ETV Bharat / state

Minors rescued From Rampurhat Station : রামপুরহাট স্টেশন থেকে উদ্ধার নাবালকের দল, নেপথ্যে পাচার চক্র ?

author img

By

Published : Dec 6, 2021, 9:32 AM IST

Updated : Dec 6, 2021, 12:38 PM IST

এক্সপ্রেস ট্রেন থেকে একাধিক নাবালককে উদ্ধার করল রামপুরহাট (Rampurhat News) স্টেশনের রেল পুলিশ (Minors are Rescued From Rampurhat Station) ৷ কাজের জন্য নাবালকরা তামিলনাড়ু যাওয়ার সাফাই দিলেও পুলিশের অনুমান তাদের পাচারের জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

several minors rescue from rampurhat station
রামপুরহাট স্টেশন থেকে উদ্ধার নাবালকের দল

রামপুরহাট, 6 ডিসেম্বর : 12510 গৌহাটি-ব্যাঙ্গালোর এক্সপ্রেস রামপুরহাট (Rampurhat News) স্টেশনে ঢুকতেই চেকিংয়ের জন্য ট্রেনে ওঠে জিআরপি ৷ সেখানেই এস ওয়ান কামরায় প্রায় 10 জন নাবালককে দেখতে পায় রেল পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদ করতেই বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে ৷ এরপরই সকলকে উদ্ধার করে রামপুরহাট জিআরপিতে নিয়ে আসে (Minors are Rescued From Rampurhat Station) ৷

জানা গিয়েছে, উদ্ধার হওয়া সকলেই মালদার কালিয়াচকের বাসিন্দা ৷ তামিলনাড়ুতে সেলাইয়ের কাজে যাচ্ছিল বলে জানিয়েছে তারা ৷ নাবালকদের কাছে থেকে কোকরাঝাড় থেকে জোলাইফেত্তাই যাওয়ার রিজার্ভেশন টিকিট পাওয়া গিয়েছে । পুলিশ দেখে তাদের নিয়ে যাওয়া ব্যক্তিরা গা ঢাকা দিয়েছে বলে পুলিশের অনুমান ৷

রামপুরহাট স্টেশন থেকে উদ্ধার নাবালকের দল

উদ্ধার হওয়া নাবালকরা কাজে যাচ্ছি বললেও পুলিশের অনুমান তাদের পাচারের জন্যই ভিন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ তবে এই ঘটনার পিছনে ঠিক কারণ রয়েছে তা জানতে নাবালকদের জেরা করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন : Tourists arrested in Santiniketan : নেই মাস্ক, শান্তিনিকেতনে আটক বহু পর্যটক

রামপুরহাট, 6 ডিসেম্বর : 12510 গৌহাটি-ব্যাঙ্গালোর এক্সপ্রেস রামপুরহাট (Rampurhat News) স্টেশনে ঢুকতেই চেকিংয়ের জন্য ট্রেনে ওঠে জিআরপি ৷ সেখানেই এস ওয়ান কামরায় প্রায় 10 জন নাবালককে দেখতে পায় রেল পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদ করতেই বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে ৷ এরপরই সকলকে উদ্ধার করে রামপুরহাট জিআরপিতে নিয়ে আসে (Minors are Rescued From Rampurhat Station) ৷

জানা গিয়েছে, উদ্ধার হওয়া সকলেই মালদার কালিয়াচকের বাসিন্দা ৷ তামিলনাড়ুতে সেলাইয়ের কাজে যাচ্ছিল বলে জানিয়েছে তারা ৷ নাবালকদের কাছে থেকে কোকরাঝাড় থেকে জোলাইফেত্তাই যাওয়ার রিজার্ভেশন টিকিট পাওয়া গিয়েছে । পুলিশ দেখে তাদের নিয়ে যাওয়া ব্যক্তিরা গা ঢাকা দিয়েছে বলে পুলিশের অনুমান ৷

রামপুরহাট স্টেশন থেকে উদ্ধার নাবালকের দল

উদ্ধার হওয়া নাবালকরা কাজে যাচ্ছি বললেও পুলিশের অনুমান তাদের পাচারের জন্যই ভিন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ তবে এই ঘটনার পিছনে ঠিক কারণ রয়েছে তা জানতে নাবালকদের জেরা করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন : Tourists arrested in Santiniketan : নেই মাস্ক, শান্তিনিকেতনে আটক বহু পর্যটক

Last Updated : Dec 6, 2021, 12:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.