ETV Bharat / state

Satabdi Roy: 'অনুব্রতকে মিস করছি না', তৃণমূল কোর কমিটির বৈঠক শেষে হেসে বললেন শতাব্দী - তৃণমূলের গোষ্ঠী কোন্দল বীরভূমে

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে রবিবার বৈঠকে বসে বীরভূম জেলা তৃণমূলের কোর গ্রুপ ৷ বৈঠক শেষে বার্তা দেওয়া হয়েছে, দলে কোনও গোষ্ঠীকোন্দল নেই বলে (Birbhum TMC core group) ৷

ETV Bharat
বীরভূম তৃণমূলের বৈঠক
author img

By

Published : Mar 26, 2023, 10:01 PM IST

শতাব্দী রায়ের বক্তব্য

বোলপুর, 26 মার্চ: "কাজের ক্ষেত্রে অনুব্রতকে আর মিস করছি না ।" রবিবার এমনই কথা বললেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় ৷ পরক্ষণেই অবশ্য তিনি বলেন,"মজা করে বলছি ৷" 2 দিন আগে কালীঘাটে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই বৈঠকে তিনি জেলার সংগঠন দেখার জন্য তৈরি দলের কোর কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে দেন (Birbhum TMC core group meeting) ৷

দলনেত্রীর সঙ্গে বৈঠকের পর রবিবার প্রথম বীরভূমে তৃণমূল কোর কমিটির বৈঠক হল বোলপুরের দলীয় কার্যালয়ে । সেখানে কোর কমিটির 9 জন সদস্য-সহ পর্যবেক্ষক হিসাবে ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী । এদিন কোর কমিটির বৈঠক শেষে দলে কোনও গোষ্ঠীকোন্দল নেই বলে দাবি করেন তৃণমূল নেতারা (Birbhum TMC Meeting) ৷

উল্লেখ্য, জানুয়ারি মাসে 'অনুব্রতহীন' বীরভূম সফরে এসে এই জেলায় দলের সাংগঠনিক হাল ধরার কোর কমিটি গঠন করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তবে কোর কমিটি গঠনের পর থেকে একবারও বৈঠক হয়নি ৷ যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কোর কমিটিরই কয়েকজন সদস্য ৷ সদ্য বীরভূম নিয়ে কালীঘাটে বৈঠক করেন দলনেত্রী ৷ সেখানে কোর কমিটিকে বৈঠক করার নির্দেশ দিয়েছিলেন তিনি ৷ সেই মত এদিন বোলপুরে তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক ডাকা হয় ৷ সেখানে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপ-অধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায়-সহ কমিটির 9 জন সদস্যই উপস্থিত ছিলেন ৷ পর্যবেক্ষক হিসাবে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী ছিলেন ৷

প্রসঙ্গত, কয়েকদিন ধরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তাল নানুর ৷ অন্যদিকে, বগটুই গণহত্যার বর্ষপূর্তিতে সম্প্রতি ওই গ্রামে বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে বাধা দিয়েছিলেন গ্রামবাসীরা ৷ তার উপর রবিবার আবার বগটুই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী মিহিলাল শেখ বিজেপি নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মন কি বাতে শোনেন৷ জানান, তিনি এখন বিজেপির সঙ্গে আছেন ৷ সব মিলিয়ে বীরভূম জেলার তৃণমূলের অন্দরে অস্বস্তিকর এক পরিবেশ তৈরি হয়েছে ৷

এদিন কোর কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী । তিনি জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিনের বৈঠক হল ৷ এদিন দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয় । দলে কোনও গোষ্ঠী কোন্দল নেই ৷ দলে কোনও সমস্যা থাকলে তা দলের ভিতরেই আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে ৷

আরও পড়ুন: বিজেপি নেতাদের সঙ্গে বসে 'মন কি বাত' শুনলেন মিহিলাল, সঙ্গে বগটুইয়ে নিহতদের পরিবার

অন্যদিকে সাংসদ শতাব্দী রায় সাংবাদিকদের উদ্দেশে বলেন,"আবার কী প্রশ্ন করবেন ! অনুব্রতকে মিস করছি না কাজের ক্ষেত্রে ।" কেন মিস করছেন না প্রশ্ন করতেই তিনি বলেন, "মজা করছিলাম ।"শতাব্দী রায়ও জানান, সমস্ত রকম দলীয় বিষয় নিয়ে প্রায় 2 ঘণ্টা ধরে এদিন আলোচনা হয়েছে ৷ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই ৷ মিহিলাল শেখের নাম না করে তিনি বলেন, "বগটুইয়ে যে ব্যক্তির কথা আপনারা বারবার বলছেন সে কি এত আলোচনার যোগ্য? কেউ যদি চাকরি-সহ সমস্ত সুবিধা নিয়ে অস্বীকার করে, বেইমানি করে সেটাতে আর কী করা যাবে ।"

