ETV Bharat / state

ভাইরাল ভিডিয়ো দেখে কেতুগ্রামে পুনর্নির্বাচনের সুপারিশ অজয় নায়েকের ! - re poll

বোলপুর লোকসভার কেতুগ্রামের 52 নম্বর বুথে হতে পারে পুনর্নির্বাচন ।

অজয় নায়েক
author img

By

Published : May 8, 2019, 5:50 PM IST

Updated : May 9, 2019, 4:36 PM IST


কলকাতা, 8 মে : বুথের মধ্যে দাঁড়িয়ে রয়েছে "দাদারা"। কেউ ভোট দিতে এলে তাকে EVM পর্যন্ত এগিয়ে দিচ্ছে । কোথায় ভোট দিতে হবে তা আঙুল দিয়ে দেখাচ্ছে । আর বয়স একটু বেশি হলে তো কথাই নেই । কষ্ট লাঘব করতে রীতিমতো হাত ধরে ভোটটাও দিয়ে দিচ্ছে । বুথের বাইরে হাসিমুখে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান । নির্বিকার ভোটকর্মীরা । আর এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। সেটি পৌঁছায় বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের কাছে। সব ঠিক থাকলে সেই ভিডিয়োই এবার পুনর্নির্বাচন করাতে চলেছে বোলপুর লোকসভার কেতুগ্রামের আমগড়িয়ার 52 নম্বর বুথে ।

এমনিতে তৃতীয় এবং চতুর্থ দফার ভোটে কোনও পুনর্নির্বাচনের সুপারিশ আসেনি জেলার তরফে । নির্বাচন কমিশনের নির্দেশে এবার সব স্ক্রুটিনি ভ্যালিডেট করছেন অজয় নায়েক। সেই সূত্রে চতুর্থ দফার ভোটেরও ভ্যালিডেট করেন অজয়। নজর দেন কেতুগ্রামের ওই বুথটিতে। সূত্রের খবর, মাইক্রো অবজ়ারভারের রিপোর্ট অবশ্য তেমন কিছু বলেনি। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই জেলা নির্বাচন আধিকারিক কোনও পুনর্নির্বাচনের সুপারিশ করেননি। তবুও সন্দেহ দূর হয়নি অজয়ের। তিনি দু'বার রিপোর্ট পাঠান। সূত্র জানাচ্ছে, জেলা থেকে যে রিপোর্ট আসে তাতে প্রথম রিপোর্ট থেকে খুব একটা হেরফের হয়নি। তখন CCTV ফুটেজ খতিয়ে দেখেন অজয়। দেখা যায় ভাইরাল হওয়া ভিডিয়োটি অনেকটাই ঠিক। সেই সূত্রেই অজয় ওই বুথটিতে পুনর্নির্বাচনের সুপারিশ করেছেন বলে খবর।

সূত্র জানাচ্ছে, সব ঠিক থাকলে আজই নির্বাচন কমিশনের তরফে ওই বুথে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে ষষ্ঠ দফার সঙ্গেই ওই বুথে পুননির্বাচন হতে পারে ।


কলকাতা, 8 মে : বুথের মধ্যে দাঁড়িয়ে রয়েছে "দাদারা"। কেউ ভোট দিতে এলে তাকে EVM পর্যন্ত এগিয়ে দিচ্ছে । কোথায় ভোট দিতে হবে তা আঙুল দিয়ে দেখাচ্ছে । আর বয়স একটু বেশি হলে তো কথাই নেই । কষ্ট লাঘব করতে রীতিমতো হাত ধরে ভোটটাও দিয়ে দিচ্ছে । বুথের বাইরে হাসিমুখে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান । নির্বিকার ভোটকর্মীরা । আর এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। সেটি পৌঁছায় বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের কাছে। সব ঠিক থাকলে সেই ভিডিয়োই এবার পুনর্নির্বাচন করাতে চলেছে বোলপুর লোকসভার কেতুগ্রামের আমগড়িয়ার 52 নম্বর বুথে ।

এমনিতে তৃতীয় এবং চতুর্থ দফার ভোটে কোনও পুনর্নির্বাচনের সুপারিশ আসেনি জেলার তরফে । নির্বাচন কমিশনের নির্দেশে এবার সব স্ক্রুটিনি ভ্যালিডেট করছেন অজয় নায়েক। সেই সূত্রে চতুর্থ দফার ভোটেরও ভ্যালিডেট করেন অজয়। নজর দেন কেতুগ্রামের ওই বুথটিতে। সূত্রের খবর, মাইক্রো অবজ়ারভারের রিপোর্ট অবশ্য তেমন কিছু বলেনি। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই জেলা নির্বাচন আধিকারিক কোনও পুনর্নির্বাচনের সুপারিশ করেননি। তবুও সন্দেহ দূর হয়নি অজয়ের। তিনি দু'বার রিপোর্ট পাঠান। সূত্র জানাচ্ছে, জেলা থেকে যে রিপোর্ট আসে তাতে প্রথম রিপোর্ট থেকে খুব একটা হেরফের হয়নি। তখন CCTV ফুটেজ খতিয়ে দেখেন অজয়। দেখা যায় ভাইরাল হওয়া ভিডিয়োটি অনেকটাই ঠিক। সেই সূত্রেই অজয় ওই বুথটিতে পুনর্নির্বাচনের সুপারিশ করেছেন বলে খবর।

