ETV Bharat / state

বই পড়লেই কফি ফ্রি বোলপুরের এই রেস্তরাঁয় - বিনামূল্যে কফি

বোলপুরের পঞ্চব্যাঞ্জন । বোলপুর নেতাজি মার্কেটের কাছে এই রেস্তরাঁর মধ্যেই রয়েছে একটি গ্রন্থাগার। মেনুকার্ডে কফির দাম 40 টাকা । তবে এখানে বসে বই পড়লে ফ্রিতে পাওয়া যাবে কফি ।

ছবি
author img

By

Published : Nov 17, 2019, 2:46 AM IST

Updated : Nov 17, 2019, 7:56 AM IST

বোলপুর, 17 নভেম্বর : বর্তমানে রেস্তরাঁ মানেই খাবার অর্ডার করে হয় ফেসবুক স্ক্রলিং নয়তো সেলফিতে ডুব । তবে বোলপুরের এই রেস্তরাঁ একটু আলাদা । একটি আস্ত গ্রন্থাগার রয়েছে এখানে । বই পড়লেই বিনামূল্যে কফি পাওয়া যাচ্ছে ।

হাতের তালুতে থাকা অ্যান্ড্রয়েড আর ইন্টারনেট যে বহুকাল আগেই বইয়ের গন্ধ ভুলিয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না । ঘণ্টার পর ঘণ্টা বই পড়ার চল অনেকদিন আগেই হারিয়ে গেছে । মোবাইল আর সোশাল মিডিয়ার কৃপায় আজ দু'জন পাশাপাশি থেকেও দুই মেরুতে অবস্থান করে । তবে একটু অন্য কথা বলছে বোলপুরের পঞ্চব্যাঞ্জন ।

image
রেস্তরাঁর মধ্যেই রয়েছে একটি গ্রন্থাগার

বোলপুর নেতাজি মার্কেটের কাছে এই রেস্তরাঁর মধ্যেই রয়েছে একটি গ্রন্থাগার । মেনুকার্ডে কফির দাম 40 টাকা । তবে এখানে বসে বই পড়লে ফ্রি তে পাওয়া যাবে কফি । রেস্তরাঁর গ্রন্থাগারে রয়েছে শিশু সাহিত্য, কবিতা, গল্প, উপন্যাস সব ধরনের বই ।

image
বোলপুরের রেস্তরাঁ

এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরের মানুষ । এই বিষয়ে রেস্তরাঁর মালিক তাপস মল্লিক বলেন, "নতুন প্রজন্মকে বই হাতে দেখাটাই বিরল হয়ে উঠেছে৷ তাই বই পড়ার রেওয়াজ চালু করতে এই উদ্যোগ নিয়েছি ।"

বোলপুর, 17 নভেম্বর : বর্তমানে রেস্তরাঁ মানেই খাবার অর্ডার করে হয় ফেসবুক স্ক্রলিং নয়তো সেলফিতে ডুব । তবে বোলপুরের এই রেস্তরাঁ একটু আলাদা । একটি আস্ত গ্রন্থাগার রয়েছে এখানে । বই পড়লেই বিনামূল্যে কফি পাওয়া যাচ্ছে ।

হাতের তালুতে থাকা অ্যান্ড্রয়েড আর ইন্টারনেট যে বহুকাল আগেই বইয়ের গন্ধ ভুলিয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না । ঘণ্টার পর ঘণ্টা বই পড়ার চল অনেকদিন আগেই হারিয়ে গেছে । মোবাইল আর সোশাল মিডিয়ার কৃপায় আজ দু'জন পাশাপাশি থেকেও দুই মেরুতে অবস্থান করে । তবে একটু অন্য কথা বলছে বোলপুরের পঞ্চব্যাঞ্জন ।

image
রেস্তরাঁর মধ্যেই রয়েছে একটি গ্রন্থাগার

বোলপুর নেতাজি মার্কেটের কাছে এই রেস্তরাঁর মধ্যেই রয়েছে একটি গ্রন্থাগার । মেনুকার্ডে কফির দাম 40 টাকা । তবে এখানে বসে বই পড়লে ফ্রি তে পাওয়া যাবে কফি । রেস্তরাঁর গ্রন্থাগারে রয়েছে শিশু সাহিত্য, কবিতা, গল্প, উপন্যাস সব ধরনের বই ।

image
বোলপুরের রেস্তরাঁ

এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরের মানুষ । এই বিষয়ে রেস্তরাঁর মালিক তাপস মল্লিক বলেন, "নতুন প্রজন্মকে বই হাতে দেখাটাই বিরল হয়ে উঠেছে৷ তাই বই পড়ার রেওয়াজ চালু করতে এই উদ্যোগ নিয়েছি ।"

Intro:বোলপুর, ১৬ নভেম্বরঃ বই পড়লেই কফি ফ্রি। এমনও হয়? বেশ কিছুটা অবাক হয়েছিলাম। রেস্টুরেন্টে বসে সাধারণ মোবাইল হাতে ফেসবুক, ওয়ার্টস এপে বা সেলফি তুলতে ব্যস্ত থাকেন সকলে। বই পড়ার প্রতি ঝোঁক বাড়াতে বোলপুরের একটি রেস্টুরেন্টে এমনই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এই মর্মে একটি গ্রন্থাগারও করা হয়েছে রেস্টুরেন্টের মধ্যেই।Body:বোলপুর, ১৬ নভেম্বরঃ বই পড়লেই কফি ফ্রি। এমনও হয়? বেশ কিছুটা অবাক হয়েছিলাম। রেস্টুরেন্টে বসে সাধারণ মোবাইল হাতে ফেসবুক, ওয়ার্টস এপে বা সেলফি তুলতে ব্যস্ত থাকেন সকলে। বই পড়ার প্রতি ঝোঁক বাড়াতে বোলপুরের একটি রেস্টুরেন্টে এমনই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এই মর্মে একটি গ্রন্থাগারও করা হয়েছে রেস্টুরেন্টের মধ্যেই।

নব প্রজন্মের কাছে বই পড়ার চল যে কমেছে তা বলাই চলে। বহু কবি, সাহিত্যিক এই নিয়ে একাধিক সমালোচনা করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শহর এই বোলপুর। বই পড়ার প্রতি ঝোঁক বাড়াতে বোলপুরের একটি রেস্টুরেন্টে অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা এখন শহরের মানুষজনের কাছে রীতিমতো চর্চার বিষয়। বোলপুর নেতাজি মার্কেটের কাছে এই রেস্টুরেন্টে 'বই পড়লেই কফি ফ্রি' ঘোষণা করা হয়েছে। রেস্টুরেন্টের মেনুতে দেখা যাচ্ছে কফি প্রতি ৪০ টাকা। রেস্টুরেন্ট এসে বই পড়লেই এই কফি মিলছে সম্পূর্ণ বিনামূল্যে। রেস্টুরেন্টে এই মর্মে একটি গ্রন্থাগারও করা হয়েছে। গ্রন্থাগারে রয়েছে শিশুদের বই সহ, কবিতা, গল্প, উপন্যাস, রাজনৈতিক, জীবনী, প্রবন্ধের বই।
বই পড়লেই কফি বিনামূল্যের অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের শিক্ষিত মহল।
রেস্টুরেন্টের মালিক তাপস মল্লিক বলেন, "নব প্রজন্মকে বই হাতে দেখাটাই বিরল হয়ে উঠেছে৷ তাই বই পড়ার রেওয়াজ প্রচলনে আমি এই উদ্যোগ নিয়েছি।"Conclusion:
Last Updated : Nov 17, 2019, 7:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.