ETV Bharat / state

OC Transferred: কেষ্ট ঘনিষ্ঠের হুঁশিয়ারি, 10 দিনের মাথায় এল ওসির বদলির নির্দেশ ! - সাঁইথিয়া থানা

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ঘনিষ্ঠ মলয় মুখোপাধ্যায়ের হুঁশিয়ারির 10 দিনের মাথায় রামপুরহাট থানার (Rampurhat Police Station) ওসিকে বদলি (OC Transferred) করে দেওয়া হল সাঁইথিয়া থানায় (Sainthia Police Station) ৷ এ নিয়ে জমে উঠেছে রাজনৈতিক তরজা ৷

Sainthia Police Station OC Transferred to Rampurhat Police Station
প্রসেনজিৎ দত্ত ৷ ফাইল ছবি ৷
author img

By

Published : Dec 31, 2022, 10:29 PM IST

সাঁইথিয়া, 31 ডিসেম্বর: তৃণমূল নেতার হুঁশিয়ারির 10 দিনের মাথায় বদলে গেলেন থানার ওসি (OC Transferred) ! এই ঘটনা ঘটেছে বীরভূমের (Birbhum) সাঁইথিয়া থানায় (Sainthia Police Station) ৷ সূত্রের খবর, সাঁইথিয়া থানার ওসি প্রসেনজিৎ দত্তকে অন্যত্র বদলি করে দেওয়া হচ্ছে ৷ আর সেই খবর প্রকাশ্যে আসতেই শুরু রাজনৈতিক তরজা ৷ যদিও সংশ্লিষ্ট প্রশাসনের দাবি, এর পিছনে কোনও রাজনীতি নেই ৷ এটি আদতে রুটিন বদলি ৷

গত 21 ডিসেম্বর নাম না করে সাঁইথিয়া থানার ওসিকে আধঘণ্টার মধ্যে সুন্দরবন পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মলয় মুখোপাধ্যায় ৷ তৃণমূলের এই নেতা এলাকায় দাপুটে হিসাবেই পরিচিত ৷ তার থেকেও বড় কথা হল, তিনি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রিয় পাত্র ! সেই মলয়ের হুঁশিয়ারির 10 দিনের মাথায় বদলির নির্দেশ পেলেন ওসি প্রসেনজিৎ দত্ত ৷ এই ঘটনাকে কাকতালীয় বলে মানতে নারাজ জেলার রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন: তৃণমূল ছেড়েই শুভেন্দুর সভায় বিজেপিতে যোগ অনুব্রত ঘনিষ্ঠ বিপ্লবের

উল্লেখ্য, গত 21 ডিসেম্বর বীরভূমের সাঁইথিয়া থানা এলাকার চারতলা মোড়ে একটি পথসভা করে তৃণমূল কংগ্রেস ৷ সেই পথসভার অন্যতম বক্তা ছিলেন মলয় ৷ অনুষ্ঠানের মঞ্চ থেকে তাঁকে বলতে শোনা যায়, "কিছু কিছু প্রশানিক কর্তা আছেন ৷ সাঁইথিয়া থানাও এর মধ্যেই পড়ে ৷ জানি না কোন স্বপ্ন দেখে এঁরা (বিজেপির) চাটুকারিতা শুরু করেছেন ! আপনাদের পরিষ্কার হুঁশিয়ারি দিতে চাই, যদি ভাবেন অনুব্রত মণ্ডল ভিতরে আছেন বলে আপনাদের কেউ কিছু করতে পারবে না, তাহলে আপনারা ভুল করছেন ৷ আধঘণ্টাও সময় লাগবে না ৷ আপনাকে এখান থেকে সুন্দরবন পাঠিয়ে দেব !" প্রসঙ্গত, এই ঘটনার দু'দিন আগেই আবার দুর্নীতির অভিযোগ তুলে সাঁইথিয়া থানার সামনেই বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি ৷

এ নিয়ে প্রশ্ন করা হলে প্রকাশ্যে উত্তর এড়িয়ে গিয়েছেন শাসকদলের স্থানীয় নেতা ও কর্মীরা ৷ কেউ কেউ আবার দায়সারা উত্তর দিয়েছেন ৷ রুটিন বদলির তত্ত্ব খাড়া করছেন তাঁরা ৷ একই তত্ত্ব উঠে আসছে পুলিশ প্রসাশন সূত্রেও ৷ তাদের দাবি, সাধারণ নিয়ম মেনেই সাঁইথিয়া থানার ওসি প্রসেনজিৎ দত্তকে রামপুরহাট থানায় (Rampurhat Police Station) বদলি করে দেওয়া হয়েছে ৷ সেখানে থানার সেকেন্ড অফিসার হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি ৷

