ETV Bharat / state

SFI agitation at Visva Bharati: ক্যাম্পাস খোলার দাবিতে পাঁচিল টপকে বিশ্বভারতীতে ঢুকে বিক্ষোভ ছাত্রদের

author img

By

Published : Jan 31, 2022, 2:37 PM IST

ক্যাম্পাস খোলার দাবিতে পাঁচিল টপকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati university agitation) ক্যাম্পাসে ঢুকে বিক্ষোভ দেখালেন এসএফআইয়ের ছাত্ররা (SFI agitation at Visva Bharati)৷

sfi-agitation-at-visva-bharati-in-demand-to-open-university
ক্যাম্পাস খোলার দাবিতে পাঁচিল টপকে বিশ্বভারতীতে ঢুকে বিক্ষোভ ছাত্রদের

শান্তিনিকেতন, 31 জানুয়ারি: ফের ছাত্র বিক্ষোভ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (SFI agitation at Visva Bharati)। ক্যাম্পাস খোলার দাবিতে (demand for opening university) উপাচার্যকে ডেপুটেশন দিতে গিয়েছিলেন এসএফআই সমর্থিত বিশ্বভারতীর পড়ুয়ারা (Visva Bharati university agitation)৷ গেট বন্ধ থাকায় তারের বেড়া খুলে পাঁচিল টপকে ক্যাম্পাসের ভেতরে ঢুকে উপাচার্যের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা ।

স্কুল-কলেজ খোলার দাবিতে এ দিন রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে এসএফআই । সেই মতোই বিশ্বভারতীতে বিক্ষোভ দেখালেন এসএফআই সমর্থিত পড়ুয়ারা । কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ পরে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ডেপুটেশন দিতে যান তাঁরা ৷ তবে অভিযোগ, সেই সময় গেট আটকে পড়ুয়াদের ঢুকতে বাধা দেন নিরাপত্তারক্ষীরা । এরপরেই গেটের পাশের তারের বেড়া খুলে পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা ৷ এরপর উপাচার্যের দফতরের সামনে বিক্ষোভ চলতে থাকে ৷ আন্দোলনের জেরে কেন্দ্রীয় কার্যালয়ের দু দিকের গেট বন্ধ করে দেওয়া হয় ।

আরও পড়ুন: Student Agitation at Visva-Bharati : ছাত্র আন্দোলনে জের, বিজ্ঞপ্তি দিয়ে আংশিক খুলল বিশ্বভারতী

বিশ্বভারতীতে বিক্ষোভ ছাত্রদের

বিশ্বভারতীর এসএফআইয়ের রাজ্য কমিটির সদস্য সোমনাথ সাউ বলেন, "ক্যাম্পাস খোলার দাবিতে এ দিন আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম ৷ আমাদের গেট আটকে বাধা দেওয়া হচ্ছে ৷ তাই আমরা তার খুলে পাঁচিল টপকে ঢুকেছি ৷ এই উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমরা একের পর এক আন্দোলন চালিয়ে যাব ।"

আরও পড়ুন : Student Agitation at Visva-Bharati : ক্যাম্পাস খোলার দাবিতে ছাত্র আন্দোলন বিশ্বভারতীতে

শান্তিনিকেতন, 31 জানুয়ারি: ফের ছাত্র বিক্ষোভ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (SFI agitation at Visva Bharati)। ক্যাম্পাস খোলার দাবিতে (demand for opening university) উপাচার্যকে ডেপুটেশন দিতে গিয়েছিলেন এসএফআই সমর্থিত বিশ্বভারতীর পড়ুয়ারা (Visva Bharati university agitation)৷ গেট বন্ধ থাকায় তারের বেড়া খুলে পাঁচিল টপকে ক্যাম্পাসের ভেতরে ঢুকে উপাচার্যের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা ।

স্কুল-কলেজ খোলার দাবিতে এ দিন রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে এসএফআই । সেই মতোই বিশ্বভারতীতে বিক্ষোভ দেখালেন এসএফআই সমর্থিত পড়ুয়ারা । কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ পরে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ডেপুটেশন দিতে যান তাঁরা ৷ তবে অভিযোগ, সেই সময় গেট আটকে পড়ুয়াদের ঢুকতে বাধা দেন নিরাপত্তারক্ষীরা । এরপরেই গেটের পাশের তারের বেড়া খুলে পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা ৷ এরপর উপাচার্যের দফতরের সামনে বিক্ষোভ চলতে থাকে ৷ আন্দোলনের জেরে কেন্দ্রীয় কার্যালয়ের দু দিকের গেট বন্ধ করে দেওয়া হয় ।

আরও পড়ুন: Student Agitation at Visva-Bharati : ছাত্র আন্দোলনে জের, বিজ্ঞপ্তি দিয়ে আংশিক খুলল বিশ্বভারতী

বিশ্বভারতীতে বিক্ষোভ ছাত্রদের

বিশ্বভারতীর এসএফআইয়ের রাজ্য কমিটির সদস্য সোমনাথ সাউ বলেন, "ক্যাম্পাস খোলার দাবিতে এ দিন আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম ৷ আমাদের গেট আটকে বাধা দেওয়া হচ্ছে ৷ তাই আমরা তার খুলে পাঁচিল টপকে ঢুকেছি ৷ এই উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমরা একের পর এক আন্দোলন চালিয়ে যাব ।"

আরও পড়ুন : Student Agitation at Visva-Bharati : ক্যাম্পাস খোলার দাবিতে ছাত্র আন্দোলন বিশ্বভারতীতে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.