্রয়াত শিল্পী বাঁধন দাস । তাঁর অবর্তমানে এখন তাঁরই ছাত্র শিল্পী আশিস ঘোষের হাত ধরে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই পুজোর আয়োজন করে থাকেন । আর পাঁচটা পুজোর মতো এই পুজোয় নেই কোনও আদি রীতি রেওয়াজ । নেই আকর্ষণীয় জাঁকজমক মণ্ডপ । হয় না প্রথা মেনে পুজো । এখানে শুধুই রয়েছে শিল্পের ছোঁয়া । আর তাই অন্যান্য পুজোর থেকে সোনাঝুরি জঙ্গলের একেবারে সাদামাটা হীরালিনী দুর্গাপুজোর আকর্ষণ মানুষজনের কাছে অনেক বেশি ।

হীরালিনী দুর্গোৎসবের মাতৃমূর্তি
হীরালিনী দুর্গোৎসবের মাতৃমূর্তি

আরও পড়ুন : Durga Puja 2021 : প্রজাদের মঙ্গল কামনায় দাঁতনের দাস মহাপাত্র বাড়িতে আজও হয় মহামারি পুজো

সোনাঝুরির এই জঙ্গল লাগোয়া রয়েছে আদিবাসী অধ্যুষিত একাধিক গ্রাম ৷ বনেরপুকুর ডাঙা, ফুলডাঙা, বল্লভপুর ডাঙা ও সরকার ডাঙা নামে প্রভৃতি গ্রামের আদিবাসী মানুষজনই এই পুজোর সমস্ত আয়োজন করে থাকেন । পুজোর চারদিন আদিবাসী নৃত্য ও স্থানীয় সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠান হয় ।

2001 সালে পুজো শুরু করার সময় দেবীর হাতে অস্ত্র থাকলেও, 2002 সালে আমেরিকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিস্ফোরণে বিশ্বজুড়ে সন্ত্রাসের নগ্ন রূপ বেরিয়ে আসে । তাই সেই বছর থেকে বিশ্ব শান্তির বার্তা দিতে শিল্পী বাঁধন দাস দেবীর হাতে অস্ত্রের বদলে পদ্মফুল দেন । সে বছরই প্রয়াত হন তিনি । তারপর থেকে এই পুজোর হাল ধরেন তাঁরই ছাত্র শিল্পী আশিস ঘোষ । 20 বছর পেরিয়ে গেলেও এখনও এখানে মা দুর্গা ও তাঁর সন্তানদের হাতে অস্ত্রের বদলে পদ্মফুলই শোভা পায় ৷ এ বছর ফাইবার দিয়ে প্রতিমা নির্মাণ করা হয়েছে । মণ্ডপে কাঠ দিয়ে কারুকার্য করা হয়েছে । প্রতিমার চতুর্দিকে কাঠের নকশার দশাবতার শোভা পাচ্ছে ।

বীরভূমের সোনাঝুরির হীরালিনী দুর্গোৎসব
পুজোর বিষয়ে শিল্পী আশিস ঘোষ বলেন, "আমার শিক্ষক শিল্পী বাঁধন দাস এই পুজোর সূচনা করেছিলেন । বর্তমানে আদিবাসী মানুষজনের সহযোগিতায় আমরা এই পুজো চালিয়ে আসছি । আর পাঁচটা পুজোর থেকে সম্পূর্ণ আলাদা এই পুজো । তাই মানুষজন খুব উৎসাহের সঙ্গে এখানে আসেন । আমরা তো আর চাঁদা তুলি না । তাই জাঁকজমক কিছু নেই, শিল্পকর্মই শোভা পায় সোনাঝুরি জঙ্গলের এই পুজোয় ।"

আরও পড়ুন : Durga Puja Special : রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠিত পুজো এবার 351 বছরে পা দিল

শান্তিনিকেতন, 8 অক্টোবর : সোনাঝুরি জঙ্গলের এই পুজো হীরালিনী দুর্গোৎসব নামে পরিচিত ৷ অনেকে আবার সোনাঝুরির দুর্গাপুজোও বলে থাকেন ৷ 21 বছরের পুরোনো এই পুজোর আকর্ষণ আর পাঁচটা পুজোর থেকে অনেকাংশে বেশি । ছিমছাম মণ্ডপের প্রতিটি কোনায় রয়েছে শিল্পের অসাধারণ নিদর্শন ৷ দশাবতার থেকে শুরু করে বিভিন্ন কাঠের কারুকার্য ৷ তবে সবটাই ভীষণ সাধারণ, সাদামাটা ৷

