ETV Bharat / state

SFI agitation at Visva Bharati: ক্যাম্পাস খোলার দাবিতে পাঁচিল টপকে বিশ্বভারতীতে ঢুকে বিক্ষোভ ছাত্রদের

ক্যাম্পাস খোলার দাবিতে পাঁচিল টপকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati university agitation) ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভ দেখালেন এসএফআইয়ের ছাত্ররা (SFI agitation at Visva Bharati)৷

sfi-agitation-at-visva-bharati-in-demand-to-open-university
ক্যাম্পাস খোলার দাবিতে পাঁচিল টপকে বিশ্বভারতীতে ঢুকে বিক্ষোভ ছাত্রদের
author img

By

Published : Jan 31, 2022, 2:37 PM IST

শান্তিনিকেতন, 31 জানুয়ারি: ফের ছাত্র বিক্ষোভ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (SFI agitation at Visva Bharati)। ক্যাম্পাস খোলার দাবিতে (demand for opening university) উপাচার্যকে ডেপুটেশন দিতে গিয়েছিলেন এসএফআই সমর্থিত বিশ্বভারতীর পড়ুয়ারা (Visva Bharati university agitation)৷ গেট বন্ধ থাকায় তারের বেড়া খুলে পাঁচিল টপকে ক্যাম্পাসের ভেতরে ঢুকে উপাচার্যের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা ।

স্কুল-কলেজ খোলার দাবিতে এ দিন রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে এসএফআই । সেই মতোই বিশ্বভারতীতে বিক্ষোভ দেখালেন এসএফআই সমর্থিত পড়ুয়ারা । কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ পরে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ডেপুটেশন দিতে যান তাঁরা ৷ তবে অভিযোগ, সেই সময় গেট আটকে পড়ুয়াদের ঢুকতে বাধা দেন নিরাপত্তারক্ষীরা । এরপরেই গেটের পাশের তারের বেড়া খুলে পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা ৷ এরপর উপাচার্যের দফতরের সামনে বিক্ষোভ চলতে থাকে ৷ আন্দোলনের জেরে কেন্দ্রীয় কার্যালয়ের দু দিকের গেট বন্ধ করে দেওয়া হয় ।

আরও পড়ুন: Student Agitation at Visva-Bharati : ছাত্র আন্দোলনে জের, বিজ্ঞপ্তি দিয়ে আংশিক খুলল বিশ্বভারতী

বিশ্বভারতীতে বিক্ষোভ ছাত্রদের

বিশ্বভারতীর এসএফআইয়ের রাজ্য কমিটির সদস্য সোমনাথ সাউ বলেন, "ক্যাম্পাস খোলার দাবিতে এ দিন আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম ৷ আমাদের গেট আটকে বাধা দেওয়া হচ্ছে ৷ তাই আমরা তার খুলে পাঁচিল টপকে ঢুকেছি ৷ এই উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমরা একের পর এক আন্দোলন চালিয়ে যাব ।"

আরও পড়ুন : Student Agitation at Visva-Bharati : ক্যাম্পাস খোলার দাবিতে ছাত্র আন্দোলন বিশ্বভারতীতে

শান্তিনিকেতন, 31 জানুয়ারি: ফের ছাত্র বিক্ষোভ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (SFI agitation at Visva Bharati)। ক্যাম্পাস খোলার দাবিতে (demand for opening university) উপাচার্যকে ডেপুটেশন দিতে গিয়েছিলেন এসএফআই সমর্থিত বিশ্বভারতীর পড়ুয়ারা (Visva Bharati university agitation)৷ গেট বন্ধ থাকায় তারের বেড়া খুলে পাঁচিল টপকে ক্যাম্পাসের ভেতরে ঢুকে উপাচার্যের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা ।

স্কুল-কলেজ খোলার দাবিতে এ দিন রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে এসএফআই । সেই মতোই বিশ্বভারতীতে বিক্ষোভ দেখালেন এসএফআই সমর্থিত পড়ুয়ারা । কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ পরে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ডেপুটেশন দিতে যান তাঁরা ৷ তবে অভিযোগ, সেই সময় গেট আটকে পড়ুয়াদের ঢুকতে বাধা দেন নিরাপত্তারক্ষীরা । এরপরেই গেটের পাশের তারের বেড়া খুলে পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা ৷ এরপর উপাচার্যের দফতরের সামনে বিক্ষোভ চলতে থাকে ৷ আন্দোলনের জেরে কেন্দ্রীয় কার্যালয়ের দু দিকের গেট বন্ধ করে দেওয়া হয় ।

আরও পড়ুন: Student Agitation at Visva-Bharati : ছাত্র আন্দোলনে জের, বিজ্ঞপ্তি দিয়ে আংশিক খুলল বিশ্বভারতী

বিশ্বভারতীতে বিক্ষোভ ছাত্রদের

বিশ্বভারতীর এসএফআইয়ের রাজ্য কমিটির সদস্য সোমনাথ সাউ বলেন, "ক্যাম্পাস খোলার দাবিতে এ দিন আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম ৷ আমাদের গেট আটকে বাধা দেওয়া হচ্ছে ৷ তাই আমরা তার খুলে পাঁচিল টপকে ঢুকেছি ৷ এই উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমরা একের পর এক আন্দোলন চালিয়ে যাব ।"

আরও পড়ুন : Student Agitation at Visva-Bharati : ক্যাম্পাস খোলার দাবিতে ছাত্র আন্দোলন বিশ্বভারতীতে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.