ETV Bharat / state

Soil Mafia: মাটি মাফিয়ার নজরে সোনাঝুরি জঙ্গল, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য - মাটি মাফিয়া দৌরাত্ম্যে ধ্বংস সোনাঝুড়ি জঙ্গল

মাটি মাফিয়াদের নজরে সোনাঝুড়ি জঙ্গল ৷ রাতের অন্ধকারে জঙ্গল থেকে মাটি থেকে চলছে পাচার (Soil Mafia in Birbhum) ৷ আলগা হচ্ছে গাছের শিকড় ৷ পুলিশ ও বন দফতরকে বিষয়টি জানলেও নিশ্চুপ ৷ অভিযোগ এলাকাবাসীর ৷

Soil Mafia
মাটি মাফিয়ার নজরে সোনাঝুরি জঙ্গল
author img

By

Published : Nov 18, 2022, 10:55 PM IST

শান্তিনিকেতন, 18 নভেম্বর: এবার মাটি মাফিয়াদের কোপে শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল (Soil Mafia violance in Birbhum)। রাতের অন্ধকারে জঙ্গল থেকে লাল মাটি কেটে চলছে পাচার ৷ তার জেরে গাছের গোড়া আলগা হয়ে শিকড় বাইরে বেরিয়ে আসছে ৷ আর সব জেনেও নীরব বন দফতর ও পুলিশ প্রশাসন ৷ এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

শান্তিনিকেতনের অন্যতম পর্যটন কেন্দ্র সোনাঝুরির জঙ্গল ৷ সোনাঝুরি, শাল, সেগুন, ইউক্যালিপটাস গাছে ঘেরা মনোরম পরিবেশ মানুষজনকে আকৃষ্ট করে ৷ অভিযোগ, এই জঙ্গল থেকে রাতের অন্ধকারে লাল কাঁকুরে মাটি কেটে পাচার করছে মাটি মাফিয়ারা। তার জেরেই বড় বড় গাছের গোড়া আলগা হয়ে যাচ্ছে ৷ বাইরে বেরিয়ে আসছে গাছের শেকড় ৷ একটু ঝড়ো হাওয়াতেই গাছগুলি উপড়ে পড়তে পারে ৷ পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে । এক কথায় এবার মাটি মাফিয়াদের কোপে সোনাঝুরি জঙ্গল ৷

Soil Mafia
মাটি মাফিয়ার নজরে সোনাঝুরি জঙ্গল

আরও পড়ুন: 1868 সালে লালবাজারের থেকেই দেশ শিখেছিল গোয়েন্দাগিরি

এই প্রসঙ্গেই স্থানীয় বাসিন্দা রাম সোরেন বলেন, "বন দফতর ও পুলিশের মদতেই সব হচ্ছে । মাটি মাফিয়ারা সোনাঝুরি, শাল বাগান থেকে রাতের অন্ধকারে মাটি কেটে নিয়ে যাচ্ছে । স্থানীয় কাউন্সিলর সব জেনেও কোনও ব্যবস্থা নিচ্ছে না।" যদিও এই ঘটনা অজানা বলে দাবি করেছেন বোলপুর পৌরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ ৷ এই ব্যাপারে তিনি বলেন, "যদি এমনটা হয়ে থাকে তবে ঠিক নয় ৷ কবিগুরুর স্মৃতিবিজড়িত এই সকল স্থান। আমি খোঁজ নিয়ে দেখছি ৷ সেরকম কিছু ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"

আরও পড়ুন: রাহুলের ভারত জোড়ো যাত্রায় বোমা বিস্ফোরণের হুমকি ইন্দোরে

প্রসঙ্গত, এটাই প্রথম নয়, এর আগে এই জঙ্গল থেকে গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগ উঠেছিল ৷ এমনকি, জঙ্গলের পরিবেশকে কৃত্রিম রূপ দিয়ে পর্যটকদের আরও আকৃষ্ট করতে গিয়ে নিন্দার মুখে পড়তে হয়েছিল প্রশাসনকে ৷

শান্তিনিকেতন, 18 নভেম্বর: এবার মাটি মাফিয়াদের কোপে শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল (Soil Mafia violance in Birbhum)। রাতের অন্ধকারে জঙ্গল থেকে লাল মাটি কেটে চলছে পাচার ৷ তার জেরে গাছের গোড়া আলগা হয়ে শিকড় বাইরে বেরিয়ে আসছে ৷ আর সব জেনেও নীরব বন দফতর ও পুলিশ প্রশাসন ৷ এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

শান্তিনিকেতনের অন্যতম পর্যটন কেন্দ্র সোনাঝুরির জঙ্গল ৷ সোনাঝুরি, শাল, সেগুন, ইউক্যালিপটাস গাছে ঘেরা মনোরম পরিবেশ মানুষজনকে আকৃষ্ট করে ৷ অভিযোগ, এই জঙ্গল থেকে রাতের অন্ধকারে লাল কাঁকুরে মাটি কেটে পাচার করছে মাটি মাফিয়ারা। তার জেরেই বড় বড় গাছের গোড়া আলগা হয়ে যাচ্ছে ৷ বাইরে বেরিয়ে আসছে গাছের শেকড় ৷ একটু ঝড়ো হাওয়াতেই গাছগুলি উপড়ে পড়তে পারে ৷ পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে । এক কথায় এবার মাটি মাফিয়াদের কোপে সোনাঝুরি জঙ্গল ৷

Soil Mafia
মাটি মাফিয়ার নজরে সোনাঝুরি জঙ্গল

আরও পড়ুন: 1868 সালে লালবাজারের থেকেই দেশ শিখেছিল গোয়েন্দাগিরি

এই প্রসঙ্গেই স্থানীয় বাসিন্দা রাম সোরেন বলেন, "বন দফতর ও পুলিশের মদতেই সব হচ্ছে । মাটি মাফিয়ারা সোনাঝুরি, শাল বাগান থেকে রাতের অন্ধকারে মাটি কেটে নিয়ে যাচ্ছে । স্থানীয় কাউন্সিলর সব জেনেও কোনও ব্যবস্থা নিচ্ছে না।" যদিও এই ঘটনা অজানা বলে দাবি করেছেন বোলপুর পৌরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ ৷ এই ব্যাপারে তিনি বলেন, "যদি এমনটা হয়ে থাকে তবে ঠিক নয় ৷ কবিগুরুর স্মৃতিবিজড়িত এই সকল স্থান। আমি খোঁজ নিয়ে দেখছি ৷ সেরকম কিছু ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"

আরও পড়ুন: রাহুলের ভারত জোড়ো যাত্রায় বোমা বিস্ফোরণের হুমকি ইন্দোরে

প্রসঙ্গত, এটাই প্রথম নয়, এর আগে এই জঙ্গল থেকে গাছ কেটে পাচার করে দেওয়ার অভিযোগ উঠেছিল ৷ এমনকি, জঙ্গলের পরিবেশকে কৃত্রিম রূপ দিয়ে পর্যটকদের আরও আকৃষ্ট করতে গিয়ে নিন্দার মুখে পড়তে হয়েছিল প্রশাসনকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.