কলকাতা, 8 মে : বুথের মধ্যে দাঁড়িয়ে রয়েছে "দাদারা"। কেউ ভোট দিতে এলে তাকে EVM পর্যন্ত এগিয়ে দিচ্ছে । কোথায় ভোট দিতে হবে তা আঙুল দিয়ে দেখাচ্ছে । আর বয়স একটু বেশি হলে তো কথাই নেই । কষ্ট লাঘব করতে রীতিমতো হাত ধরে ভোটটাও দিয়ে দিচ্ছে । বুথের বাইরে হাসিমুখে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান । নির্বিকার ভোটকর্মীরা । আর এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। সেটি পৌঁছায় বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের কাছে। সব ঠিক থাকলে সেই ভিডিয়োই এবার পুনর্নির্বাচন করাতে চলেছে বোলপুর লোকসভার কেতুগ্রামের আমগড়িয়ার 52 নম্বর বুথে ।
এমনিতে তৃতীয় এবং চতুর্থ দফার ভোটে কোনও পুনর্নির্বাচনের সুপারিশ আসেনি জেলার তরফে । নির্বাচন কমিশনের নির্দেশে এবার সব স্ক্রুটিনি ভ্যালিডেট করছেন অজয় নায়েক। সেই সূত্রে চতুর্থ দফার ভোটেরও ভ্যালিডেট করেন অজয়। নজর দেন কেতুগ্রামের ওই বুথটিতে। সূত্রের খবর, মাইক্রো অবজ়ারভারের রিপোর্ট অবশ্য তেমন কিছু বলেনি। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই জেলা নির্বাচন আধিকারিক কোনও পুনর্নির্বাচনের সুপারিশ করেননি। তবুও সন্দেহ দূর হয়নি অজয়ের। তিনি দু'বার রিপোর্ট পাঠান। সূত্র জানাচ্ছে, জেলা থেকে যে রিপোর্ট আসে তাতে প্রথম রিপোর্ট থেকে খুব একটা হেরফের হয়নি। তখন CCTV ফুটেজ খতিয়ে দেখেন অজয়। দেখা যায় ভাইরাল হওয়া ভিডিয়োটি অনেকটাই ঠিক। সেই সূত্রেই অজয় ওই বুথটিতে পুনর্নির্বাচনের সুপারিশ করেছেন বলে খবর।
সূত্র জানাচ্ছে, সব ঠিক থাকলে আজই নির্বাচন কমিশনের তরফে ওই বুথে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে ষষ্ঠ দফার সঙ্গেই ওই বুথে পুননির্বাচন হতে পারে ।