সূত্র জানাচ্ছে, সব ঠিক থাকলে আজই নির্বাচন কমিশনের তরফে ওই বুথে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে ষষ্ঠ দফার সঙ্গেই ওই বুথে পুননির্বাচন হতে পারে ।

Intro:কলকাতা, ৮ মে: বুথের মধ্যে দাঁড়িয়ে রয়েছে "দাদারা" । কেউ ভোট দিতে এলে তাঁকে EVM পর্যন্ত এগিয়ে দিচ্ছে । কোথায় ভোট দিতে হবে তা আঙুল দিয়ে দেখাচ্ছে । আর বয়স একটু বেশি হলে তো কথাই নেই । কষ্ট লাঘব করতে রীতিমতো হাত ধরে ভোটটাও দিয়ে দিচ্ছে । বুথের বাইরে হাসিমুখে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান । নির্বিকার ভোটকর্মীরা । আর এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। সেটি পৌঁছয় বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের কাছে। সব ঠিক থাকলে সেই ভিডিওই এবার পুনর্নির্বাচন করাতে চলেছে বোলপুর লোকসভার কেতুগ্রামের 52 নম্বর বুথে। বিশ্বস্ত সূত্রে খবর এমনটাই।
Body:এমনিতে তৃতীয় এবং চতুর্থ দফার ভোটে কোন পুনর্নির্বাচনের সুপারিশ আসেনি জেলার তরফে। নির্বাচন কমিশনের নির্দেশে এবার সব স্কুটিনি ভ্যালিডেট করছেন অজয় নায়েক। সেই সূত্রে চতুর্থ ব্যথার ভোটেরও ভ্যালিডেট করেন অজয়। নজর দেন কেতুগ্রামের ওই বুথটিতে। সূত্রের খবর, মাইক্রো অবজারভারের রিপোর্ট অবশ্য তেমন কিছু বলেনি। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই জেলা নির্বাচন আধিকারিক কোনও পুনর্নির্বাচনের সুপারিশ করেননি। তবুও সন্দেহ দূর হয়নি অজয়ের। তিনি দুবার রিপোর্টে পাঠান। সূত্র জানাচ্ছে, জেলা থেকে যে রিপোর্ট আসে তাতে প্রথম রিপোর্ট থেকে খুব একটা হেরফের হয়নি। তখন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন অজয়। দেখা যায় ভাইরাল হওয়া ভিডিওটি অনেকটাই ঠিক। সেই সূত্রেই অজয় ওই বুথটিতে পুনঃনির্বাচনের সুপারিশ করেছেন বলে খবর।

লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় বোলপুরে ভোট ছিল । পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত হলেও কেতুগ্রাম বিধানসভা বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত । ভোটের পর সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয় । তাতে দেখা যায়, এক মহিলা ভোটদান কক্ষের সামনে দাঁড়িয়ে রয়েছেন । খানিকটা ইস্ততত বোধ করছেন । তাঁর 'কষ্ট' দেখে এগিয়ে আসেন সাদা জামা ও কালো প্যান্ট পরিহিত এক ব্যক্তি । মহিলার হয়ে ভোটটা দিয়ে দিলেন তিনি । কাজ 'হাসিল' করেই দরজার পাশে এগিয়ে গেলেন । আরও একজন ভোটার এলেন । মধ্য বয়স্ক এক পুরুষ । তাঁকে দেখিয়ে দিলেন কোথায় ভোটটা দিতে হবে । একটু পরে এলেন আরও একজন । গায়ে নীল-সাদা চেক জামা । এক বৃদ্ধাকে ধরে ধরে ভোটদান কক্ষে নিয়ে গেলেন । তারপর বৃদ্ধার হাত ধরে "টার্গেটে" ভোট দিয়ে দিলেন । পরে এক যুবক ভোট দিতে ঢুকলেন । ভোটদানের ঘেরা অংশের উপর দিয়ে জরিপ করে নিলেন 'ঠিক জায়গায়' ভোট পড়ল কি না । শুধু তাই নয়, ভোটটা যে "টার্গেটেই" পড়েছে , তা নিশ্চিত হতে তবেই রেহাই মিলল ভোটারের । এভাবেই "কড়া নজরে" বেশ কিছুক্ষণ ভোটদান চলল । চেক জামার ভার লাঘব করতে এগিয়ে এলেন আরও একজন । গায়ে কমলা জামা । এক বৃদ্ধাকে নিয়ে গিয়ে ভোটকক্ষে ঢুকিয়ে তাঁর হয়ে ভোট দিয়ে দিলেন । "ঠিকভাবে" কাজ হাসিল হল কি না, সেদিকে তীক্ষ্ম নজর রাখলেন সেই চেক জামা পরিহিত ব্যক্তি । আর বিষয়টি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সামনেই ঘটেছে । কিন্তু, নিরুত্তাপ ছিলেন সেই জওয়ান । আর তারপরই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে এত ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কী হল ?Conclusion:সূত্র জানাচ্ছে, সব ঠিক থাকলে আজই নির্বাচন কমিশনের তরফে ওই বুথে পুনঃনির্বাচনের কথা ঘোষণা করা হতে পারে। সে ক্ষেত্রে ষষ্ঠ দফার সঙ্গেই ওই বুথে পুননির্বাচন হতে পারে বলে খবর।
Last Updated : May 9, 2019, 4:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.