শান্তিনিকেতন, 19 জানুয়ারি: বিদ্যুৎ চুরির তদন্ত করতে গিয়ে শান্তিনিকেতনে আক্রান্ত খোদ বিদ্যুৎ দফতরের আধিকারিক এবং কর্মীরা ৷ ভাঙচুর করা হয়েছে বিদ্যুৎ দফতরের দু'টি গাড়িও ৷ ঘটনায় আহত 5জন (Several injured as villagers attack power department officers in Santiniketan)। প্রত্যেককেই নিয়ে যাওয়া হয়েছে বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৷ অভিযোগ খতিয়ে দেখছে শান্তিনিকেতন থানার পুলিশ ৷
অবৈধ উপায়ে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে মানুষের ঘরে ৷ অভিযোগ পেয়ে শান্তিনিকেতন থানার অন্তর্গত মনমোহনপুর গ্রামে বুধবার অভিযান চালায় রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদের কর্মী-আধিকারিকরা (শান্তিনিকেতন শাখা) ৷ অভিযোগ, সেই সময় গ্রামের একাংশের মানুষ চড়াও হয় বিদ্যুৎ দফতরের কর্মী-আধিকারিকদের উপর ৷ গ্রামবাসীদের ছোঁড়া ইটের আঘাতে জখম হন বিদ্যুৎ দফতরের সহকারি ইঞ্জিনিয়ার আব্দুল গফফর সহ-5 জন ৷ দফতরের দু'টি গাড়িও ভাঙচুর করা হয় ৷ খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ ও বিদ্যুৎ দফতরের সাব ডিভিশন অফিসার গিয়ে আহত কর্মী-আধিকারিকদের উদ্ধার করে ৷ আহতদের নিয়ে যাওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রে ৷
আরও পড়ুন : BJP Minority Leader Joins TMC : বীরভূমে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ সংখ্যালঘু নেতাদের
বোলপুর সাব ডিভিশন অফিসার পরিমল সরকার বলেন, ‘‘বিদ্যুৎ চুরির খবর পেয়ে তদন্ত করতে গিয়েছিল আমাদের অফিসাররা। সেই সময় তাঁদের মারধর করা হয়, গাড়ি ভাঙচুর করা হয় ৷ আমরা এসে উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যাচ্ছি ৷’’