ETV Bharat / state

Sculpture of Abhijit Gangopadhyay: বোলপুরের ভাস্কর্য কর্মশালায় 'প্রতিবাদী মুখ' বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আবক্ষমূর্তি - কলকাতা হাইকোর্টের বিচারপতি

বোলপুরের এক ভাস্কর্য কর্মশালায়েও উপস্থিত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তবে স্বশরীরে নয়, তাঁর ছবি দেখে এখানে তৈরি হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মূর্তি ৷

Etv Bharat
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আবক্ষমূর্তি নির্মাণ
author img

By

Published : Apr 29, 2023, 8:05 PM IST

'প্রতিবাদী মুখ' বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মূর্তি নির্মাণ

বোলপুর, 29 এপ্রিল : রাজ্যে এখন চর্চিত নাম কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । বোলপুরের এক ভাস্কর্য কর্মশালায়েও স্থান পেল তাঁর মূর্তি । সমাজের এক প্রতিবাদী মুখ হিসেবেই সেখানে তৈরি হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মূর্তি ৷ জীবন্ত মানুষকে সামনে বসিয়ে মাটি দিয়ে ভাস্কর্য নির্মাণ কর্মশালা চলছে এখানে, কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ছবি দেখেই তাঁর মূর্তি তৈরি হয়েছে বলে শিল্পীরা জানিয়েছেন ৷

বীরভূমের দুবরাজপুরের কবিরাজপাড়ার বাসিন্দা শিল্পী ঝুলন মেহেতরী । 2015 সাল থেকে বোলপুরের জাম্বুনীতে বসবাস করেন ৷ বেসরকারি একটি আর্ট প্রতিষ্ঠান থেকেই শিল্পকর্মে হাতে খড়ি তাঁর৷ মূলত তাঁর উদ্যোগেই বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের শান্তিদেব কক্ষে শুরু হয়েছে দুদিনের ভাস্কর্য কর্মশালা । জীবন্ত মানুষকে সামনে বসিয়ে মাটি দিয়ে তার অবয়ব নির্মাণের প্রশিক্ষণ নিচ্ছেন শিল্পীরা ৷

এই কর্মশালাতেই দেখা গিয়েছে মাটি দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি তৈরি করছেন শিল্পীরা । শিল্পীরা জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যের একজন 'প্রতিবাদী মুখ' বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাই অন্যান্য ভাস্কর্যের পাশাপাশি তারও মূর্তি বানানো হল এই কর্মশালায় । উল্লেখ্য, একটি বেসরকারি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শুক্রবারই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে । সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এই নির্দেশ কর্যকরের দিয়েছে । তারপর থেকে আরও চর্চায় উঠে এসেছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নাম ৷

আরও পড়ুন: 'সুপ্রিম কোর্ট যুগ যুগ জিয়ো', রাতে হাইকোর্ট থেকে বেরিয়ে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

এই মূর্তি তৈরি প্রসঙ্গে এই ভাস্কর্য কর্মশালার আয়োজক শিল্পী ঝুলন মেহেতরী বলেন,"লাইভ মডেল বসিয়ে ভাস্কর্য বানানোর কর্মশালার আয়োজন করেছি আমরা ৷ বাচ্চা মেয়েদের বসিয়ে মাটি দিয়ে মূর্তি বানাচ্ছেন সকলে ৷ পাশাপাশি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা ছবি দেখেও মূর্তি বানানোর চেষ্টা করছি । মাটি নিয়ে শিল্পের খেলা একে বলে৷ যেহেতু এই মুহূর্তে প্রতিবাদী মুখ বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ তাই তাঁর মুর্তিও এই কর্মশালায় রয়েছে ।" আরেক শিল্পী সুদীপ্তা মণ্ডল বলেন,"আমিও অংশ নিয়েছি লাইভ মডেল বসিয়ে ভাস্কর্য নির্মাণের এই কর্মশালায় ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের একজন প্রতিবাদী মুখ, তাই তাঁকে সম্মান দেওয়ার জন্য পোট্রের্টও করা হচ্ছে ।"

'প্রতিবাদী মুখ' বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মূর্তি নির্মাণ

বোলপুর, 29 এপ্রিল : রাজ্যে এখন চর্চিত নাম কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । বোলপুরের এক ভাস্কর্য কর্মশালায়েও স্থান পেল তাঁর মূর্তি । সমাজের এক প্রতিবাদী মুখ হিসেবেই সেখানে তৈরি হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মূর্তি ৷ জীবন্ত মানুষকে সামনে বসিয়ে মাটি দিয়ে ভাস্কর্য নির্মাণ কর্মশালা চলছে এখানে, কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ছবি দেখেই তাঁর মূর্তি তৈরি হয়েছে বলে শিল্পীরা জানিয়েছেন ৷

বীরভূমের দুবরাজপুরের কবিরাজপাড়ার বাসিন্দা শিল্পী ঝুলন মেহেতরী । 2015 সাল থেকে বোলপুরের জাম্বুনীতে বসবাস করেন ৷ বেসরকারি একটি আর্ট প্রতিষ্ঠান থেকেই শিল্পকর্মে হাতে খড়ি তাঁর৷ মূলত তাঁর উদ্যোগেই বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের শান্তিদেব কক্ষে শুরু হয়েছে দুদিনের ভাস্কর্য কর্মশালা । জীবন্ত মানুষকে সামনে বসিয়ে মাটি দিয়ে তার অবয়ব নির্মাণের প্রশিক্ষণ নিচ্ছেন শিল্পীরা ৷

এই কর্মশালাতেই দেখা গিয়েছে মাটি দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি তৈরি করছেন শিল্পীরা । শিল্পীরা জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যের একজন 'প্রতিবাদী মুখ' বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাই অন্যান্য ভাস্কর্যের পাশাপাশি তারও মূর্তি বানানো হল এই কর্মশালায় । উল্লেখ্য, একটি বেসরকারি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শুক্রবারই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে । সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এই নির্দেশ কর্যকরের দিয়েছে । তারপর থেকে আরও চর্চায় উঠে এসেছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নাম ৷

আরও পড়ুন: 'সুপ্রিম কোর্ট যুগ যুগ জিয়ো', রাতে হাইকোর্ট থেকে বেরিয়ে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

এই মূর্তি তৈরি প্রসঙ্গে এই ভাস্কর্য কর্মশালার আয়োজক শিল্পী ঝুলন মেহেতরী বলেন,"লাইভ মডেল বসিয়ে ভাস্কর্য বানানোর কর্মশালার আয়োজন করেছি আমরা ৷ বাচ্চা মেয়েদের বসিয়ে মাটি দিয়ে মূর্তি বানাচ্ছেন সকলে ৷ পাশাপাশি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা ছবি দেখেও মূর্তি বানানোর চেষ্টা করছি । মাটি নিয়ে শিল্পের খেলা একে বলে৷ যেহেতু এই মুহূর্তে প্রতিবাদী মুখ বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ তাই তাঁর মুর্তিও এই কর্মশালায় রয়েছে ।" আরেক শিল্পী সুদীপ্তা মণ্ডল বলেন,"আমিও অংশ নিয়েছি লাইভ মডেল বসিয়ে ভাস্কর্য নির্মাণের এই কর্মশালায় ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের একজন প্রতিবাদী মুখ, তাই তাঁকে সম্মান দেওয়ার জন্য পোট্রের্টও করা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.