রামপুরহাট, 26 জুন : বিস্ফোরক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় । রামপুরহাট 1 নম্বর ব্লকের মাসরা গ্রাম পঞ্চায়েতে কর্মিসভায় বিতর্কিত মন্তব্য করলেন রামপুরহাটের বিধায়ক । তাঁর দাবি, নব্য তৃণমূলে আসা নেতা-কর্মীরা মধু খেতে এসেছেন । এই মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা (Rampurhat MLA Asish Banerjee) ।
সামনেই পঞ্চায়েত নির্বাচন, তাকেই পাখির চোখ করে দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে প্রতিটি পঞ্চায়েতে চলছে কর্মী সম্মেলন । কয়েক দিন আগেই কাষ্ঠগড়া পঞ্চায়েতের সম্মেলনে কার্যত পঞ্চায়েত সদস্য এবং কাউন্সিলরদের দুর্নীতিগ্রস্ত বলে ফেলেছিলেন আশিস বন্দ্যোপাধ্যায় । এবার নব্য তৃণমূলদের সরাসরি আক্রমণ করে বিতর্কে বিধানসভার ডেপুটি স্পিকার ।
রবিবার কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "একটা সময় ছিল যখন কেউ তৃণমূলের পতাকা ধরতে সাহস পেত না । ভয়ে কাঁপত । তৃণমূল ক্ষমতায় আসার পর মধু পান করতে তৃণমূলে যোগদান করল । তবে একটা জিনিস ভাল লাগছে, তাঁদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে যোগদান করতে হল । সেই জন্য ধন্যবাদ ।"
গত 21 মার্চ বগটুই কাণ্ডের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার করা হয় তৎকালীন রামপুরহাট 1 নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেনকে । সেই শূন্যপদে আসেন সদ্য তৃণমূলে সৈয়দ সিরাজ জিম্মি । 2016 সালের বিধানসভা নির্বাচনে একসময় বীরভূম জেলা কংগ্রেস সভাপতি জিম্মি রামপুরহাটে জোটের প্রার্থী ছিলেন । তাঁর বিরুদ্ধে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায় । তারপর 2019 সালে তৃণমূলে যোগদান করেন জিম্মি । দলীয় সূত্রে খবর, দুই নেতার মধ্যে সম্পর্ক আদায়-কাঁচকলায় । আর তাঁকে মঞ্চে বসিয়েই একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন আশিস বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন : 'পশ্চিমবঙ্গে ভোট লুঠ, ত্রিপুরাতে হেরে ভূত' ; তৃণমূলকে কটাক্ষ সুকান্তর
জিম্মি বলেন, "আশিসবাবুর মন্তব্যের ব্যাখ্যা আমি দিতে পারব না । তবে আমি মনে করি এখনও যাঁরা দলে আসছেন তাঁরা মুখ্যমন্ত্রীর উন্নয়নকে দেখে এবং দলকে ভালবেসে আসছেন ।" বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা বলেন, "আশিসবাবু কোন উদ্দেশ্যে এবং কাকে বলতে চেয়েছেন তার ব্যাখ্যা উনিই দেবেন । তবে দলে কারা যোগদান করবেন, সেটা দলের উপরের নেতারা ঠিক করেন । তাঁরা ভাল বুঝেই নিশ্চয় যোগদান করান ।"