ETV Bharat / state

Rabindra Bhavan Museum in Visva Bharati : পর্যটকদের জন্য খুলল বিশ্বভারতীর রবীন্দ্রভবন সংগ্রহশালা - বিশ্বভারতী

দুই বছর পর খুলল বিশ্বভারতীর রবীন্দ্রভবন সংগ্রহশালা (Rabindra Bhavan Museum open for tourist)। কোভিড পরিস্থিতির জন্য 2020 সালের 9 মার্চ থেকে বন্ধ ছিল রবীন্দ্রভবন ৷ এদিন থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল রবীন্দ্রভবন সংগ্রহশালা ।

Visva-Bharati
Rabindra Bhavan Museum
author img

By

Published : Apr 16, 2022, 9:47 PM IST

শান্তিনিকেতন, 16 এপ্রিল : করোনা প্রকপে রাজ্যের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ হয়ে গিয়েছিল বিশ্বভারতীও (Visva-Bharati opened museum for Tourist) ৷ পরে বিশ্ববিদ্যালয় খুললেও পর্যটকদের জন্য বন্ধ ছিল রবীন্দ্রভবন সংগ্রহশালা ৷ 2020 সালের 9 মার্চ থেকে বন্ধ ছিল এই সংগ্রহশালা ৷

এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদকের রেপ্লিকা-সহ রয়েছে তাঁর ব্যবহৃত বহু মূল্যবান সামগ্রী, ছবি, পুঁথি প্রভৃতি । এদিন থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল রবীন্দ্রভবন সংগ্রহশালা । এতদিন এই সংগ্রহশালা বন্ধ থাকায় কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে বিশ্বভারতীর বলে তাঁরা জানিয়েছেন ।

পড়ুয়াদের জন্য টিকিট মূল্য একই ভাবে 10 টাকা ধার্য রয়েছে ৷ ভারতীয়দের জন্য 70 টাকা, সার্ক অন্তভূক্ত দেশগুলির বিদেশি পর্যটকদের জন্য 300 টাকা ও অন্যান্য বিদেশি পর্যটকদের জন্য টিকিট মূল্য 700 টাকা ধার্য করা হয়েছে ৷

প্রথম দিন রবীন্দ্রভবন সংগ্রহশালা খুলতেই ঢল নামে দর্শকদের ৷ এতকাল শান্তিনিকেতন এসে বরীন্দ্রভবন সংগ্রহশালা না দেখেই ফিরে যেতে হয়েছে বহু পর্যটকদের । বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় বলেন, "সকলের জন্য খুলে দেওয়া হল রবীন্দ্রভবন । তবে কোভিড বিধি মেনে প্রবেশ করতে হবে পর্যটকদের ।"

আরও পড়ুন : Santiniketan Gang Rape : নাবালিকা গণধর্ষণে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বাম-বিজেপির বিক্ষোভ শান্তিনিকেতনে

শান্তিনিকেতন, 16 এপ্রিল : করোনা প্রকপে রাজ্যের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ হয়ে গিয়েছিল বিশ্বভারতীও (Visva-Bharati opened museum for Tourist) ৷ পরে বিশ্ববিদ্যালয় খুললেও পর্যটকদের জন্য বন্ধ ছিল রবীন্দ্রভবন সংগ্রহশালা ৷ 2020 সালের 9 মার্চ থেকে বন্ধ ছিল এই সংগ্রহশালা ৷

এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদকের রেপ্লিকা-সহ রয়েছে তাঁর ব্যবহৃত বহু মূল্যবান সামগ্রী, ছবি, পুঁথি প্রভৃতি । এদিন থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল রবীন্দ্রভবন সংগ্রহশালা । এতদিন এই সংগ্রহশালা বন্ধ থাকায় কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে বিশ্বভারতীর বলে তাঁরা জানিয়েছেন ।

পড়ুয়াদের জন্য টিকিট মূল্য একই ভাবে 10 টাকা ধার্য রয়েছে ৷ ভারতীয়দের জন্য 70 টাকা, সার্ক অন্তভূক্ত দেশগুলির বিদেশি পর্যটকদের জন্য 300 টাকা ও অন্যান্য বিদেশি পর্যটকদের জন্য টিকিট মূল্য 700 টাকা ধার্য করা হয়েছে ৷

প্রথম দিন রবীন্দ্রভবন সংগ্রহশালা খুলতেই ঢল নামে দর্শকদের ৷ এতকাল শান্তিনিকেতন এসে বরীন্দ্রভবন সংগ্রহশালা না দেখেই ফিরে যেতে হয়েছে বহু পর্যটকদের । বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় বলেন, "সকলের জন্য খুলে দেওয়া হল রবীন্দ্রভবন । তবে কোভিড বিধি মেনে প্রবেশ করতে হবে পর্যটকদের ।"

আরও পড়ুন : Santiniketan Gang Rape : নাবালিকা গণধর্ষণে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বাম-বিজেপির বিক্ষোভ শান্তিনিকেতনে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.