2001 সালে শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলে শৈল্পিক দুর্গাপূজার সূচনা করেন প্রয়াত শিল্পী বাঁধন দাস । তাঁর অবর্তমানে এখন তাঁরই ছাত্র শিল্পী আশিস ঘোষের হাত ধরে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই পুজোর আয়োজন করে থাকেন । আর পাঁচটা পুজোর মতো এই পুজোয় নেই কোনও আদি রীতি রেওয়াজ । নেই আকর্ষণীয় জাঁকজমক মণ্ডপ । হয় না প্রথা মেনে পুজো । এখানে শুধুই রয়েছে শিল্পের ছোঁয়া । আর তাই অন্যান্য পুজোর থেকে সোনাঝুরি জঙ্গলের একেবারে সাদামাটা হীরালিনী দুর্গাপুজোর আকর্ষণ মানুষজনের কাছে অনেক বেশি ।

হীরালিনী দুর্গোৎসবের মাতৃমূর্তি
হীরালিনী দুর্গোৎসবের মাতৃমূর্তি

আরও পড়ুন : Durga Puja 2021 : প্রজাদের মঙ্গল কামনায় দাঁতনের দাস মহাপাত্র বাড়িতে আজও হয় মহামারি পুজো

সোনাঝুরির এই জঙ্গল লাগোয়া রয়েছে আদিবাসী অধ্যুষিত একাধিক গ্রাম ৷ বনেরপুকুর ডাঙা, ফুলডাঙা, বল্লভপুর ডাঙা ও সরকার ডাঙা নামে প্রভৃতি গ্রামের আদিবাসী মানুষজনই এই পুজোর সমস্ত আয়োজন করে থাকেন । পুজোর চারদিন আদিবাসী নৃত্য ও স্থানীয় সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠান হয় ।

2001 সালে পুজো শুরু করার সময় দেবীর হাতে অস্ত্র থাকলেও, 2002 সালে আমেরিকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিস্ফোরণে বিশ্বজুড়ে সন্ত্রাসের নগ্ন রূপ বেরিয়ে আসে । তাই সেই বছর থেকে বিশ্ব শান্তির বার্তা দিতে শিল্পী বাঁধন দাস দেবীর হাতে অস্ত্রের বদলে পদ্মফুল দেন । সে বছরই প্রয়াত হন তিনি । তারপর থেকে এই পুজোর হাল ধরেন তাঁরই ছাত্র শিল্পী আশিস ঘোষ । 20 বছর পেরিয়ে গেলেও এখনও এখানে মা দুর্গা ও তাঁর সন্তানদের হাতে অস্ত্রের বদলে পদ্মফুলই শোভা পায় ৷ এ বছর ফাইবার দিয়ে প্রতিমা নির্মাণ করা হয়েছে । মণ্ডপে কাঠ দিয়ে কারুকার্য করা হয়েছে । প্রতিমার চতুর্দিকে কাঠের নকশার দশাবতার শোভা পাচ্ছে ।

বীরভূমের সোনাঝুরির হীরালিনী দুর্গোৎসব
পুজোর বিষয়ে শিল্পী আশিস ঘোষ বলেন, "আমার শিক্ষক শিল্পী বাঁধন দাস এই পুজোর সূচনা করেছিলেন । বর্তমানে আদিবাসী মানুষজনের সহযোগিতায় আমরা এই পুজো চালিয়ে আসছি । আর পাঁচটা পুজোর থেকে সম্পূর্ণ আলাদা এই পুজো । তাই মানুষজন খুব উৎসাহের সঙ্গে এখানে আসেন । আমরা তো আর চাঁদা তুলি না । তাই জাঁকজমক কিছু নেই, শিল্পকর্মই শোভা পায় সোনাঝুরি জঙ্গলের এই পুজোয় ।"

আরও পড়ুন : Durga Puja Special : রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠিত পুজো এবার 351 বছরে পা দিল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.