ETV Bharat / state

পরীক্ষায় জন্য দ্রুত রেলগেট খোলার দাবি জানিয়ে প্রহৃত যুবক - Birbhum

বীরভূমের প্রান্তিক রেলগেট দীর্ঘক্ষণ বন্ধ থাকায় প্রতিবাদ জানান মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকরা ৷ অভিযোগ, এই নিয়ে এক রেলকর্মীর সঙ্গে বচসা বাঁধে তাদের ৷ স্থানীয় মানুষজনের অভিযোগ, রেলকর্মী বেধড়ক মারধর করে সপ্তম দাস নামে এক যুবককে ৷

Birbhum rail gate controversy
প্রান্তিক রেলগেট
author img

By

Published : Feb 18, 2020, 2:08 PM IST

বোলপুর , 18 ফেব্রুয়ারি : মাধ্যমিক পরীক্ষার জন্য লকগেট খোলার দাবি জানানোয় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল রেলকর্মীর বিরুদ্ধে ৷ বীরভূমের প্রান্তিক রেলগেট এলাকার ঘটনা ৷ গুরুতর আহত সপ্তম দাসকে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ ঘটনায় রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের বন্ধু ৷

রেলগেট দ্রুত খোলা নিয়ে ধুন্ধুমার বীরভূমের প্রান্তিক রেলগেট এলাকা ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আজ সকালে পরপর বেশ কয়েকটি ট্রেন চলে আসায় প্রান্তিক রেলগেট বন্ধ রাখা হয়েছিল ৷ মাধ্যমিক পরীক্ষার্থীদের দেরি হওয়ায় রেলগেট দ্রুত খোলার দাবি জানান তাদের অভিভাবকরা ৷ অভিযোগ, রেলকর্মীদের বিষয়টি জানাতেই তারা বচসায় জড়ান ৷ বচসা শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়ায় ৷ অভিযোগ সপ্তম দাস নামে এক যুবককে বেধড়ক পেটায় রেলকর্মীরা ৷ সপ্তমের বন্ধু বাপি মণ্ডলের অভিযোগ, ‘‘স্থানীয় মানুষজন রেলগেট খোলার দাবি জানান ৷ রেলকর্মীদের সঙ্গে তাদের তর্ক-বিতর্ক শুরু হয় ৷ রেলকর্মীরা একজনকে মারতে যায় ৷ সে পালিয়ে গেলে আমার বন্ধুকে মারধর করে ৷ আমি গিয়ে তাকে উদ্ধার করি ৷’’ আহতকে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রেলকর্মী বিট্টু কুমার ৷ তাঁর দাবি, স্থানীয় মানুষজন তাঁকে মারধর করেছে ৷ ঘটনায় রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন সপ্তমের বন্ধু ৷

প্রান্তিক রেলগেট দ্রুত খোলা নিয়ে বচসা

বোলপুর , 18 ফেব্রুয়ারি : মাধ্যমিক পরীক্ষার জন্য লকগেট খোলার দাবি জানানোয় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল রেলকর্মীর বিরুদ্ধে ৷ বীরভূমের প্রান্তিক রেলগেট এলাকার ঘটনা ৷ গুরুতর আহত সপ্তম দাসকে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ ঘটনায় রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের বন্ধু ৷

রেলগেট দ্রুত খোলা নিয়ে ধুন্ধুমার বীরভূমের প্রান্তিক রেলগেট এলাকা ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আজ সকালে পরপর বেশ কয়েকটি ট্রেন চলে আসায় প্রান্তিক রেলগেট বন্ধ রাখা হয়েছিল ৷ মাধ্যমিক পরীক্ষার্থীদের দেরি হওয়ায় রেলগেট দ্রুত খোলার দাবি জানান তাদের অভিভাবকরা ৷ অভিযোগ, রেলকর্মীদের বিষয়টি জানাতেই তারা বচসায় জড়ান ৷ বচসা শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়ায় ৷ অভিযোগ সপ্তম দাস নামে এক যুবককে বেধড়ক পেটায় রেলকর্মীরা ৷ সপ্তমের বন্ধু বাপি মণ্ডলের অভিযোগ, ‘‘স্থানীয় মানুষজন রেলগেট খোলার দাবি জানান ৷ রেলকর্মীদের সঙ্গে তাদের তর্ক-বিতর্ক শুরু হয় ৷ রেলকর্মীরা একজনকে মারতে যায় ৷ সে পালিয়ে গেলে আমার বন্ধুকে মারধর করে ৷ আমি গিয়ে তাকে উদ্ধার করি ৷’’ আহতকে বোলপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রেলকর্মী বিট্টু কুমার ৷ তাঁর দাবি, স্থানীয় মানুষজন তাঁকে মারধর করেছে ৷ ঘটনায় রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন সপ্তমের বন্ধু ৷

প্রান্তিক রেলগেট দ্রুত খোলা নিয়ে বচসা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.