শতাব্দী রায়ের বক্তব্য

বোলপুর, 26 মার্চ: "কাজের ক্ষেত্রে অনুব্রতকে আর মিস করছি না ।" রবিবার এমনই কথা বললেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায় ৷ পরক্ষণেই অবশ্য তিনি বলেন,"মজা করে বলছি ৷" 2 দিন আগে কালীঘাটে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই বৈঠকে তিনি জেলার সংগঠন দেখার জন্য তৈরি দলের কোর কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে দেন (Birbhum TMC core group meeting) ৷

দলনেত্রীর সঙ্গে বৈঠকের পর রবিবার প্রথম বীরভূমে তৃণমূল কোর কমিটির বৈঠক হল বোলপুরের দলীয় কার্যালয়ে । সেখানে কোর কমিটির 9 জন সদস্য-সহ পর্যবেক্ষক হিসাবে ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী । এদিন কোর কমিটির বৈঠক শেষে দলে কোনও গোষ্ঠীকোন্দল নেই বলে দাবি করেন তৃণমূল নেতারা (Birbhum TMC Meeting) ৷

উল্লেখ্য, জানুয়ারি মাসে 'অনুব্রতহীন' বীরভূম সফরে এসে এই জেলায় দলের সাংগঠনিক হাল ধরার কোর কমিটি গঠন করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তবে কোর কমিটি গঠনের পর থেকে একবারও বৈঠক হয়নি ৷ যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কোর কমিটিরই কয়েকজন সদস্য ৷ সদ্য বীরভূম নিয়ে কালীঘাটে বৈঠক করেন দলনেত্রী ৷ সেখানে কোর কমিটিকে বৈঠক করার নির্দেশ দিয়েছিলেন তিনি ৷ সেই মত এদিন বোলপুরে তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক ডাকা হয় ৷ সেখানে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপ-অধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায়-সহ কমিটির 9 জন সদস্যই উপস্থিত ছিলেন ৷ পর্যবেক্ষক হিসাবে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী ছিলেন ৷

প্রসঙ্গত, কয়েকদিন ধরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তাল নানুর ৷ অন্যদিকে, বগটুই গণহত্যার বর্ষপূর্তিতে সম্প্রতি ওই গ্রামে বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে বাধা দিয়েছিলেন গ্রামবাসীরা ৷ তার উপর রবিবার আবার বগটুই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী মিহিলাল শেখ বিজেপি নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মন কি বাতে শোনেন৷ জানান, তিনি এখন বিজেপির সঙ্গে আছেন ৷ সব মিলিয়ে বীরভূম জেলার তৃণমূলের অন্দরে অস্বস্তিকর এক পরিবেশ তৈরি হয়েছে ৷

এদিন কোর কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী । তিনি জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিনের বৈঠক হল ৷ এদিন দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয় । দলে কোনও গোষ্ঠী কোন্দল নেই ৷ দলে কোনও সমস্যা থাকলে তা দলের ভিতরেই আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে ৷

আরও পড়ুন: বিজেপি নেতাদের সঙ্গে বসে 'মন কি বাত' শুনলেন মিহিলাল, সঙ্গে বগটুইয়ে নিহতদের পরিবার

অন্যদিকে সাংসদ শতাব্দী রায় সাংবাদিকদের উদ্দেশে বলেন,"আবার কী প্রশ্ন করবেন ! অনুব্রতকে মিস করছি না কাজের ক্ষেত্রে ।" কেন মিস করছেন না প্রশ্ন করতেই তিনি বলেন, "মজা করছিলাম ।"শতাব্দী রায়ও জানান, সমস্ত রকম দলীয় বিষয় নিয়ে প্রায় 2 ঘণ্টা ধরে এদিন আলোচনা হয়েছে ৷ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই ৷ মিহিলাল শেখের নাম না করে তিনি বলেন, "বগটুইয়ে যে ব্যক্তির কথা আপনারা বারবার বলছেন সে কি এত আলোচনার যোগ্য? কেউ যদি চাকরি-সহ সমস্ত সুবিধা নিয়ে অস্বীকার করে, বেইমানি করে সেটাতে আর কী করা যাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.