শান্তিনিকেতন, 31 অগস্ট : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচিতে পড়ুয়াদের সমর্থনে বোলপুরের রাস্তায় মিছিল করল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই ৷ এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এবং ঐশী ঘোষের নেতৃত্বে এই মিছিল হয় ৷ যে মিছিলে হাঁটতে দেখা গেল অভিনেতা বাদশা মৈত্রকেও । তবে, তিনি অভিনেতা নন, একজন বামকর্মী হিসেবে এই মিছিলে যোগ দিয়েছিলেন ৷ এনিয়ে বাদশা জানান, এই উপাচার্যের সময় ছাত্র-শিক্ষক সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে ৷ মিছিল শেষে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে শান্তিনিকেতন রোড অবরোধ করে বাম ছাত্র সংগঠন এসএফআই ৷
গত এক বছরে প্রায় 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে অর্থনীতি বিভাগের দুই ছাত্র ও সঙ্গীতভবনের এক ছাত্রীকে ছয় মাসের জন্য সাসপেন্ড করা হয় ৷ পরে সেই সাসপেনশন আরও তিন মাস বাড়িয়ে দেন তিনি ৷ এই সময়ের মধ্যে ওই তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ এর পরেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা এবং অধ্যাপকদের একটি বড় অংশ ৷ যার প্রতিবাদে কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ দেখান অধ্যাপক এবং পড়ুয়ারা ৷ এমনকি প্রতিবাদে 27 অগস্ট রাত থেকে বিশ্বভারতীর উপাচার্যের বাসভবন পূর্বিতা ঘেরাও করা হয় ৷
আরও পড়ুন : Dhupguri : ভ্যাকসিন নিতে প্রবল হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে আহত 30
বিক্ষোভ চলাকালীন দফায় দফায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পড়ুয়াদের ৷ সেই অবস্থান বিক্ষোভে ইতিমধ্যে সামিল হয়েছে বোলপুর ব্যবসায়ী সমিতি ৷ এ দিন সকাল থেকে ব্যানার পোস্টার নিয়ে তাঁরা উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ এদিন বোলপুর স্টেশন থেকে শান্তিনিকেতন রোড হয়ে বাম ছাত্র সংগঠনের মিছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কার্যালয়ের গেট পর্যন্ত যায় ৷ উপাচার্যের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মিছিল বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে পৌঁছায় ৷ সেখানে পথসভা করা হয় । পরে সেখানেই রাস্তায় বসে পড়ে অবরোধ করা হয় ৷
আরও পড়ুন : University of Calcutta Result : কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকেও 100 শতাংশ পাশ