বোলপুর, 15 জুন : বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সবুজকলি সেনকে মুখ্য উপদেষ্টা হিসাবে নিযুক্ত করল বোলপুর পৌরসভা। এদিন পৌরসভায় আনুষ্ঠানিক ভাবে অক্সিজেন কনসেনট্রেটর বসানো হয়। সেই অনুষ্ঠানেই মুখ্য উপদেষ্টা হিসাবে সবুজকলি সেনের নাম ঘোষণা করা হয়।
কিছুদিন আগে পর্যন্ত জেলায় অক্সিজেনের অভাবে ত্রাহি ত্রাহি রব উঠেছিল ৷ যদিও এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ৷ ভবিষ্যতে যাতে অক্সিজেন সংক্রান্ত কোনও অসুবিধা না হয় , সেজন্য দিল্লির রাধামোহন ফাউণ্ডেশনের পক্ষ থেকে বোলপুর পৌরসভাকে অক্সিজেন কনসেনট্রেটর দেওয়া হয় ৷ আধুনিক মানের এই যন্ত্রাংশে বাতাস থেকে সরাসরি অক্সিজেন নিতে সক্ষম। একসঙ্গে দু'জন রোগী এই মেশিনের মাধ্যমে অক্সিজেন নিতে পারবেন।
আরও পড়ুুন : এবার বেসুরো সুনীল মণ্ডল, আক্রমণ বিজেপি ও শুভেন্দুকে
এদিন আনুষ্ঠানিক ভাবে এই পরিষেবার সূচনা হয়। পরবর্তীতে অক্সিজেন পার্লার তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয় পৌর কর্তৃপক্ষের তরফে। বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক তথা জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন, পৌরসভার প্রশাসক পর্ণা ঘোষ প্রমুখ ৷ এই অনুষ্ঠানেই পৌরসভার মুখ্য উপদেষ্টা হিসাবে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সবুজকলি সেনের নাম ঘোষণা করা হয় ৷
বোলপুর পৌরসভার প্রশাসক পর্ণা ঘোষ বলেন, "মানুষের ভালো কাজে সব সময় সবুজকলি সেনকে পাওয়া যায়। তাই ওনাকে পৌরসভার মুখ্য উপদেষ্টা করা হল। আশা করি আগামীতে উন্নয়নমূলক কাজে ওনার পরামর্শ পাব আমরা।"