ETV Bharat / state

শান্তি পেতে সারদার টাকা ফেরত দিতে চাই : শতাব্দী - shatabdi will money back for peace

শান্তির জন্য টাকা ফেরত দিতে চান ৷ যদিও এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলে জানালেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ৷

শতাব্দী রায়
author img

By

Published : Aug 9, 2019, 6:22 PM IST

Updated : Aug 9, 2019, 7:08 PM IST

নলহাটি, 9 অগাস্ট: শান্তির জন্য সারদার টাকা ফেরত দেওয়ার ইচ্ছে রয়েছে ৷ যদিও এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলে জানালেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ৷

আজ বীরভূমের নলহাটি দু'নম্বর ব্লকের ভগলদিঘি উচ্চবিদ্যালয়ে সংখ্যালঘু ছাত্রী আবাসের উদ্বোধন করেন সাংসদ শতাব্দী রায় ৷ সেখানেই সারদার টাকা ফেরত প্রসঙ্গে তিনি বলেন, "এটা নিয়ে কোনও গল্প লেখার কিছু নেই ৷ কোনও ভয় নয়, চাপ নয় ৷ আমার ইচ্ছেতে যেটা করব সেটা আমার সিদ্ধান্ত ৷" তিনি আরও বলেন, সারদার থেকে পাওয়া টাকা তাঁর পারিশ্রমিক ৷ কিন্তু শান্তি কেনার জন্যই সেই টাকা ফেরত দিতে চান ৷ শান্তি যদি টাকা দিয়ে কিনতে হয় কিনবেন ৷

শুনুন শতাব্দী রায়ের বক্তব্য

গতকালই CGO কমপ্লেক্সে শতাব্দী রায়কে তিনঘণ্টা জেরা করেন ED আধিকরারিকরা ৷ যদিও সারদার টাকা ফেরত দেওয়া সংক্রান্ত কোনও কথা ED-র সঙ্গে হয়নি বলে আগেই জানিয়েছিলেন সাংসদ ৷

আরও পড়ুন : টাকা ফেরত দেওয়া নিয়ে ED-র সঙ্গে কথা হয়নি : শতাব্দী

আজ সংখ্যালঘু ছাত্রী আবাস উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ত্রিদিব ভট্টাচার্য ও ভগলদিঘি উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ৷ রাজ্য সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 94 লাখ টাকা অনুদানে এই ছাত্রী আবাস তৈরি হয়েছে ৷ এই আবাসে বিদ্যালয়ের 50 জন ছাত্রী থাকার ব্যবস্থা করা হয়েছে ৷

নলহাটি, 9 অগাস্ট: শান্তির জন্য সারদার টাকা ফেরত দেওয়ার ইচ্ছে রয়েছে ৷ যদিও এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলে জানালেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ৷

আজ বীরভূমের নলহাটি দু'নম্বর ব্লকের ভগলদিঘি উচ্চবিদ্যালয়ে সংখ্যালঘু ছাত্রী আবাসের উদ্বোধন করেন সাংসদ শতাব্দী রায় ৷ সেখানেই সারদার টাকা ফেরত প্রসঙ্গে তিনি বলেন, "এটা নিয়ে কোনও গল্প লেখার কিছু নেই ৷ কোনও ভয় নয়, চাপ নয় ৷ আমার ইচ্ছেতে যেটা করব সেটা আমার সিদ্ধান্ত ৷" তিনি আরও বলেন, সারদার থেকে পাওয়া টাকা তাঁর পারিশ্রমিক ৷ কিন্তু শান্তি কেনার জন্যই সেই টাকা ফেরত দিতে চান ৷ শান্তি যদি টাকা দিয়ে কিনতে হয় কিনবেন ৷

শুনুন শতাব্দী রায়ের বক্তব্য

গতকালই CGO কমপ্লেক্সে শতাব্দী রায়কে তিনঘণ্টা জেরা করেন ED আধিকরারিকরা ৷ যদিও সারদার টাকা ফেরত দেওয়া সংক্রান্ত কোনও কথা ED-র সঙ্গে হয়নি বলে আগেই জানিয়েছিলেন সাংসদ ৷

আরও পড়ুন : টাকা ফেরত দেওয়া নিয়ে ED-র সঙ্গে কথা হয়নি : শতাব্দী

আজ সংখ্যালঘু ছাত্রী আবাস উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ত্রিদিব ভট্টাচার্য ও ভগলদিঘি উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ৷ রাজ্য সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের 94 লাখ টাকা অনুদানে এই ছাত্রী আবাস তৈরি হয়েছে ৷ এই আবাসে বিদ্যালয়ের 50 জন ছাত্রী থাকার ব্যবস্থা করা হয়েছে ৷

Intro:Body:নলহাটী,9 অগাস্ট: শান্তিুর জন্য সারদার টাকা ফেরৎ দিতে চান সাংসদ শতাব্দী রায়।সম্প্রতি ইডি দফপ্তরে তাকে ডেকে পাঠানো হয়। তারপরই তিনি মন্তব্য করে তিনি সারদার টাকা ফেরৎ দেবেন। ইডি দফপ্তরে গেলেও টাকা ফেরৎ নিয়ে কোন কথা হয় নি বলে জানা যায়। আজ বীরভূমে সংখ্যালঘু ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নের উদ্দ্যেশে বীরভূমের নলহাটি দু নম্বর ব্লকের ভগলদীঘি উচ্চ বিদ্যালয়ে সংখ্যা লঘু ছাত্রী আবাসের উদ্বোধন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরভূম সাংসদ শতাব্দী রায় জানান,“ এটা নিয়ে গল্প লেখার কিছু নেই।কোন ভয় নই।কোন চাপ নয়, আমরা ইচ্ছেতে আমি যেটা করবো সেটা আমার সিধান্তু।” কিন্তু সারদার টাকা তো পারিশ্রমিকের টাকা। সেটা ফেরৎ দেবেন কেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সাংসদ জনান, “শান্তি যদি টাকা দিয়ে কিনতে হয় কিনবো। রোজ রোজ অশান্তি, তোদের এই প্রশ্ন।
আমার মাথা ইরিটেট করছে।”
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায় , ছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবী ত্রিদিব ভট্টাচার্য , বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা সহ এলাকার বিভিন্ন শিক্ষানুরাগী মানুষ উপস্থিত ছিলেন । রাজ্য সংখ্যালঘু উন্নয়ন দফতরের দেওয়া ৯৪ লক্ষ টাকা ব্যয়ে এই সংখ্যালঘু আবাসনটি তৈরি করা হয়েছে । এই আবাসনে বিদ্যালয়ের পঞ্চাশজন ছাত্রী আবাসিক হিসাবে থেকে পড়াশোনা করতে পারবে । আজ থেকেই এই আবাসনে ছাত্রীরা থাকার সুযোগ পাবে।
Conclusion:
Last Updated : Aug 9, 2019, 7:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.