কাঁকরতলা (বীরভূম), 10 জুন : 20 টি সকেট বোমা উদ্ধার হল বীরভূমে ৷ উদ্ধার করল বীরভূমের কাঁকরতলা থানার পুলিশ ৷ জানা গিয়েছে, জঙ্গলের মধ্যে বোমাগুলি একটি ব্যাগের মধ্যে রাখা ছিল ৷ বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী বলেন, "ধৃতদের জেরা করেই বোমা উদ্ধার হয়েছে ।”
এখানে তিনি ধৃত বলে কাদের কথা বলতে চেয়েছেন ? পুলিশ সূত্রে খবর, গত 6 জুন সিউড়ি লাগোয়া জাতীয় সড়কে স্পেশাল টাস্ক ফোর্স ও বীরভূম পুলিশ যৌথ অভিযান চালায় । একটি ট্রাক আটক করে পিস্তল, ম্যাগাজিন, বিস্ফোরক উদ্ধার করে পুলিশ । দু’জনকে আটকও করা হয় ৷ তাদের জেরা করেই বীরভূম-ঝাড়খণ্ড সীমানার কাঁকরতলায় এই সকেট বোমার হদিশ মিলেছে ৷
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে অভিযান চালানো হয় ৷ কাঁকরতলা থানার সাহাপুরে বড়া শাসমন ঘাটের পিছনে তাজা সকেট বোমাগুলি পড়েছিল । বোলপুর থেকে সিআইডি-র বম্ব স্কোয়াড গিয়ে ওই বোমাগুলি নিষ্ক্রিয় করে ৷
আরও পড়ুন : Newtown Shoot-out: নিউটাউনে নিহত 2 গ্যাংস্টারের ফ্ল্য়াটের মালিককে তলব তদন্তকারীদের
যে দুই দুষ্কৃতী এই বোমা উদ্ধারের ঘটনায় পুলিশকে তথ্য দিয়েছে, তাদের জেরা করেই নিউটাউনে লুকিয়ে থাকা দুই দুষ্কৃতীর সন্ধান পায় এসটিএফ ৷ তার পর তাদের ধরতে যায় বুধবার দুপুরে ৷ কিন্তু পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে ওই দু‘জনের মৃত্যু হয়েছে ৷ তাই ওই দুষ্কৃতীকে জেরা করা হচ্ছে এই নিয়ে আরও তথ্য জানার জন্য ৷ এমনটাই পুলিশ সূত্রে খবর ৷