ETV Bharat / state

স্কুল-কলেজের ফি মকুবের দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে SFI

জেলার শিক্ষার প্রতিষ্ঠানগুলির ফি মকুব এবং আদিবাসী ছাত্রাবাস সংস্কারের দাবিতে বীরভূম জেলার জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান-বিক্ষোভ করল SFI ছাত্র সংগঠন। পরে ছাত্র সংগঠনের তরফ থেকে সমস্ত দাবি জানিয়ে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় জেলা শাসকের হাতে।

Protest in birbhum
Protest in birbhum
author img

By

Published : Jul 2, 2020, 3:07 PM IST

সিউড়ি, 2 জুলাই: রাজ্যজুড়েই শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ফি মুকুবের দাবিতে সরব হয়েছে অভিভাবক থেকে শুরু করে বিভিন্নছাত্র প্রতিষ্ঠান। আজবীরভূম জেলার সিউড়িতে স্কুল-কলেজের ফি মকুবের দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনেঅবস্থান বিক্ষোভে বসল SFIছাত্র-ছাত্রীদের ফি মকুবের পাশাপাশি আদিবাসী ছাত্রাবাসগুলিরসংস্কারের দাবি তোলা হয় এই আন্দোলনে।

আজসকালে পোস্টার হাতে সিউড়ি শহরজুড়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করে SFIমিছিল শেষে তারা জেলাশাসকের দপ্তরেরসামনে অবস্থান-বিক্ষোভে বসে। বিক্ষোভ শেষে বিভিন্ন দাবি জানিয়ে জেলাশাসক মৌমিতাগোদারা বসুর হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় SFI-র পক্ষ থেকে।

আন্দোলনেরকারণ হিসেবে তারা জানায়, কোরোনা কারণেদীর্ঘদিন ধরে লকডাউন চলেছে। এর ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার।পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল-কলেজ যখন খুলবে, তখন পড়ুয়াদের ও ছাত্রাবাসের ফি মকুবকরতে হবে।

পাশাপাশি তারা জানান, বর্তমানে ছাত্রাবাসগুলির বেহাল অবস্থা। সেগুলিরঅবিলম্বে সংস্কার প্রয়োজন।

স্কুল-কলেজের ফি মকুবের দাবিতে জেলা শাসকেরদপ্তরের সামনে বিক্ষোভে SFI

সিউড়ি, 2 জুলাই: রাজ্যজুড়েই শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ফি মুকুবের দাবিতে সরব হয়েছে অভিভাবক থেকে শুরু করে বিভিন্নছাত্র প্রতিষ্ঠান। আজবীরভূম জেলার সিউড়িতে স্কুল-কলেজের ফি মকুবের দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনেঅবস্থান বিক্ষোভে বসল SFIছাত্র-ছাত্রীদের ফি মকুবের পাশাপাশি আদিবাসী ছাত্রাবাসগুলিরসংস্কারের দাবি তোলা হয় এই আন্দোলনে।

আজসকালে পোস্টার হাতে সিউড়ি শহরজুড়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করে SFIমিছিল শেষে তারা জেলাশাসকের দপ্তরেরসামনে অবস্থান-বিক্ষোভে বসে। বিক্ষোভ শেষে বিভিন্ন দাবি জানিয়ে জেলাশাসক মৌমিতাগোদারা বসুর হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় SFI-র পক্ষ থেকে।

আন্দোলনেরকারণ হিসেবে তারা জানায়, কোরোনা কারণেদীর্ঘদিন ধরে লকডাউন চলেছে। এর ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার।পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল-কলেজ যখন খুলবে, তখন পড়ুয়াদের ও ছাত্রাবাসের ফি মকুবকরতে হবে।

পাশাপাশি তারা জানান, বর্তমানে ছাত্রাবাসগুলির বেহাল অবস্থা। সেগুলিরঅবিলম্বে সংস্কার প্রয়োজন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.