ETV Bharat / state

Visva Bharati Agitation: উপাচার্যের বাসভবনের গেট টপকানোর চেষ্টা, বিশ্বভারতীতে এসএফআই-নিরাপত্তারক্ষী ধস্তাধস্তি

বুধবার সন্ধ্যায় মশাল মিছিলের পর বৃহস্পতিবার উপাচার্যের বাসভবনের গেট টপকানো নিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়াল বাম ছাত্র সংগঠন এসএফআই(Visva Bharati Agitation)৷

ETV Bharat
বিশ্বভারতীতে এসএফআইয়ের বিক্ষোভ
author img

By

Published : Dec 8, 2022, 5:19 PM IST

শান্তিনিকেতন, 8 ডিসেম্বর: নতুন করে উত্তেজনা বিশ্বভারতীতে ৷ এসএফআইয়ের রাজ্য নেতৃত্ব বৃহস্পতিবার উপাচার্যের বাসভবনের গেটের কাছে বিক্ষোভ দেখাতে থাকে (SFI Scuffle with Security Guards While Overlap on Vice Chancellors Residence Gate)। তাঁর বাড়ির গেট টপকাতে যায় ছাত্রনেতারা ৷ ফের শুরু হয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি ।

16 দিন ধরে ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। গৃহবন্দি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । পূর্বপল্লিতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন পূর্বিতা থেকে 60 মিটার দূরে ধরনা মঞ্চ করে চলছে আন্দোলন ৷ বৃহস্পতিবার এসএফআইয়ের রাজ্য সহ-সভাপতি দেবাঞ্জন দে-র নেতৃত্বে অন্যান্য নেতারাও আসেন। আন্দোলনকারী পড়ুয়াদের নিয়ে উপাচার্যের বাসভবনের গেট টপকাতে যান তাঁরা ৷ বাধা দেয় নিরাপত্তারক্ষীরা ৷ শুরু হয় ধস্তাধস্তি ৷ নতুন করে উত্তেজনা ছড়ায় বিশ্বভারতীতে ৷

আরও পড়ুন : বিশ্বভারতীতে মশাল মিছিল, পড়ুয়া-নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তিতে উত্তেজনা

প্রসঙ্গত, 11 ডিসেম্বর বিশ্বভারতীতে সমাবর্তন । এদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়-সহ অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমনি ও রাজ্যপাল সিভি আনন্দ বোসের । ছাত্র আন্দোলন চললে কীভাবে সমাবর্তনে যোগ দেবেন উপাচার্য, সেই নিয়েই উঠছে প্রশ্ন।

বিশ্বভারতীতে এসএফআইয়ের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তি

এই বিষয়ে এসএফআই'য়ের রাজ্য সহ সভাপতি দেবাঞ্জন দে বলেন, "একজন উপাচার্য একাধিক বেআইনি গেট বসিয়ে রেখেছেন । ওনার সঙ্গে দেখা করা যায় না ৷ এই রকম একজন বেআইনি উপাচার্যের এখানে থাকার কোনও প্রয়োজন নেই ।"

আরও পড়ুন : বিশ্বভারতীর উপাচার্য বিজেপির দালাল ও ছাত্র বিরোধী, কটাক্ষ টিএমসিপি নেতা সুদীপ রাহার

শান্তিনিকেতন, 8 ডিসেম্বর: নতুন করে উত্তেজনা বিশ্বভারতীতে ৷ এসএফআইয়ের রাজ্য নেতৃত্ব বৃহস্পতিবার উপাচার্যের বাসভবনের গেটের কাছে বিক্ষোভ দেখাতে থাকে (SFI Scuffle with Security Guards While Overlap on Vice Chancellors Residence Gate)। তাঁর বাড়ির গেট টপকাতে যায় ছাত্রনেতারা ৷ ফের শুরু হয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি ।

16 দিন ধরে ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। গৃহবন্দি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । পূর্বপল্লিতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন পূর্বিতা থেকে 60 মিটার দূরে ধরনা মঞ্চ করে চলছে আন্দোলন ৷ বৃহস্পতিবার এসএফআইয়ের রাজ্য সহ-সভাপতি দেবাঞ্জন দে-র নেতৃত্বে অন্যান্য নেতারাও আসেন। আন্দোলনকারী পড়ুয়াদের নিয়ে উপাচার্যের বাসভবনের গেট টপকাতে যান তাঁরা ৷ বাধা দেয় নিরাপত্তারক্ষীরা ৷ শুরু হয় ধস্তাধস্তি ৷ নতুন করে উত্তেজনা ছড়ায় বিশ্বভারতীতে ৷

আরও পড়ুন : বিশ্বভারতীতে মশাল মিছিল, পড়ুয়া-নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তিতে উত্তেজনা

প্রসঙ্গত, 11 ডিসেম্বর বিশ্বভারতীতে সমাবর্তন । এদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়-সহ অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমনি ও রাজ্যপাল সিভি আনন্দ বোসের । ছাত্র আন্দোলন চললে কীভাবে সমাবর্তনে যোগ দেবেন উপাচার্য, সেই নিয়েই উঠছে প্রশ্ন।

বিশ্বভারতীতে এসএফআইয়ের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তি

এই বিষয়ে এসএফআই'য়ের রাজ্য সহ সভাপতি দেবাঞ্জন দে বলেন, "একজন উপাচার্য একাধিক বেআইনি গেট বসিয়ে রেখেছেন । ওনার সঙ্গে দেখা করা যায় না ৷ এই রকম একজন বেআইনি উপাচার্যের এখানে থাকার কোনও প্রয়োজন নেই ।"

আরও পড়ুন : বিশ্বভারতীর উপাচার্য বিজেপির দালাল ও ছাত্র বিরোধী, কটাক্ষ টিএমসিপি নেতা সুদীপ রাহার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.