জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনে বীরভূমের জেলা স্বাস্থ্য বিভাগে একাধিক পদে নিয়োগ নিয়োগ করা হবে ৷ 31 জুলাই সকাল সাড়ে দশটার সময় হবে ওয়াক-ইন-ইন্টারভিউ ৷
আসন সংখ্যা : ল্যাব টেকনিশিয়ান, স্টাফ নার্স, মেডিকেল অফিসার সহ মোট 10টি শূন্য আসন রয়েছে ৷ জেনেরাল ছাড়াও SC-ST ক্যাটাগরিতেও নিয়োগ হবে৷
শিক্ষাগত যোগ্যতা :
এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ করতে হবে ৷ পাশাপাশি ল্যাবরেটির টেকনোলজিতে দু'বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে । মেডিকেল অফিসারের ক্ষেত্রে M.B.B.S ডিগ্রির পাশাপাশি অভিজ্ঞতা থাকা জরুরি ৷ স্টাফ নার্সদের ক্ষেত্রে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে GNM কোর্স করতে হবে ৷ আলাদা আলাদ পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য পেতে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে ও বিজ্ঞপ্তিতে যোগ রাখুন ৷
বয়স সীমা : আবেদনকারীদের ক্ষেত্রে পোস্ট ভিত্তিতে বয়স সীমা ভিন্ন ৷ ল্যাব টেকনিশিয়ানের জন্য সর্বোচ্চ বয়সসীমা 40 বছর ৷ এই পদের জন্য বেতন দেওয়া হবে মাসিক 17,220 টাকা । মেডিকেল অফিসার পদে সর্বোচ্চ বয়সসীমা 65 বছর ৷ এই পদের জন্য বেতন দেওয়া হবে মাসিক 40,000 টাকা । 10 টি পদের জন্য আলাদা বয়স সীমা ও বেতন কাঠামো রয়েছে ৷ বিস্তারিত জেনে নিন স্বাস্থ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে ৷
আবেদনের প্রক্রিয়া:
20 জুলাই স্বাস্থ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ জেনেরাল ক্যাটাগরির প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি 100 টাকা ও SC/ST/OBC-দের জন্য অ্যাপ্লিকেশন ফি 50 টাকা ৷ ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে ফি জমা দিতে হবে। ফর্মের সঙ্গে তা অ্যাটাচ করে ইন্টারভিউয়ের দিন উপস্থিত হতে হবে ৷ NEFT করলে তার রিসিপ্ট কপি সঙ্গে রাখতে হবে ৷ সঙ্গে রাখতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিক, স্নাতক স্তর, স্নাতোকত্তর স্তরের মার্কসিট সহ প্রয়োজনীয় কাগজপত্র ৷
ইন্টারভিউ স্থান
চিফ মেডিকেল অফিসার অফ হেল্থের অফিস ৷ (নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, অল্ড আউটডোর ক্যাম্পাস, সিউড়ি, বীরভূম , পিন - 731101) ৷ সকাল দশটার মধ্যে উপস্থিত হতে হবে প্রার্থীদের ৷
গুরুত্বপূর্ণ তারিখ:
31 জুলাই সকাল সাড়ে দশটা ৷
চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।