বীরভূম, 25 এপ্রিল : রমজান মাস শুরু হয়েছে আজ । রাত পোহালেই অক্ষয় তৃতীয়া । তারউপর প্রায় একমাস হল দেশজুড়ে লকডাউন । তাই বীরভূম জেলায় বেড়েছে ফলের দাম। ইতিমধ্যেই আম, আপেল, বেদানা, আঙুর, কলা, নারকেল সহ নানা ফলের দাম প্রায় 10-15 টাকা বেড়েছে ।
উৎপাদন, সরবরাহ থেকে কেনা-বেচা সর্বত্র লকডাউনের প্রভাব পড়েছে । তাই বেশকিছু খাদ্য সামগ্রীর দাম বেড়েছে। যদিও, দাম নিয়ন্ত্রণ করতে নানা বাজারে টহল দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। এরমধ্যেই শুরু হল রমজান মাস। আগামীকাল অক্ষয় তৃতীয়াও । তাই এই সময় ফলের চাহিদা তুঙ্গে। গণেশ ও নারায়ন পুজোর জন্য ফলের দাম ইতিমধ্যেই বেড়েছে। বীরভূমে আজ আপেলের দাম 135 -145 টাকা, বেদানা 75-85 টাকা,কলা 25-35 টাকা ডজন, আঙুর 95-110 টাকা কেজি, নারকেল প্রতি 25 -35 টাকা, আম 65 থেকে 75 টাকা কেজি, শঁশা 25-35 টাকা কেজি, তরমুজ 20-25 টাকা কেজি, কমলালেবু প্রতি 8-12 টাকা, খেজুর 110 -120 টাকা কেজি।
এবিষয়ে ব্যবসায়ীরা বলেন, "পাইকারি দর বৃদ্ধি পাওয়ায় দাম কিছুটা বাড়াতে হয়েছে । এছাড়া লকডাউনে ক্রেতার অভাবে এমনিতেই অনেক ফল নষ্ট হয়েছে । তাই ফলের দাম একটু বেড়েছে । "