বোলপুর, 12 সেপ্টেম্বর : পুলিশের খাতায় ফেরার । কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে জেলা কমিটির বৈঠকে দেখা গেল নানুরে BJP কর্মী খুনে মূল অভিযুক্ত তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানকে । এই ছবি ফেসবুকে পোস্ট হয়েছে মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহের পেজ থেকে । যা ঘিরে বিতর্ক শুরু হয়েছে ।
গত 6 সেপ্টেম্বর নানুরের রামকৃষ্ণপুর গ্রামে গুলিবিদ্ধ হন BJP নেতা স্বরূপ গড়াই । চিকিৎসারত অবস্থায় 9 সেপ্টেম্বর কলকাতায় তাঁর মৃত্যু হয় । নিহতের দেহ নিয়ে শুরু হয় পুলিশের সঙ্গে BJP কর্মীদের চাপানউতোর । ঘটনায় নিহতের ভাই অরূপ গড়াই 7 সেপ্টেম্বর নানুর থানায় তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান সহ 11 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন । তারপর পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে । কিন্তু, মূল অভিযুক্ত কেরিম খানকে গ্রেপ্তারের দাবিতে নানুর থানার সামনে ও সিউড়ি জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করেন BJP-র নেতা কর্মীরা । ঘটনার পর থেকে গ্রাম ছাড়া কেরিম খান ।
পুলিশের খাতায় ফেরার এই তৃণমূল নেতাকে বোলপুরে দলের কার্যালয়ে জেলা কমিটির বৈঠকে অনুব্রত মণ্ডলের সঙ্গে ছবি দেখা যায় । যদিও, এই প্রসঙ্গে কোন মন্তব্য করতে চাননি তৃণমূল নেতৃত্ব । BJP নেতা অনুপম হাজরা বলেন, "কোথায় নিরপেক্ষতা? আমাদের কর্মী খুনের মূল অভিযুক্ত তৃণমূল জেলা সভাপতির পাশে বসে । তাদেরই মন্ত্রীর পোস্ট করা ছবি । এই ঘটনায় CBI তদন্ত চাই ।"