অন্যদিকে, এই বিষয়ে প্রশ্ন করা হলে বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, "আবার একবার প্রমাণ হয়ে গেল যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই ৷ বীরভূমের মানুষও সব বুঝছেন ৷ তাঁরা তো দেখতেই পাচ্ছেন, তৃণমূল পরিচালিত সরকার কীভাবে দেশের আইন নিয়ে ছিনিমিনি খেলছে !প্রসেনজিৎবাবুর ভাগ্য ভালো বলতে হবে যে তাঁকে সত্যি সত্যি সুন্দরবন ট্রান্সফার করে দেওয়া হয়নি ৷ বদলে রামপুরহাটে পাঠানো হয়েছে ৷"

সাঁইথিয়া, 31 ডিসেম্বর: তৃণমূল নেতার হুঁশিয়ারির 10 দিনের মাথায় বদলে গেলেন থানার ওসি (OC Transferred) ! এই ঘটনা ঘটেছে বীরভূমের (Birbhum) সাঁইথিয়া থানায় (Sainthia Police Station) ৷ সূত্রের খবর, সাঁইথিয়া থানার ওসি প্রসেনজিৎ দত্তকে অন্যত্র বদলি করে দেওয়া হচ্ছে ৷ আর সেই খবর প্রকাশ্যে আসতেই শুরু রাজনৈতিক তরজা ৷ যদিও সংশ্লিষ্ট প্রশাসনের দাবি, এর পিছনে কোনও রাজনীতি নেই ৷ এটি আদতে রুটিন বদলি ৷

গত 21 ডিসেম্বর নাম না করে সাঁইথিয়া থানার ওসিকে আধঘণ্টার মধ্যে সুন্দরবন পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মলয় মুখোপাধ্যায় ৷ তৃণমূলের এই নেতা এলাকায় দাপুটে হিসাবেই পরিচিত ৷ তার থেকেও বড় কথা হল, তিনি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রিয় পাত্র ! সেই মলয়ের হুঁশিয়ারির 10 দিনের মাথায় বদলির নির্দেশ পেলেন ওসি প্রসেনজিৎ দত্ত ৷ এই ঘটনাকে কাকতালীয় বলে মানতে নারাজ জেলার রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন: তৃণমূল ছেড়েই শুভেন্দুর সভায় বিজেপিতে যোগ অনুব্রত ঘনিষ্ঠ বিপ্লবের

উল্লেখ্য, গত 21 ডিসেম্বর বীরভূমের সাঁইথিয়া থানা এলাকার চারতলা মোড়ে একটি পথসভা করে তৃণমূল কংগ্রেস ৷ সেই পথসভার অন্যতম বক্তা ছিলেন মলয় ৷ অনুষ্ঠানের মঞ্চ থেকে তাঁকে বলতে শোনা যায়, "কিছু কিছু প্রশানিক কর্তা আছেন ৷ সাঁইথিয়া থানাও এর মধ্যেই পড়ে ৷ জানি না কোন স্বপ্ন দেখে এঁরা (বিজেপির) চাটুকারিতা শুরু করেছেন ! আপনাদের পরিষ্কার হুঁশিয়ারি দিতে চাই, যদি ভাবেন অনুব্রত মণ্ডল ভিতরে আছেন বলে আপনাদের কেউ কিছু করতে পারবে না, তাহলে আপনারা ভুল করছেন ৷ আধঘণ্টাও সময় লাগবে না ৷ আপনাকে এখান থেকে সুন্দরবন পাঠিয়ে দেব !" প্রসঙ্গত, এই ঘটনার দু'দিন আগেই আবার দুর্নীতির অভিযোগ তুলে সাঁইথিয়া থানার সামনেই বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি ৷

এ নিয়ে প্রশ্ন করা হলে প্রকাশ্যে উত্তর এড়িয়ে গিয়েছেন শাসকদলের স্থানীয় নেতা ও কর্মীরা ৷ কেউ কেউ আবার দায়সারা উত্তর দিয়েছেন ৷ রুটিন বদলির তত্ত্ব খাড়া করছেন তাঁরা ৷ একই তত্ত্ব উঠে আসছে পুলিশ প্রসাশন সূত্রেও ৷ তাদের দাবি, সাধারণ নিয়ম মেনেই সাঁইথিয়া থানার ওসি প্রসেনজিৎ দত্তকে রামপুরহাট থানায় (Rampurhat Police Station) বদলি করে দেওয়া হয়েছে ৷ সেখানে থানার সেকেন্ড অফিসার হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি ৷

অন্যদিকে, এই বিষয়ে প্রশ্ন করা হলে বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, "আবার একবার প্রমাণ হয়ে গেল যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই ৷ বীরভূমের মানুষও সব বুঝছেন ৷ তাঁরা তো দেখতেই পাচ্ছেন, তৃণমূল পরিচালিত সরকার কীভাবে দেশের আইন নিয়ে ছিনিমিনি খেলছে !প্রসেনজিৎবাবুর ভাগ্য ভালো বলতে হবে যে তাঁকে সত্যি সত্যি সুন্দরবন ট্রান্সফার করে দেওয়া হয়নি ৷ বদলে রামপুরহাটে পাঠানো হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.