সিউড়ি, 13 জুন: দিনের আলোয় সিউড়ির রাষ্ট্রয়ত্ত ব্যাংকের একটি শাখায় দুঃসাহসিক ডাকাতি ৷ আজ সকাল 10টার সময় ব্যাংক খুলতেই 6 দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ভিতরে ঢুকে পড়ে বলে জানা গিয়েছে ৷ অভিযোগ ব্যাংকের কর্মী এবং আধিকারিকদের শৌচালয়ে আটকে রেখে ব্যাংকে লুঠ চালিয়েছে ওই 6 দুষ্কৃতী ৷ প্রাথমিক তদন্তের পর ব্যাংক আধিকারিকদের দাবি, প্রায় 25 লক্ষ টাকা এবং একটি হার্ডডিস্ক নিয়ে গিয়েছে দুষ্কৃতী দল ৷ বীরভূমের পুলিশ সুপারের নেতৃত্বে বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে ৷ তাঁর নেতৃত্বে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ খতিয়ে দেখা হচ্ছে ব্যাংকের ভিতরের ও বাইরের সিসিটিভি ফুটেজ ৷
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল 10টায় ব্যাংক খোলার কয়েক মিনিট পরেই 6 জন দুষ্কৃতী ব্যাংকের ভিতরে ঢোকে ৷ সেই সময় ব্যাংকে কোনও গ্রাহক ছিল না ৷ ভিতরে ঢুকেই দুষ্কৃতীরা ব্যাংকের কর্মী ও আধিকারিকদের আগ্নেয়াস্ত্রের নিশানায় নিয়ে নেয় ৷ এরপর সকলের মোবাইল ফোন কেড়ে নিয়ে, ব্যাংকের শৌচালয়ে আটকে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় দুষ্কৃতীরা ৷ এরপর 15 মিনিট ব্যাংকের ভিতরে তাণ্ডব চালায় তারা ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, 25 লক্ষ টাকা লুঠ করেছে দুষ্কৃতীরা ৷ সেই সঙ্গে একটি হার্ডডিস্কও নিয়ে গিয়েছে ওই 6 ডাকাত ৷ জানা গিয়েছে, ডাকাতরা ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করেছিল ৷ কিন্তু, তা অত্যাধুনিক হওয়ায় ব্যর্থ হয় তারা ৷
পুলিশকে ব্যাংকের আধিকারিকরা জানিয়েছেন, সকাল 10 নাগাদ সবে ব্যাংক খুলেছিল ৷ ফলে কোনও গ্রাহক ভিতরে ছিল না ৷ ব্যাংকের কর্মীরা কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন ৷ সেই সময়ই 6 জন আগ্নেয়াস্ত্র হাতে ভিতরে ঢুকে পড়ে ৷ পুলিশ পুরো ঘটনায় ব্যাংকের ভিতরের ও বাইরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ৷ পাশাপাশি, রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে ৷ কারণ, ওই দুষ্কৃতীরা কোনও গাড়ি বা বাইকে সেখানে গিয়েছিল কিনা, কোন দিক থেকে এসেছিল ? ডাকাতির পর কোনদিকে পালিয়ে যায় ? এসব তথ্য জোগাড় করছে পুলিশ ৷
আরও পড়ুন: ব্যারাকপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতার 2
ব্যাংকে প্রবেশের মুখে থাকা সিসিটিভি ফুটেজে 6 দুষ্কৃতীকে দেখা গিয়েছে ৷ যাতে কেউ সন্দেহ না করে, তার জন্য আর 10 জন গ্রাহকের মতো খুব স্বাভাবিকভাবে ব্যাংকে প্রবেশ করে দুষ্কৃতীরা ৷ এমনকি একজন ব্যাংকের বাইরে নজরদারির জন্য দাঁড়িয়ে ছিল ৷ আর কেউ মুখ ঢাকা অবস্থায় ছিল না ৷ ডাকাতির খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ পরে বীরভূমের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় নিজে ঘটনাস্থলে যান ৷ তিনি জানিয়েছেন, তদন্ত চলছে ৷ সবদিক খতিয়ে দেখে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ৷
আরও পড়ুন: সোনার দোকানের পিছনের দেওয়াল কেটে দুঃসাহসিক চুরি দত্তপুকুরে
কিন্তু, এই ঘটনায় ব্যাংকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে গ্রাহকরা ৷ ব্যাংকের পাশাপাশি সিউড়ির নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে ৷ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিরাপত্তায় যে বিস্তর ফাঁক রয়েছে, তা এ দিনের ঘটনার পর স্পষ্ট ৷ তবে, পুলিশের তরফে আশ্বাস দিয়ে জানানো হয়েছে, দুষ্কৃতীদের মুখ ক্যামেরায় ধরা পড়ায়, খুব দ্রুত তাদের খোঁজ পাওয়া সম্ভব হবে ৷