শান্তিনিকেতন , 29 ফেব্রুয়ারি : শান্তিনিকেতনের বসন্ত উৎসবে এবার 82 লাখ টাকা খরচ করতে চলেছে রাজ্য সরকার । শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব থাকছে বিশ্বভারতীর হাতে । সেই উপলক্ষ্যে আজ মাঠ পরিদর্শন করলেন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, জেলাশাসক মৌমিতা গোদারা বসু, মহকুমাশাসক (বোলপুর) অভ্র অধিকারী, জেলা পুলিশ সুপার শ্যাম সিং,অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বীরভূম) সুবিমল পাল, SDPO (বোলপুর) অভিষেক রায়, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীসহ বিশ্বভারতীর অন্য আধিকারিকরা ।
বসন্তোৎসবের জন্য রাজ্য সরকারের কাছে আগেই সহযোগিতা চেয়েছিল বিশ্বভারতী ৷ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বসন্তোৎসবের জন্য আর্থিক সাহায্য চেয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন । প্রতি বছর বিশ্বভারতীর আবেদনের ভিত্তিতে পুলিশ ও প্রশাসন নিরাপত্তাসহ ভিড় সামাল দিতে সহযোগিতা করে থাকে । কিন্তু, এবার বসন্তোৎসবে সমস্ত রকম আয়োজন করছে রাজ্য সরকার ৷ এই প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, "বিশ্বভারতীর আবেদন মতো রাজ্য সরকার সবরকম সহযোগিতা করছে ৷ রাজ্য সরকার ৮২ লাখ টাকা খরচ করছে ।"
এবার বসন্তোৎসবের স্থান পরিবর্তন করে পৌষমেলার মাঠে নিয়ে আসা হয়েছে । আগে আশ্রমের মাঠে বসন্তোৎসব হত । ভিড় সামাল দিতেই এবার স্থান পরিবর্তন করা হয়েছে । নিরাপত্তার জন্য মাঠ জুড়ে প্রায় 150 টি CCTV ক্যামেরা বসানো হচ্ছে । এছাড়া, মাঠের বাইরে বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি অনুষ্ঠান দেখানোর ব্যবস্থাও থাকছে । তবে রাজ্য সরকারের কাছে বিশ্বভারতীর আর্থিক সাহায্য চাওয়া নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে ।