ETV Bharat / state

Visva-Bharati University: বিশ্বভারতীর 'হেরিটেজ' ফলকে প্রধানমন্ত্রী ও উপাচার্যের নাম, ব্রাত্য রবীন্দ্রনাথ - ইউনেসকো

Visva Bharati University Heritage Site Name Plate: শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে গত 17 সেপ্টেম্বর ঘোষণা করেছে ইউনেসকো ৷ সেই বিষয়ে ফলক তৈরি হয়েছে বিশ্বভারতীতে ৷ সেই ফলকে আচার্য হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও নেই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেই ৷

Visva Bharati University
Visva Bharati University
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 2:59 PM IST

Updated : Oct 20, 2023, 5:10 PM IST

বোলপুর, 20 অক্টোবর: শান্তিনিকেতনে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' ফলক থেকে ব্রাত্য স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর । সেই ফলকে শুধু নাম রয়েছে প্রধানমন্ত্রী তথা আচার্য নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর । এর ফলে এই নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র । উল্লেখ্য, গত 17 সেপ্টেম্বর ইউনেসকো শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যের (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) তকমা দিয়েছে ৷ তার জন্যই নির্মিত হয়েছে এই ফলক ৷

গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি এই শান্তিনিকেতন । তাঁর প্রতিষ্ঠিত বিশ্বভারতীর চতুর্দিকে রয়েছে একাধিক ঐতিহ্যবাহী ভবন, ভাস্কর্য ও স্থাপত্য। গত 17 সেপ্টেম্বর সৌদি আরবের ইউনেসকোর সমাবেশ থেকে গুরুদেবের শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' বা 'বিশ্ব ঐতিহ্যের' তকমা দেওয়া হয়েছে । যা নিয়ে উচ্ছ্বাসিত সকলেই ।

Visva Bharati University Heritage Name Plate
বিশ্বভারতীতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ফলক৷

কিন্তু দেখা গেল বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে উপাসনা গৃহ, রবীন্দ্রভবন, কলাভবন, সঙ্গীতভবন, ছাতিমতলা প্রভৃতি জায়গায় শ্বেত পাথরের ফলক বসানো হয়েছে । সেখানে খোদাই করা ইউনেসকো 'বিশ্ব ঐতিহ্যে সাইট' । আর নিচে লেখা রয়েছে আচার্য নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম ৷ অর্থাৎ, ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তকমা ফলক থেকেই ব্রাত্য স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র ।

উল্লেখ্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কোনও উদ্বোধনী ফলক বা কোনও স্বীকৃতি ফলক বসানো হয় না । সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নামের বিজ্ঞাপনের জন্যই এই ফলক বসিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ, এমনই অভিযোগ করেছেন আশ্রমিক থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী এবং শান্তিনিকেতনের বাসিন্দারা ।

Visva Bharati University Heritage Name Plate
বিশ্বভারতীতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ফলক৷

এই নিয়ে ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর বলেন, "এটা নতুন কথা কি ! রবীন্দ্রনাথ ঠাকুরের কোন আদর্শটাকে মানা হয় এখন বিশ্বভারতীতে ৷ এই নিয়ে নিন্দার ভাষা নেই ।"

আরও পড়ুন: 'ওয়ার্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতনে টোটো নিয়ন্ত্রণে পথে নামলেন বিশ্বভারতীর উপাচার্য

বোলপুর, 20 অক্টোবর: শান্তিনিকেতনে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' ফলক থেকে ব্রাত্য স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর । সেই ফলকে শুধু নাম রয়েছে প্রধানমন্ত্রী তথা আচার্য নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর । এর ফলে এই নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র । উল্লেখ্য, গত 17 সেপ্টেম্বর ইউনেসকো শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যের (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) তকমা দিয়েছে ৷ তার জন্যই নির্মিত হয়েছে এই ফলক ৷

গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি এই শান্তিনিকেতন । তাঁর প্রতিষ্ঠিত বিশ্বভারতীর চতুর্দিকে রয়েছে একাধিক ঐতিহ্যবাহী ভবন, ভাস্কর্য ও স্থাপত্য। গত 17 সেপ্টেম্বর সৌদি আরবের ইউনেসকোর সমাবেশ থেকে গুরুদেবের শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' বা 'বিশ্ব ঐতিহ্যের' তকমা দেওয়া হয়েছে । যা নিয়ে উচ্ছ্বাসিত সকলেই ।

Visva Bharati University Heritage Name Plate
বিশ্বভারতীতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ফলক৷

কিন্তু দেখা গেল বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে উপাসনা গৃহ, রবীন্দ্রভবন, কলাভবন, সঙ্গীতভবন, ছাতিমতলা প্রভৃতি জায়গায় শ্বেত পাথরের ফলক বসানো হয়েছে । সেখানে খোদাই করা ইউনেসকো 'বিশ্ব ঐতিহ্যে সাইট' । আর নিচে লেখা রয়েছে আচার্য নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম ৷ অর্থাৎ, ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তকমা ফলক থেকেই ব্রাত্য স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র ।

উল্লেখ্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কোনও উদ্বোধনী ফলক বা কোনও স্বীকৃতি ফলক বসানো হয় না । সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নামের বিজ্ঞাপনের জন্যই এই ফলক বসিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ, এমনই অভিযোগ করেছেন আশ্রমিক থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী এবং শান্তিনিকেতনের বাসিন্দারা ।

Visva Bharati University Heritage Name Plate
বিশ্বভারতীতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ফলক৷

এই নিয়ে ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর বলেন, "এটা নতুন কথা কি ! রবীন্দ্রনাথ ঠাকুরের কোন আদর্শটাকে মানা হয় এখন বিশ্বভারতীতে ৷ এই নিয়ে নিন্দার ভাষা নেই ।"

আরও পড়ুন: 'ওয়ার্ল্ড হেরিটেজ' শান্তিনিকেতনে টোটো নিয়ন্ত্রণে পথে নামলেন বিশ্বভারতীর উপাচার্য

Last Updated : Oct 20, 2023, 5:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.