ETV Bharat / state

Bagtui Massacre : বগটুই কাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুলের জামিন খারিজ - Rampurhat sub division court rejects bail of Anarul in bagtui massacre

রামপুরহাটের বগটুই গণহত্যায় ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনের জামিনের আবেদন খারিজ করে দিল রামপুরহাট মহকুমা আদালত (Bagtui Massacre)৷

bogtui
বগটুই কাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুলের জামিন খারিজ রামপুরহাট মহকুমা আদালতের
author img

By

Published : May 4, 2022, 8:14 PM IST

রামপুরহাট, 4 মে : বগটুইয়ের ঘটনায় অভিযুক্ত আনারুল হোসেনের জামিনের আবেদন খারিজ করলেন রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য দায়রা আদালতের বিচারক (Rampurhat Sub Division Court Rejects Bail of Anarul in Bagtui Massacre)। গত 24 মার্চ বগটুইকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তারাপীঠ থেকে গ্রেফতার করা হয় আনারুল হোসেনকে । তারপর থেকে কখনও পুলিশ হেফাজত, কখনও সিবিআই এবং কখনও জেল হেফাজতে ছিল আনারুল ।

জেল হেফাজতে থাকার মেয়াদ বুধবার সম্পূর্ণ হওয়ায় তাকে পুনরায় রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় । সেখানে আনারুল হোসেনের আইনজীবী জামিন মঞ্জুরের অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন করেন । কিন্তু বিচারক সেই আবেদন প্রত্যাখান করেন । পুনরায় 18 মে তাকে আদালতে তোলার নির্দেশ দেওয়া হয় । এদিকে আনারুল হোসেনের পলিগ্রাফ টেস্টের পরবর্তী দিন ধার্য করা হয়েছে 18 মে ।

বগটুই কাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুলের জামিন খারিজ রামপুরহাট মহকুমা আদালতের

বুধবার আনারুলকে আদালতে নিয়ে যাওয়ার সময় সে বলে,"আমি নির্দোষ । ষড়যন্ত্র করা হয়েছে ।"

আরও পড়ুন : Anarul Hossain Arrest : মুখ্যমন্ত্রীর নির্দেশ পেতেই তৎপর পুলিশ, তারাপীঠ থেকে গ্রেফতার ‘পলাতক’ আনারুল

রামপুরহাট, 4 মে : বগটুইয়ের ঘটনায় অভিযুক্ত আনারুল হোসেনের জামিনের আবেদন খারিজ করলেন রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য দায়রা আদালতের বিচারক (Rampurhat Sub Division Court Rejects Bail of Anarul in Bagtui Massacre)। গত 24 মার্চ বগটুইকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তারাপীঠ থেকে গ্রেফতার করা হয় আনারুল হোসেনকে । তারপর থেকে কখনও পুলিশ হেফাজত, কখনও সিবিআই এবং কখনও জেল হেফাজতে ছিল আনারুল ।

জেল হেফাজতে থাকার মেয়াদ বুধবার সম্পূর্ণ হওয়ায় তাকে পুনরায় রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় । সেখানে আনারুল হোসেনের আইনজীবী জামিন মঞ্জুরের অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন করেন । কিন্তু বিচারক সেই আবেদন প্রত্যাখান করেন । পুনরায় 18 মে তাকে আদালতে তোলার নির্দেশ দেওয়া হয় । এদিকে আনারুল হোসেনের পলিগ্রাফ টেস্টের পরবর্তী দিন ধার্য করা হয়েছে 18 মে ।

বগটুই কাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুলের জামিন খারিজ রামপুরহাট মহকুমা আদালতের

বুধবার আনারুলকে আদালতে নিয়ে যাওয়ার সময় সে বলে,"আমি নির্দোষ । ষড়যন্ত্র করা হয়েছে ।"

আরও পড়ুন : Anarul Hossain Arrest : মুখ্যমন্ত্রীর নির্দেশ পেতেই তৎপর পুলিশ, তারাপীঠ থেকে গ্রেফতার ‘পলাতক’ আনারুল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.