ETV Bharat / state

অযোধ্যার রামমন্দির শিল্যানাসের জন্য তারাপীঠ থেকে পাঠানো হল মাটি ও জল - জীবিত কুণ্ড ও দ্বারকা নদীর জল

অযোধ্যায় রামমন্দির শিল্যানাসের জন্য যাচ্ছে তারাপীঠের জীবিত কুণ্ড ও দ্বারকা নদীর জল ৷ সে সঙ্গে পাঠানো হচ্ছে তারাপীঠ মহাশশ্মানের মাটিও ৷ এই উপলক্ষে বীরভূম জেলা হিন্দু পরিষদের পক্ষ থেকে তারাপীঠে এক যজ্ঞের আয়োজন করা হয় ৷

rammondir mahayagna at taraptih
তারাপীঠ থেকে পাঠানো হল মাটি ও জল
author img

By

Published : Jul 28, 2020, 4:11 PM IST

তারাপীঠ, 28 জুলাই: অযোধ্যায় রামমন্দির নির্মাণ উপলক্ষে মঙ্গলবার তারাপীঠে বীরভূম জেলা হিন্দু পরিষদের তরফ থেকে একটি যজ্ঞের আয়োজন করা হয়। এই মহাযজ্ঞ করে রামমন্দির নির্মাণের জন্য মাটি পুজো করা হয়। মাটি পুজো করার জন্য তারাপীঠের জীবিত কুণ্ড ও দ্বারকা নদীর জল আনা হয় । পাশাপাশি বাংলার অন্যতম শক্তিপিঠের তারাপীঠ মহাশ্মশানের মাটি দিয়ে পুজো করা হয়। এই পুজোর উপকরণ এবং এ দিনের মহাযজ্ঞের ভস্য পিতলের কলসিতে করে পাঠান হবে অযোধ্যায়। সেখানে আগামী 5 অগাস্ট রামমন্দির নির্মাণ কাজে এই উপকরণগুলি ব্যবহৃত হবে ৷

রামমন্দির শিল্যানাসের জন্য তারাপীঠ থেকে পাঠানো হল মাটি ও জল
শীর্ষ আদালতের রায়, অযোধ্যার রামমন্দিরের জট খুলে দেওয়ার পর এবার নতুন করে মন্দির তৈরি করার পালা। আগামী 5 অগাস্ট রামমন্দির তৈরির শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে রামমন্দির প্রতিষ্ঠা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাচ্ছে ইট,মাটি, জল ইত্যাদি। ঠিক তেমনি বীরভূমের সিদ্ধপীঠ তারাপীঠ থেকে মহাযজ্ঞ করে অযোধ্যায় পাঠানো হল জল ও মাটি । বিশ্বহিন্দু পরিষদের সেন্ট্রাল কমিটির সদস্য স্বামী প্রজ্ঞানন্দ গিরি বলেন, "রামমন্দির নির্মাণ প্রকল্পে মঙ্গলবার বিশ্বহিন্দু পরিষদের তরফ থেকে তারাপীঠে মহাযজ্ঞের আয়োজন করা হয়। বীরভূমের পবিত্র স্থান ও নদী যেমন দ্বারকা নদী, ব্রাহ্মণী নদীর জল এবং তারাপীঠ মহাশ্মশানের মাটি, নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান বীরচন্দ্রপুরের মাটি, তারাপীঠের পবিত্র জীবত কুণ্ডের জল নিয়ে একটি কলসের মধ্যে অযোধ্যা পাঠানো হবে ৷ বিশ্ব মানবজাতির কল্যাণের জন্য আজ তারাপীঠে এই মহাযজ্ঞ করা হল।"

তারাপীঠ, 28 জুলাই: অযোধ্যায় রামমন্দির নির্মাণ উপলক্ষে মঙ্গলবার তারাপীঠে বীরভূম জেলা হিন্দু পরিষদের তরফ থেকে একটি যজ্ঞের আয়োজন করা হয়। এই মহাযজ্ঞ করে রামমন্দির নির্মাণের জন্য মাটি পুজো করা হয়। মাটি পুজো করার জন্য তারাপীঠের জীবিত কুণ্ড ও দ্বারকা নদীর জল আনা হয় । পাশাপাশি বাংলার অন্যতম শক্তিপিঠের তারাপীঠ মহাশ্মশানের মাটি দিয়ে পুজো করা হয়। এই পুজোর উপকরণ এবং এ দিনের মহাযজ্ঞের ভস্য পিতলের কলসিতে করে পাঠান হবে অযোধ্যায়। সেখানে আগামী 5 অগাস্ট রামমন্দির নির্মাণ কাজে এই উপকরণগুলি ব্যবহৃত হবে ৷

রামমন্দির শিল্যানাসের জন্য তারাপীঠ থেকে পাঠানো হল মাটি ও জল
শীর্ষ আদালতের রায়, অযোধ্যার রামমন্দিরের জট খুলে দেওয়ার পর এবার নতুন করে মন্দির তৈরি করার পালা। আগামী 5 অগাস্ট রামমন্দির তৈরির শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে রামমন্দির প্রতিষ্ঠা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাচ্ছে ইট,মাটি, জল ইত্যাদি। ঠিক তেমনি বীরভূমের সিদ্ধপীঠ তারাপীঠ থেকে মহাযজ্ঞ করে অযোধ্যায় পাঠানো হল জল ও মাটি । বিশ্বহিন্দু পরিষদের সেন্ট্রাল কমিটির সদস্য স্বামী প্রজ্ঞানন্দ গিরি বলেন, "রামমন্দির নির্মাণ প্রকল্পে মঙ্গলবার বিশ্বহিন্দু পরিষদের তরফ থেকে তারাপীঠে মহাযজ্ঞের আয়োজন করা হয়। বীরভূমের পবিত্র স্থান ও নদী যেমন দ্বারকা নদী, ব্রাহ্মণী নদীর জল এবং তারাপীঠ মহাশ্মশানের মাটি, নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান বীরচন্দ্রপুরের মাটি, তারাপীঠের পবিত্র জীবত কুণ্ডের জল নিয়ে একটি কলসের মধ্যে অযোধ্যা পাঠানো হবে ৷ বিশ্ব মানবজাতির কল্যাণের জন্য আজ তারাপীঠে এই মহাযজ্ঞ করা হল।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.