ETV Bharat / state

কোরোনা সংক্রমণ ঠেকাতে রামপুরহাটে বসানো হল স্যানিটাইজ়ার টানেল

মানুষের ভিড় কমাতে রামপুরহাট সবজি বাজারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল । কিন্তু তাতেও কোনও লাভ হচ্ছিল না । তাই আজ রামপুরহাটের ওই বাজার ও পৌরসভায় স্যানিটাইজ়ার টানেল বসানো হয় ।

Sanitizer Tunnel
স্যানিটাইজ়ার টানেল
author img

By

Published : Apr 29, 2020, 3:12 PM IST

রামপুরহাট, 29 এপ্রিল : কোরোনা সংক্রমণ ঠেকাতে আগেই কলকাতা পৌরনিগমে স্যানিটাইজ়ার টানেল বসানো হয়েছে । এবার বীরভূমের রামপুরহাটেও একই কম্পানির দু'টি স্যানিটাইজ়ার টানেলের উদ্বোধন করা হল । আজ এই দু'টি স্যানিটাইজ়ার টানেলের উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় । দুটি টানেলের একটি পৌরসভায় ও অপরটি বসানো হয় সবজি বাজারে । এক একটি টানেলের জন্য প্রায় 1 লাখ 80 হাজার টাকা করে খরচ হয়েছে । রামপুরহাটের হাটতলা পাড়ার সবজি বাজারে কোনওভাবেই মানুষের ভিড় নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না । তাই একটি টানেল ওই সবজি বাজারে বসানো হয় । ফলে এখন থেকে প্রত্যেককে স্যানিটাইজ়ার টানেলের মধ্যে দিয়ে বাজারে প্রবেশ করতে হবে । আজ দুপুর থেকেই টানেল দুটি চালু করা হয় ।

পৌরসভা সূত্রে জানা গেছে, মূলত সোডিয়াম হাইড্রোক্লোরাইড বাষ্পের আকারে টানেলে ব্যবহার করা হয় । বাজারে ঢোকার সময় এই টানেলে প্রবেশ করলেই ওই হাইড্রোক্লোরাইড মানুষের শরীরে স্প্রে হবে । ফলে কোনও জীবাণুর সংক্রমণ ঘটবে না তাঁদের শরীরে ।

রামপুরহাট পৌরসভার তরফে অশ্বিনী তিওয়ারি বলেন," ভিড় আটকানোর জন্য হাটতলার সবজি বাজারকে আমরা সরিয়ে পৌরসভার সামনের মাঠে নিয়ে এসেছিলাম । কিন্তু তাতেও কোনও ফল হয়নি । দিন দিন মানুষের ভিড় বাড়ছিল । যার ফলে কোরোনা সংক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল । তাই আমরা পৌরসভার তরফে সবজি বাজারের সামনে একটি স্যানিটাইজার টানেল লাগিয়েছি । বাজারে আসা প্রতিটি মানুষের কাছে অনুরোধ করব যাতে তাঁরা এই টানেলের মধ্যে দিয়ে বাজারে প্রবেশ করেন ।"

রামপুরহাট, 29 এপ্রিল : কোরোনা সংক্রমণ ঠেকাতে আগেই কলকাতা পৌরনিগমে স্যানিটাইজ়ার টানেল বসানো হয়েছে । এবার বীরভূমের রামপুরহাটেও একই কম্পানির দু'টি স্যানিটাইজ়ার টানেলের উদ্বোধন করা হল । আজ এই দু'টি স্যানিটাইজ়ার টানেলের উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা এলাকার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় । দুটি টানেলের একটি পৌরসভায় ও অপরটি বসানো হয় সবজি বাজারে । এক একটি টানেলের জন্য প্রায় 1 লাখ 80 হাজার টাকা করে খরচ হয়েছে । রামপুরহাটের হাটতলা পাড়ার সবজি বাজারে কোনওভাবেই মানুষের ভিড় নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না । তাই একটি টানেল ওই সবজি বাজারে বসানো হয় । ফলে এখন থেকে প্রত্যেককে স্যানিটাইজ়ার টানেলের মধ্যে দিয়ে বাজারে প্রবেশ করতে হবে । আজ দুপুর থেকেই টানেল দুটি চালু করা হয় ।

পৌরসভা সূত্রে জানা গেছে, মূলত সোডিয়াম হাইড্রোক্লোরাইড বাষ্পের আকারে টানেলে ব্যবহার করা হয় । বাজারে ঢোকার সময় এই টানেলে প্রবেশ করলেই ওই হাইড্রোক্লোরাইড মানুষের শরীরে স্প্রে হবে । ফলে কোনও জীবাণুর সংক্রমণ ঘটবে না তাঁদের শরীরে ।

রামপুরহাট পৌরসভার তরফে অশ্বিনী তিওয়ারি বলেন," ভিড় আটকানোর জন্য হাটতলার সবজি বাজারকে আমরা সরিয়ে পৌরসভার সামনের মাঠে নিয়ে এসেছিলাম । কিন্তু তাতেও কোনও ফল হয়নি । দিন দিন মানুষের ভিড় বাড়ছিল । যার ফলে কোরোনা সংক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল । তাই আমরা পৌরসভার তরফে সবজি বাজারের সামনে একটি স্যানিটাইজার টানেল লাগিয়েছি । বাজারে আসা প্রতিটি মানুষের কাছে অনুরোধ করব যাতে তাঁরা এই টানেলের মধ্যে দিয়ে বাজারে প্রবেশ করেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.